হ্যারি পটারের জাদুসামগ্রীকে বাস্তব রূপ দেওয়ার প্রচেষ্টা অব্যাহত। পটার-উপন্যাসে যে বিশেষ ধরনের দূরবিন দিয়ে নিজের প্রিয় খেলা কুইডিচ দেখত হ্যারি, ঠিক সেই রকম দূরবিন তৈরি করেছে বলে দাবি করল একটি সংস্থা। দূরবিনটির নাম দেওয়া হয়েছে ‘ভাইনোকুলারস’। পটারের ‘অমনিকুলার’-এর মতো ‘ভাইনোকুলারস’-এর সাহায্যেও কোনও দৃশ্য রেকর্ড করে রাখা যাবে। নির্মাতা সংস্থার মতে, পক্ষীপ্রেমীদের জন্য উপযোগী হবে এই দূরবিন। কারণ রেকর্ডিংয়ের পাশাপাশি জিপিএস ব্যবস্থাও রয়েছে এতে। পাখির অবস্থান নির্ণয় করা যাবে।
|
ওমানের উপকূলবর্তী অঞ্চল থেকে ছিনতাই হল একটি ভারতীয় তেল ট্যাঙ্কার। সেই সময় তাতে ২১ জন ভারতীয় নাবিকও ছিলেন। ডিরক্টেরেট জেনারেল অফ শিপিং (ডিজিএস)-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ছিনতাইয়ের সময় ওমানের সালালা বন্দরে
নোঙর করা ছিল ট্যাঙ্কারটি। তবে ছিনতাইকারীদের বিষয়ে কিছু জানানো হয়নি বিবৃতিতে। ভারতীয় নৌবাহিনীকে ঘটনাটি জানানো হয়েছে। সালালা বন্দরের কাছেই এডেন উপসাগরে গত এক বছরে বেশ কয়েকটি ভারতীয় জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
|
পায়ে অস্ত্রোপচার করাতে অস্বীকার করলেন নিহত ওসামা বিন লাদেনের স্ত্রী আমাল আল সাদা। ওসামা নিহত হওয়ার পর থেকেই পাকিস্তানের জেলে বন্দি সাদা। অ্যাবটাবাদের বাড়িতে মার্কিন অভিযানের সময় ওসামাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। পায়ে গুলি লেগেছিল তাঁর। ওই ক্ষতস্থানেই সাদা অস্ত্রোপচার করাতে অস্বীকার করেছেন বলে জানান তাঁর ভাই জাকারিয়া। তাঁর দাবি, ওসামার জঙ্গি কার্যকলাপের কথা কিছুই জানতেন না সাদা। পাকিস্তানের জেলে বেআইনি ভাবে আটকে রাখা হয়েছে সাদাকে। এর প্রতিবাদেই অস্ত্রোপচার করাতে অস্বীকার করছেন সাদা।
|
পুলিশ বললে বোরখা সরিয়ে এ বার থেকে মুখ দেখাতে হবে মহিলাদের। নয়তো জরিমানা, এমনকী জেলেও যেতে হতে পারে। আগামী সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে এই নিয়ম কার্যকর হতে চলেছে। নিরাপত্তার কারণে যে কোনও ব্যক্তিকে হেলমেট, মুখোশ এমনকী বোরখার আবরণ খুলতে বাধ্য করতে পারে পুলিশ। এ ক্ষেত্রে যে রাজি হবে না, ২২০ ডলার জরিমানা থেকে জেলে পর্যন্ত যেতে হতে পারে তাঁকে। এর আগে ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও স্পেনের কিছু অংশে জনসমক্ষে মহিলাদের বোরখা পরা নিষিদ্ধ হয়েছিল। |