টুকরো খবর

মাথাভাঙায় ময়ূরের দেহ
লোকালয়ে ঢুকে পড়া ময়ূরের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙার লালবাজার এলাকায়। রবিবার সকালে লালবাজার গ্রাম পঞ্চায়েতের পাগলিমারি গ্রামে ওই ঘটনা ঘটে। নিজের নির্বাচনী এলাকায় ওই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন। তিনি বলেন, “কয়েকদিন আগে গ্রামবাসীরা এলাকায় দুটি ময়ূরকে ঘোরাঘুরি করতে দেখেন। তারই একটির দেহ এ দিন পাওয়া যায়। কীভাবে সেটির মৃত্যু হল তা ময়না তদন্ত করে খতিয়ে দেখতে বলেছি।” বন দফতর সূত্রে খবর, লালবাজারের পাগলিমারি গড়ের উপরে প্রচুর গাছ রয়েছে। সেখানেই প্রথম দুটি ময়ূরকে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি জানাজানি হতেই বহু মানুষ সেখানে ভিড় করেন। এদিন পুরুষ ময়ূরের দেহ মেলে। কোচবিহারের ডিএফও পিনাকী মিত্র বলেন, “উৎসুক জনতার ভিড়ে দিশেহারা হয়ে পুরুষ ময়ূরটি জলাশয়ে পড়ে গিয়ে মারা যায় বলে মনে হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিষয়টি স্পষ্ট হবে। অন্য ময়ূরটিকে কেউ যাতে বিরক্ত না-করে সেটা দেখা হচ্ছে।” তবে ময়ূর দুটি সেখানে কোথা থেকে এল সেই বিষয়ে এখনও ধন্দ কাটেনি।

প্রচুর কাঠ আটক
পিকআপ ভ্যান আটকে প্রচুর শাল ও সেগুন কাঠ আটক করল বন দফতর। রবিবার বৈকুণ্ঠপুর বন বিভাগের কর্মীরা মাটিগাড়ার কাওয়াখালিতে ওই কাঠ আটক করেন। গ্রেফতার করা হয় পিকআপ ভ্যান চালককে। ধৃতের নাম শুভঙ্কর মাহাতো। বৈকুণ্ঠপুর ডিএফও ধর্মদেব রাই জানান, কাঠ পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে। ভোট। দেশবন্ধু বিদ্যাপীঠ স্কুলের পরিচালন সমিতি অভিভাবক প্রতিনিধি ভোটে রবিবার জয়ী হল জাতীয়তাবাদী শিক্ষা মঞ্চ। নির্বাচনে জাতীয়তাবাদী শিক্ষা মঞ্চ ৫টি আসনে জয়ী হয়। বামেরা পেয়েছে মাত্র একটি আসন।

দলমার বড় দল না সরায় ক্ষোভ
দলমার হাতিরা এলাকা ছেড়ে অন্যত্র না যাওয়ায় ক্ষোভ ছড়িয়েছে বাঁকুড়ার জয়পুর, বিষ্ণুপুর ও বাঁকাদহ রেঞ্জের গ্রামবাসীদের মধ্যে। ৬৫টি হাতির ওই দলটিকে সরাবার দাবিতে ক্ষিরাইবনি, গোঁসাইপুর প্রভৃতি গ্রামের বাসিন্দারা শনি ও রবিবার জয়পুর রেঞ্জ অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের ক্ষোভ, “এলাকায় হাতি ঘুরে বেড়াচ্ছে। রাতে ঘর থেকে বের হতে ভয় লাগে। ফসলেরও ক্ষতি করছে। তবু বনকর্মীরা হাতিগুলিকে অন্যত্র সরানোর কোনও ব্যবস্থা নিচ্ছেনা।” যদিও গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করেছেন জয়পুরের রেঞ্জ অফিসার স্বপন ঘটক। তিনি বলেন, “আমরা গত কয়েক দিন ধরে হাতির দলটিকে দ্বারকেশ্বর পার করে সোনামুখীতে ঢোকানোর চেষ্টা করছি। কিন্তু, নদীর ওই পাড়ের হিংজুড়ি এলাকার বাসিন্দারা হাতির দলটিকে ঢুকতে বাধা দিচ্ছেন। বাধা পেয়ে দলটি বারবার জয়পুরে ফিরে আসছে।” এডিএফও (বিষ্ণুপুর) নীলরতন পান্ডা বলেন, “নদীর ওপারে হাতির দলটিকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।” তিনি জানান, আজ সোমবার আরও বড় হুলা পার্টি দিয়ে হাতির দলটি সোনামুখীর দিকে পাঠানোর চেষ্টা করা হবে।

সাপের ছোবলে মৃত্যু
শুক্রবার রাতে পুড়শুড়ার বড়দিগরুই গ্রামে সর্পদষ্ট হয়ে এক বধূর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম লক্ষ্মী মালিক (৩৫)। ঘুমন্ত অবস্থায় একটি সাপ তাঁকে ছোবল মারে। লক্ষ্মীদেবীকে শ্রীরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। ভোরে তাঁর মৃত্যু হয়।

ময়ূর উদ্ধার
বক্সা ব্যাঘ্র প্রকল্পের মরাখাতা জঙ্গল সংলগ্ন পারোকাটা থেকে জখম একটি ময়ূর উদ্ধার করে গ্রামবাসীরা বনদফতরের হাতে তুলে দিল। রবিবার ঘটনাটি ঘটেছে। সাউথ রায়ডাক রেঞ্জের অফিসার উৎপল দত্ত জানিয়েছেন, ময়ূরটির ডান দিকের ডানা ভাঙা। চিকিৎসার জন্য সেটিকে রাজাভাতখাওয়া রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

হাতির হানা
খাবারের খোঁজে দলছুট মাকনা গ্রামে ঢুকে পাঁচটি রান্নাঘর ভেঙে চাল, ডাল, আটা এবং পান্তাভাত সাবাড় করল। শনিবার রাতে ডুয়ার্সের শামুকতলার তুরতুরি বেলতলা ও মিশন কলোনিতে ঘটনাটি ঘটেছে। রাত ১১ টা নাগাদ রায়ডাক জঙ্গল থেকে হাতিটি বেরিয়ে বেলতলা গ্রামে কয়েকটি রান্নাঘর ভেঙে লবণ ও চাল খায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.