for ENGLISH
কথোপকথন চালানোর
অভ্যাস তৈরি

রো তোমরা যে পাড়া বা এলাকায় থাকো, সেখানে তোমার কোনও বন্ধু বা আত্মীয় বেড়াতে এসেছেন। সন্ধ্যাবেলাটা তাঁরা বাইরে কাটাতে চান। যে হেতু তুমি ওই এলাকার বাসিন্দা তাই তুমি তাঁদের বাইরে ঘোরার ব্যাপারে কিছু মতামত দিতে পারো।
তোমাদের বোঝার সুবিধার জন্য কিছু মতামত, যেগুলি তুমি তোমার বন্ধু বা আত্মীয়কে দেবে সেগুলি কথোপকথন আকারে দেওয়া হল। এগুলি কিন্তু এক প্রকারের অনুশীলনী। এর সঙ্গে দেওয়া হল দশটি শব্দবন্ধ (phrase)। কথোপকথনের বাক্যের শূন্যস্থানে ঠিক শব্দবন্ধ বসিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো।
১) I think the best one is
২) Do you know anywhere which sells
৩) It would be a good idea to
৪) Probably the best place to look
৫) why don’t you talk
৬) I would take them
৭) You might find something in
৮) Can you recommend
৯) I think you
১০) I ‘m not sure about
ক) কোনও রেস্তোরাঁয় যাওয়া নিয়ে কথোপকথন হচ্ছে তোমাদের মধ্যে:
A. I’m eating out tonight. _____________ a good Indian restaurant?
B. Yes. I can. _______________ The Bengali one on Heysham Road: Droupadi’s.
A. Ok, thanks. Any others? What do you think of Shakuntalas at Ballygunj?
B. _____________ that one. Sometimes it’s almost empty.
A. Ok, I’ll try the other one. Thanks.
A যে প্রশ্নটা করেছে তাতে ৮) নম্বরের শব্দবন্ধটি ব্যবহার করা যায়। অর্থাৎ, A - I’m eating out tonight. Can you recommend a good Indian restaurant?
বাকি অনুশীলনের বাক্যগুলি এ ভাবেই শব্দগুচ্ছ বসিয়ে শেষ করে ফেল।
ছবি: সুমন চৌধুরি
খ) বিভিন্ন হোটেল সম্পর্কে উপদেশ দিতে:
A. I’m going to Kolkata in May. Do you think I need to book a hotel before I go?
B. I think so, yes. ___________ should book somewhere on the internet.
A. Ok. I’ll do that.
B. But _________ to our travel department first? I’m pretty sure they have some special deals with hotels.
A. Good idea. I’ll speak to them today. Thanks.

গ) শপিং করতে গিয়ে যে সমস্ত অসুবিধায় পড়তে হতে পারে সেই নিয়ে কথা বলতে গিয়ে:
A. I’m going shopping. _____________ films on DVDs with English and Bengali subtitles? (এখানে Do you know anywhere which sells দিয়ে বাক্যটি পূর্ণ করা যাবে।)
B. ___________ is Starshop. It’s a book store at City Mall.
A. Ok. Anywhere else?
B. I’m not sure. _____________ the record shops as well. Try Harmony for example.
A. Ok, thanks. Could you write those down for me, please?

