জোকা-বি বা দী বাগ মেট্রো
আড়াই বছরেই চলবে ট্রেন, আশ্বাস রেলমন্ত্রীর
গামী আড়াই বছরের মধ্যেই জোকা-বি বা দী বাগ রুটে চালু হয়ে যাবে মেট্রো। রবিবার শহরে এসে প্রকল্পের কাজকর্ম দেখে এই কথা জানালেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী।
কিন্তু কাজ শুরু হতে এত দেরি হল কেন? এ প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বিগত বামফ্রন্ট সরকারের ‘সহযোগিতার অভাব’-এর দিকে ইঙ্গিত করেন। সেই সঙ্গে তিনি বলেন, “এখন রেল, রাজ্য সরকার ও পুরসভা এক জোট হয়ে কাজ করছে। তাই কাজ দ্রুত এগোচ্ছে।”
রাজ্য সরকার ও পুরসভা যে রেলের সঙ্গে কাজ করছে, তা স্পষ্ট হল মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে। দিনভর তাঁরা ছিলেন রেলমন্ত্রীর সঙ্গে। সকালে দক্ষিণ-পূর্ব রেলের সদরে মেট্রোকর্তাদের সঙ্গে রেলমন্ত্রীর বৈঠকেও ছিলেন তাঁরা।
রেলমন্ত্রী সাংবাদিক সম্মেলন করবেন বলে শনিবার বেশি রাতে জানিয়েছিলেন দক্ষিণ-পূর্ব রেল ও মেট্রো-কর্তৃপক্ষ। ঠিক ছিল, দক্ষিণ-পূর্ব রেলের সদর দফতরে দুপুর একটায় হবে ওই সম্মেলন। সেই মতো হাজির হন সাংবাদিকেরা। মন্ত্রীও পৌঁছে গিয়েছিলেন। আচমকাই রেলমন্ত্রী কথা শুরু করার মুহূর্তে মেয়র তাঁকে নিয়ে বেরিয়ে যান। পরে জানা যায়, মন্ত্রী কথা বলবেন জোকায় গিয়ে।
নির্মীয়মাণ মেট্রোপথের মডেল দেখছেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী
এবং কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। রবিবার। —নিজস্ব চিত্র
এর পরেই প্রায় ২৫টি গাড়ির কনভয় তারাতলা হয়ে সোজা পৌঁছয় বেহালা থানার সামনে। সেখানে মেট্রোর উল্লেখযোগ্য কাজ বলতে ৭টি নির্মীয়মাণ স্তম্ভ। মেয়র এবং নগরোন্নয়নমন্ত্রীকে নিয়ে গাড়ি থেকে নেমে কাজের জায়গায় ঢুকে পড়েন রেলমন্ত্রী। সেখানেই ঘোষণা করেন, “২০১৩-র ডিসেম্বর বা ২০১৪-র জানুয়ারি নাগাদ চলবে মেট্রো। দ্রুত গতিতেই এগোচ্ছে কাজ। রেল বোর্ডের এক অফিসারকে দায়িত্ব দিয়েছি। তিনি মেট্রোর প্রকল্পগুলি দেখবেন।”
ততক্ষণে ডায়মন্ড হারবার রোডে ট্রাফিক সামলাতে পুলিশের হিমসিম অবস্থা। আধ ঘণ্টার জন্য দুই লেনেই যানজটে আটকে যায় বাস, মিনিবাস, অটো, ট্যাক্সি-সহ সমস্ত গাড়ি। এখান থেকে ফিরে যান নগরোন্নয়নমন্ত্রী।
কনভয় ছোটে জোকার দিকে। আচমকাই তা থামে জোকায় একটি নিকাশি নালার সেতুর উপরে। সেখানে মেট্রোর ঠিকাদার সংস্থার দুই কর্তার সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী। এর পরে তিনি যান এক বেসরকারি সংস্থার গুদামে। সেখানে প্রায় আধ ঘণ্টা কাটিয়ে রওনা দেন বিষ্ণুপুরের দিকে। ডায়মন্ড হারবার রোড থেকে প্রায় তিন-চার কিলোমিটার ভিতরে একটি বেসরকারি সংস্থার কারখানায় যান রেলমন্ত্রী ও মেয়র। পরে জানা যায়, রেলমন্ত্রী ও মেয়র সেখানে মেট্রোর কারশেড তৈরির জন্য একটি জমির মালিকের সঙ্গে কথা বলেন।
রেলমন্ত্রী এ দিন আরও বলেন, “গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত ৩৭ কিলোমিটার দীর্ঘ মেট্রোপথের কাজ শুরু হবে আগামী অক্টোবর মাসে। এটি বিরাট প্রকল্প। এর জন্য হাজার কোটি টাকার দরপত্রও খোলা হয়েছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.