নোটিস বোর্ড
আগামী ৬ নভেম্বর, ২০১১ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ভূগোলের মেধা অনুসন্ধান পরীক্ষা আয়োজন করেছে বঙ্গীয় ভূগোল মঞ্চ। যোগাযোগ: ৯৮৩০৩-০৬৫৮৯।

যে সব ছাত্রছাত্রী আমেরিকায় পড়াশোনা করতে যেতে আগ্রহী তাদের জন্য টোল ফ্রি এডুকেশন ইউএসএ হটলাইন খুলেছে ইউনাইটেড স্টেটস-ইন্ডিয়া এডুকেশন ফাউন্ডেশন (ইউসিয়েফ)। নম্বরটি হল ১-৮০০-১০৩-১২৩১। এখানে ফোন করে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার ব্যাপারে যাবতীয় তথ্য জানতে পারবে ছাত্রছাত্রীরা।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেন ট্রেড-এ ইন্টারন্যাশনাল বিজনেস-এর ওপর দু’বছরের এম বি এ কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতক। যারা এ বছর স্নাতকস্তরের সর্বশেষ পরীক্ষা দিয়েছে তারাও আবেদন করতে পারে। তফসিলি জাতি ও জনজাতিদের ক্ষেত্রে আসন সংরক্ষিত আছে। প্রতিষ্ঠানের কাউন্টার থেকে প্রসপেক্টাস সংগ্রহ করার শেষ তারিখ ৫ সেপ্টেম্বর। পরীক্ষা হবে ২৭ নভেম্বর। ওয়েবসাইট: http://www.iift.edu/new/

বাণিজ্য নৌবাহিনীতে রেটিং হিসেবে কাজ করার জন্য বিভিন্ন রেটিং ট্রেনিং প্রতিষ্ঠানে ভর্তি হতে কমন এন্ট্র্যান্স টেস্ট (সিইটি) দিতে হবে। যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ৪০ শতাংশ এবং দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ইংরেজিতে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে। বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। বিশদে জানতে দেখতে হবে ওয়েবসাইট: www.seafareres.edu.in

মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এগজামিনেশন পরিচালনা করে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য। সায়েন্স, সোশাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, ম্যানেজমেন্ট ও ল-এর বিষয় ন্যাশনাল ট্যালেন্ট সার্চ প্রকল্পের আওতায় পড়ে। এর জন্য প্রায় ১০০০টি বৃত্তি দেওয়া হয়। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অগস্ট। বিশদে জানতে দেখতে হবে ওয়েবসাইট: http://www.ncert.nic.in/programmes/talent_exam/index_talent.html

ইনস্টিটিউট অব রুরাল ম্যানেজমেন্ট, আনন্দ-এ রুরাল ম্যানেজমেন্ট-এর বিভিন্ন কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। কোর্সগুলি:
১) দু’বছরের পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন রুরাল ম্যানেজমেন্ট
২) ফেলোশিপ প্রোগ্রাম ইন রুরাল ম্যানেজমেন্ট। এটির মেয়াদ কমপক্ষে তিন বছরের। স্নাতকোত্তর প্রোগ্রামের ক্ষেত্রে যোগ্যতা গড়ে ৫০ শতাংশ নম্বর পেয়ে যে কোনও বিষয়ে স্নাতক।
আর ফেলোশিপের যোগ্যতার ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত রয়েছে যার একটি ৫৫ শতাংশ নম্বর পেয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ। সেই সঙ্গে স্নাতকস্তরে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। ওয়েবসাইট: www.irma.ac.in
দশম শ্রেণি উত্তীর্ণ বা আইটিআই, ইঞ্জিনিয়ারিং, এম বি বি এস ও এম বি এ তে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য ২৬০০ স্কলারশিপ দেবে ইন্ডিয়ান অয়েল। বয়স থাকতে হবে ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। তফসিলি জাতি ও জনজাতি, অন্যান্য অনঅগ্রসর শ্রেণি ও প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে বয়সে ছাড় রয়েছে। আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। আরও বিশদে জানতে ওয়েবসাইট: http://www.iocl.com/Aboutus/Scholarships.aspx

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব জব ট্রেনিং তাদের প্রথম স্কলারশিপ প্রোগ্রাম ‘আই আই জে টি উড়ান’ চালু করল। এটি একটি পরীক্ষা ভিত্তিক বৃত্তি স্কিম যেখানে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই পরীক্ষাটি দিতে পারবে। অনলাইনের মাধ্যমে এই ত্রিশ মিনিটের একটি আই কিউ পরীক্ষা নেওয়া হবে ২৭ অগস্ট, ৩, ১০ এবং ১৭ সেপ্টেম্বর। স্কলারশিপ পরীক্ষা দেওয়ার জন্য ভর্তি নেওয়া শুরু হবে ২২ অগস্ট থেকে। ওয়েবসাইট: www.iijt.com


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.