টুকরো খবর

নিখোঁজ দুই শিশুর দেহ উদ্ধার
দু’দিন নিখোঁজ থাকার পরে রবিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে মিলল এক শিশুকন্যার মৃতদেহ। আবার এ দিনই সকালে বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘণ্টা পরেই বাড়ি থেকে সামান্য দূরের একটি ডোবা থেকে উদ্ধার করা হল একটি শিশুপুত্রের দেহ। দু’টি ঘটনাই সিউড়ি শহরের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি শহরের ৪ নম্বর ওয়ার্ডের নগুরিপাড়ার বাসিন্দা জগন্নাথ কাহারের বছর দেড়েকের মেয়ে সঞ্চিতা শুক্রবার দুপুরে বাড়ির বাইরে খেলা করছিল। তার পর থেকেই তার খোঁজ মিলছিল না। অনেক খোঁজাখুঁজির পরে শনিবার সিউড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেন জগন্নাথবাবু। পুলিশ জানায়, এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ জগন্নাথবাবুদের বাড়ি লাগোয়া একটি পুকুরের জলে ভাসতে দেখা যায় ছোট্ট সঞ্চিতার দেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, শুক্রবার খেলতে খেলতে কোনও ভাবে সে পুকুরের জলে পড়ে যায়। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট না মেলা পর্যন্ত বলা সম্ভব নয় বলে পুলিশ জানিয়েছে। অন্য দিকে, এ দিন সকালে সিউড়ির ১৬ নম্বর ওয়ার্ডের কাঁকরখাদ-গড়ুইঝড়ার বাসিন্দা জাহিরা খানের চার বছরের ছেলে সাবির বাড়ির কাছেই ফাঁকা মাঠে প্রাতঃকৃত্য সারতে গিয়ে আর বাড়ি ফেরেনি। বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। ঘণ্টা দেড়েক পরে বাড়ির কাছাকাছি চাঁদমারি মাঠের একটি ডোবা থেকে সাবিরের মৃতদেহ উদ্ধার হয়। দু’টি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে ডুবে মৃত্যু বলা হলেও পুলিশ অন্য সম্ভাবনাও খতিয়ে দেখছে।

দেহ উদ্ধার
নলহাটি থানার হরিওকা গ্রাম সংলগ্ন একটি খাল রবিবার দুপুরে এক যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতের নাম কদম রসুল (২৫)। হরিওকা গ্রামেই তাঁর বাড়ি। খাল থেকে একটি মোটরবাইক উদ্ধার হয়েছে। ওই যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। মৃতের বাবা গ্রামেরই দুই যুবকের বিরুদ্ধে থানায় ছেলেকে খুনের অভিযোগ জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে অভিযুক্ত দুই যুবকের সঙ্গে বচসা হয়েছিল কদমের। তবে রাতে কদম বাড়ি ফেরেননি। পুলিশ জানায়, অভিযুক্ত দুই যুবক পলাতক। তদন্ত চলছে।

নতুন কার্যালয়
ময়ূরেশ্বর ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে ১০০ দিনের কাজের সুবিধার জন্য স্বতন্ত্র কার্যালয়ের দ্বারোদঘাটন করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। মন্ত্রী ছাড়া শনিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সৌমিত্র মোহন, রামপুরহাটের মহকুমাশাসক বিধান রায়, ময়ূরেশ্বরের বিধায়ক অশোক রায় প্রমুখ। ওই দিনই এলাকার দুঃস্থমেধাবী ছাত্রছাত্রীদের বই দেওয়া হয়। একই সঙ্গে ব্যক্তিগত আমবাগান প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেন মন্ত্রী। ময়ূরেশ্বর ২ ব্লকের বিডিও বাবুলাল মাহাতো বলেন, “এলাকার জবকার্ডধারী এবং প্রান্তিক চাষিদের দিয়ে ১ লক্ষ ২৫ হাজার আমগাছ লাগানোর লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। ইতিমধ্যে ৫৮ হাজার গাছ লাগানো হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ব্যক্তিগত সম্পদ সৃষ্টির পাশাপাশি ১০০ দিন কাজের লক্ষ্যমাত্রা পূরণে জোর দেওয়া হয়েছে।”

স্মারকলিপি
পঞ্চায়েতের ‘ডেটা এন্ট্রির’ কাজ, সরকারি চাকরির ফর্ম বিতরণ-সহ ৫ দফা দাবিতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে স্মারকলিপি দিলেন ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকার সহজ তথ্য মিত্র কেন্দ্রের মালিকেরা। তাঁদের অভিযোগ, সরকার অনুমোদিত তথ্য মিত্র কেন্দ্র রূপায়ণকারী সংস্থার প্রায় ১৭টি পরিষেবা দেওয়ার কথা ছিল। কিন্তু দেওয়া হয়েছে মাত্র তিনটি। এর ফলে যে উদ্দেশ্যে তথ্য মিত্র কেন্দ্র চালু করা হয়েছিল তা কার্যত মাঠে মারা যাচ্ছে। শনিবার ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতির একটি অনুষ্ঠানে মন্ত্রীকে লিখিত ভাবে ওই অভিযোগ জানিয়েছেন তথ্য মিত্র কেন্দ্রের মালিকেরা। মন্ত্রী তাঁদের দাবিগুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বিদ্যুৎ চুরির নালিশ
মিটারে কারচুপি করে বিদ্যুৎ চুরির অভিযোগ উঠল বিশ্বভারতীর এক কর্মীর বিরুদ্ধে। এই মর্মে শনিবার বোলপুর থানায় লিখিত অভিযোগ করেছে বিদ্যুৎ দফতর। রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির শান্তিনিকেতন গ্রুপ সাপ্লাই অফিসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মহম্মদ সোহেল হাসান বলেন, “মিটারে কারচুপি করে শ্রীনিকেতনের সুরুল গ্রামের বাসিন্দা বিশ্বভারতীর কর্মী শেখ মইউদ্দিন বিদ্যুৎ চুরি করেছেন। তাঁর বিরুদ্ধে বোলপুর থানায় অভিযোগ করা হয়েছে।” বোলপুর থানার আইসি কমল বৈরাগ্য বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ছাত্র-বিক্ষোভ
বিশ্বভারতীর রবীন্দ্রভবনের অধিকর্তাপদে শিক্ষিকা কুমকুম ভট্টাচার্যের ‘নিয়োগ’ অবিলম্বে বাতিল করার দাবিতে রবীন্দ্রভবনের গেটের সামনে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ। রবিবার তারা এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপাচার্য উদয়নারায়ণ সিংহের কাছে স্মারকলিপি দিয়েছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য উদয়নারায়ণ সিংহ বলেন, “কোনও অস্থায়ী উপাচার্য কাউকে নিয়োগ বা বরখাস্ত করতে পারেন না। তাদের দাবি ঠিক নয়। আপাতত তাঁকে রবীন্দ্রভবনের কার্যভার দেওয়া হয়েছে।”

উদ্বোধন
রামপুরহাট রেলওয়ে আদর্শ বিদ্যালয়ের দু’টি অতিরিক্ত শ্রেণি কক্ষের উদ্ধোধন হল রবিবার। তৃণমূল সাংসদ শতাব্দী রায় ও স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এলাকা উন্নয়ন খাতে মোট সাড়ে পাঁচ লক্ষ টাকা ওই দু’টি শ্রেণি কক্ষ নির্মাণের জন্য দিয়েছিলেন। তাঁরা দু’জনেই রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.