টুকরো খবর |
|
শহরে মিছিল ছাত্র পরিষদের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর শহরে মিছিল করল ছাত্র পরিষদ। রবিবার জেলা কংগ্রেস দফতর থেকে এই মিছিল শুরু হয়। নেতৃত্ব দেন নির্মাল্য বন্দ্যোপাধ্যয়, মহম্মদ সইফুল্লা প্রমুখ। ২৮ অগস্ট সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী। সেই উপলক্ষেই এ দিনের মিছিল বলে নেতৃত্ব জানান। এ দিন জেলা কংগ্রেস দফতরে ছাত্র পরিষদের এক প্রস্তুতি সভাও হয়েছে। ২৮ তারিখের কর্মসূচি সফল করতেই এই সভা।
|
বিজ্ঞানাচার্য স্মরণে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুর জেলা আচার্য প্রফুল্লচন্দ্র রায় সার্ধশতবার্ষিকী কমিটির উদ্যোগে রবিবার মেদিনীপুর কলেজে হয়ে গেল বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা ও আলোচনাসভা। মহকুমাস্তরের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা জেলাস্তরের এই প্রতিযোগিতায় যোগ দেন। এ দিনই সফল প্রতিযোগীদের পুরস্কার দেওয়া হয়। সার্ধশত বার্ষিকী কমিটির সম্পাদক কুমারেশ দে বলেন, “বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবাদী মন গড়ে তুলতে বিজ্ঞানীদের জীবন সংগ্রামের চর্চা প্রয়োজন। তাই এই উদ্যোগ। জেলা স্তরের সফল প্রতিযোগিদের নিয়ে ১১ সেপ্টেম্বর কলকাতায় রাজ্যস্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।”
|
টিএমসিপি’র সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি হিসেবে মেদিনীপুরে এক সভা করল তৃণমূল ছাত্র পরিষদ। ছিলেন রাজ্য নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়, তৃণমূল জেলা সভাপতি দীনেন রায়। ২৮ অগস্ট প্রতিষ্ঠা বার্ষিকীতে কলকাতায় সমাবেশ। তা সফল করতেই শনিবার লোধা স্মৃতি-ভবনে এই সভা হয়।
|
মঞ্চসেনার নাট্যোৎসব
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সাংস্কৃতিক সংস্থা মঞ্চসেনার ২৫ বছর পূর্তিকে সপ্তাহ ব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু হল শনিবার। খড়্গপুরের তালবাগিচার শিবমন্দির ময়দানে উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতায় সফলদের পুরস্কৃত করা হয়। মঞ্চস্থ হয় শিবাজী রায় নির্দেশিত মঞ্চসেনা প্রযোজিত নাটক ‘স্বার্থের ভালবাসা’। উৎসব শেষ হবে ২৬ শে অগস্ট।
|
সভা |
বাম সংগঠন ছেড়ে ৩১ জন সরকারি কর্মী তাঁদের সংগঠনে যোগ দিয়েছেন বলে দাবি করলেন স্টেট গভর্নমেন্ট তৃণমূল এমপ্লয়িজ ফেডারেশনের (পশ্চিমবঙ্গ) জেলা সভাপতি অজয় ভুঁইয়া। রবিবার শহরে সংগঠনের জেলা কমিটির সভায় বাম সংগঠন ছেড়ে আসা কর্মীদের স্বাগত জানান নেতৃত্ব।
|
বাস্কেটবল |
কেন্দ্রীয় বিদ্যালয় আইআইটিতে শেষ হল তিন দিনের বাস্কেটবল প্রতিযোগিতা। অনূর্ধ্ব ১৪ এবং অনূর্ধ্ব ১৯-এই দুই বিভাগে মোট ১১টি স্কুল যোগ দেয়। অনূর্ধ্ব ১৯-এ কেন্দ্রীয় বিদ্যালয় আইআইটি ও অনূর্ধ্ব ১৪য় জয়ী হয় কেন্দ্রীয় বিদ্যালয় সালুয়া। |
|