ঘ) বিনোদনের ব্যাপারে বলার ক্ষেত্রে:
A. I have to take some clients out tonight. Any ideas?
B. There’s a film festival on this week at Nandan. ____________ to that.
A. That sounds interesting. I’ll do that. Thanks.
B. _____________ book in advance. It’s really popular.
A. Thanks for the advice.
আশা করি তোমরা অনুশীলনীগুলি ঠিক মতো শেষ করতে পেরেছ। এ বার এই অনুশীলনীগুলিই একটু অন্য রকম করে লিখতে হবে। প্রত্যেকটা অনুশীলনীতে যে কথোপকথন দেওয়া আছে সেগুলি আড়াল করে নিজের মতো কথোপকথন তৈরি করো। প্রত্যেকটি মতামতের ক্ষেত্রে প্রারম্ভিক কিছু শব্দ দেওয়া হল। সেই সূত্র ধরেই তোমাকে পরের কথোপকথনগুলি তৈরি করতে হবে।
বিনোদনের ক্ষেত্রে:
I have to take some clients........................
রেস্তোরাঁ সম্বন্ধে বলতে:
I’m eating out tonight................................
হোটেল সম্পর্কে উপদেশ দিতে গিয়ে:
I’m going to Delhi.....................................
শপিং করার সময় বিভিন্ন অসুবিধে নিয়ে আলোচনা করতে গিয়ে:
I’m going shopping....................
কারও সঙ্গে তুমি চলচ্চিত্র নিয়ে কথা বলছ। তোমার পক্ষে তার সঙ্গে কথোপকথন চালিয়ে যাওয়া সম্ভব হবে যদি তুমি কথার পিঠে ঠিক ঠিক প্রশ্ন করতে পারো। যেমন, তুমি কত ঘন ঘন সিনেমা দেখতে যাও? কী ধরনের সিনেমা তোমার ভাল লাগে? যদি সম্প্রতি কোনও সিনেমা দেখে থাক, তা হলে সেটার গল্পটা কী নিয়ে? কোন কোন নায়ক নায়িকা ছিলেন তাতে? সাম্প্রতিক কালের কোন কোন সিনেমা দেখা উচিত বলে তোমার মনে হয়? কোন নায়ক, নায়িকা বা পরিচালককে তোমার পছন্দ? আবার কাদের তোমার একেবারেই ভাল লাগে না? কোন ধরনের ছবি তোমার একদম পছন্দ হয় না? এখনও পর্যন্ত তোমার দেখা সবচেয়ে খারাপ ছবি কোনটা?
এই ধরনের কয়েকটা প্রশ্ন তুমি তৈরি করে রাখতে পারো। তার পর তোমার পরিচিত দু’জন ব্যক্তিকে ইন্টারভিউ-এর আকারে প্রশ্নগুলি করো। উত্তরগুলি জেনে নিয়ে ঝটপট লিখে ফেল।
চলচ্চিত্র নিয়ে কথা বলতে বেশ কয়েকটা শব্দ তোমাকে হামেশাই ব্যবহার করতে হয়। যেমন
Directed subtitles character set actress plot ending actor violent plays cast entertaining
নীচে সিনেমা সংক্রান্ত কয়েকটি মন্তব্য দেওয়া হল। মন্তব্যগুলি সম্পূর্ণ নয়। এর আগে সিনেমা সংক্রান্ত কয়েকটি শব্দের কথা আমরা বলেছি। সেগুলি দিয়ে নীচের বাক্যগুলিকে পূর্ণ বাক্যে পরিণত করো। প্রয়োজনে কোথাও কোথাও তুমি নিজের মতো শব্দও ব্যবহার করতে পারো।
১) It was a great performance. ________ is my favourite ________.
২) She’s a real star. I think Meryl Streep is my favourite _____.
৩) We had a great evening out. The film was really ______.
৪) I saw a good thriller recently. The ______ was a bit complicated, but I enjoyed it.
৫) Tom Cruise _______ the role of a successful Doctor who learns that life is not as simple as he thought.
৬) Go and see the latest _________movie. It has a great ________ and all the top names are in it.
৭) There’s a festival of films ________ by ________ on at the local cinema this week. I’ve only seen ______. I’d like to see some of his others.
৮) His new film is _____________.
৯) It is a romantic film and has the usual happy ___________, but it was quite moving.
১০) The film was dubbed. I prefer _______ so you can hear the original language.

শ্রীলাহিড়ী ইউনাইটেডওয়ার্ল্ড স্কুল অব বিজনেস-এ কমিউনিকেশন স্কিল-এর শিক্ষক


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.