|
|
|
|
সমর্থকদের এ বার পথে নামতে বললেন গদ্দাফি |
সংবাদসংস্থা • ত্রিপোলি |
দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থাতেই ফের সমর্থকদের উদ্দেশে প্রতিরোধের ডাক দিলেন লিবিয়ার শাসক কর্নেল মুয়াম্মর গদ্দাফি। আজ ভোর চারটে নাগাদ ন্যাটোর বিমানবাহিনী হানা দেয় রাজধানী ত্রিপোলিতে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত
ভাবে জানা না গেলেও, গদ্দাফির মুঠো যে ক্রমশ আলগা হয়ে আসছে তা এই
ঘটনা থেকে পরিষ্কার।
এই পরিস্থিতিতে গদ্দাফি দেশের মানুষকে বিভিন্ন শহরে পথে নেমে, মিছিল করে প্রতিবাদ জানাতে বলেছেন। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এর মধ্যেই ত্রিপোলির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে গুলির লড়াই শুরু হয়ে গিয়েছে গদ্দাফির সমর্থক এবং সরকার-বিরোধীদের মধ্যে। অবশ্য একটি টেলিভিশন সাক্ষাৎকারে লিবিয়ার তথ্যমন্ত্রী আজও দাবি করেন, সরকারের নিয়ন্ত্রণ এখনও অটুট রাজধানী-সহ দেশের সর্বত্র। লিবিয়ার সরকারি টেলিভিশনে আজ গদ্দাফির একটি বার্তা প্রচারিত হয় অডিও রেকর্ডের মাধ্যমে। ওই বার্তায় গদ্দাফি লিবিয়ার সাম্প্রতিক গোলমালের জন্য ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে দায়ী করেন। তাঁর বক্তব্য, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতেই সারকোজি মদত দিচ্ছেন তাঁর বিরোধীদের। পরবর্তী নির্বাচনে লিবিয়ার তেলের ভাণ্ডারই হবে সারকোজির প্রচারের মূল হাতিয়ার। বিদ্রোহীদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা ফরাসি সরকারের প্রতিনিধি হিসেবে দেশের ক্ষতি করছেন। এই অবস্থায় তিনি প্রতিবাদ জানাতে দেশের মানুষকে দলে-দলে রাস্তায় নামতে আহ্বান জানান। |
|
|
|
|
|