অত্যন্ত গরিব মানুষদেরও আর্থিক পরিষেবার আওতায় আনতে বিশেষ কমর্সূচি নিল ক্ষুদ্র-ঋণ সংস্থা ‘বন্ধন’ এবং অ্যাক্সিস ব্যাঙ্ক। ‘অ্যাক্সিস ব্যাঙ্ক বন্ধন হোলিস্টিক অ্যাসিসট্যান্স’ শীর্ষক ওই কর্মসূচিতে যৌথ উদ্যোগে তারা দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদের ৫০,০০০ অতি দরিদ্র পরিবারকে চিহ্নিত করেছে। প্রশিক্ষণের মাধ্যমে ৫ বছরে তাদের আর্থিক উন্নয়নই এই কর্মসূচির মূল লক্ষ্য। এ জন্য ১০০ কোটি টাকার বিশেষ তহবিল গড়া হবে। যার মধ্যে ৭৫ কোটি টাকা দেবে অ্যাক্সিস ব্যাঙ্ক ফাউন্ডেশন, বাকিটা বন্ধন। বারুইপুরে সম্প্রতি এই কর্মসূচির উদ্বোধন করেন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর কে সি চক্রবর্তী। ছিলেন অ্যাক্সিস ব্যাঙ্কের এমডি ও সিইও শিখা শর্মা, অ্যাক্সিস ব্যাঙ্ক ফাউন্ডেশনের কর্তা সি বাবু জোসেফ, বন্ধনের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ প্রমুখ। চন্দ্রশেখরবাবু জানান, ক্ষুদ্র-ঋণ প্রকল্পেও গরিবরা পরিষেবার বাইরে থেকে যান। ঋণ নিয়েও তা কাজে লাগানোর বিষয়ে তাঁদের আস্থার অভাবই সমস্যা তৈরি করে। সেই সূত্রেই এ ধরনের পরিবারের উন্নয়নের লক্ষ্যে এই কর্মসূচি।
|
কর্মী ধর্মঘটের জেরে আখাউড়া ভূ-বন্দর হয়ে ভারত-বাংলাদেশ বাণিজ্য আপাতত বন্ধ। আগরতলায় পদস্থ এক সরকারি কর্তা জানান, আগরতলা এক্সপোর্ট ইমপোর্ট ওয়ার্কাস অ্যাসোসিয়েশন কাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করার জন্যই এই অবস্থা। চেক পোস্টের উভয় দিকেই সার দিয়ে দাঁড়িয়ে আছে বহু ট্রাক। ধর্মঘটকারী কর্মীরা পণ্য নামানো-ওঠানোর কাজ বন্ধ রেখেছেন।
এক্সপোর্ট-ইমপোর্ট চেম্বার অফ কমার্সের সভাপতি নিতাই সাহা জানান, ধর্মঘট ডাকা ওই কর্মী সংগঠনের বক্তব্য, রাস্তাঘাটের হাল শোচনীয়, আমদানি করা পণ্য রাখারও পর্যাপ্ত জায়গা নেই। এই দুই অব্যবস্থার সুরাহা চেয়েই ডাকা হয়েছে ধর্মঘট। এই কারণে কাজের পরিমাণও কমে গিয়েছে। |