খেলার টুকরো খবর


চ্যাম্পিয়ন হল মহাবীর সঙ্ঘ
দেবু ঘটক ও রাজীব গাঁধী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মহাবীর সঙ্ঘ। শনিবার আপার চেলিডাঙা রাজীব গাঁধী মাঠের খেলায় তারা সেন্ট পলস ক্লাবকে ২-০ গোলে হারায়। ফাইনালের সেরা হল শান্তা বাহাদুর এবং প্রতিযোগিতার সেরা হন অরিজিৎ কেওড়া। তারা দু’জনেই বিজয়ী দলের হয়ে একটি করে গোল করেন। খেলাটি পরিচালনা করেন অনিমেষ দাস, সুখেন্দু বন্দ্যোপাধ্যায় ও অরুণ রায়। ওই দিনের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, চিন্ময় চট্টোপাধ্যায় এবং অ্যালভিটো। ছিলেন শিক্ষামন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন অভিনেতা সোহম, হিরণ, সুমন ও দীপান্বিতা। ক্রীড়ামন্ত্রী বিজয়ী ও বিজিত দলের জন্য সরকারি স্তরে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন।

বিআরএ-র দাবি
ক্রিকেট ম্যাচে আম্পায়ার নিয়োগের ক্ষমতা ফেরত পাওয়ার দাবি জানাল জেলার রেফারিদের সংগঠন বিআরএ। রবিবার ছিল বিআরএ-র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। তাতে এই দাবি তুলে সদস্যেরা জানান, এক সময়ে আম্পায়ার নিয়োগের ক্ষমতা ছিল সংস্থার হাতে। কিন্তু আশির দশকের মাঝামাঝি তা নিয়ে নেয় জেলা ক্রীড়া সংস্থা। অথচ তাঁদের সংস্থায় অনেক ভাল আম্পায়ার রয়েছেন। সংগঠনের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিবু রুদ্র এবং সভাপতি কুলদীপ সিংহ।

জামুড়িয়ায় ফুটবল
চণ্ডী ক্লাব আয়োজিত গৌতম বাউরি ও খোকন বাউরি স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল নিশ্চিন্তা বিবাদী ক্লাব শ্রীপুর। রবিবার চণ্ডী ক্লাব মাঠে তারা ১-০ গোলে দুর্গাপুর রায়ডাঙা ইউসি-কে হারিয়ে দেয়। খেলার সেরা হন বিজয়ী দলের বিজয় বাউরি। খেলা পরিচালনা করেন পতিত বাউরি, শেখ ফারহাদ ও শুভাশিস ভট্টাচার্য। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৮টি দল খেলায় যোগ দেয়।

হারল অগ্রণী
নবারুণ ক্লাব আয়োজিত আনন্দগোপাল মুখোপাধ্যায় ও অমলশঙ্কর মাজি স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মিলন সঙ্ঘ ভিড়িঙ্গি। শনিবার ফাইনালে তারা অগ্রণী সঙ্ঘকে ২-১ গোলে হারায়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের অরবিন্দ কুম্ভকার। অন্য দিকে, প্রতিযোগিতার সেরা হন বিজিত দলের মহম্মদ নইমুদ্দিন। অচ্যুত মুখোপাধ্যায় জানান, মোট ৮ টি দল প্রতিযোগিতায় যোগ দেয়।

জয়ী তানসেন এসি
গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব আয়োজিত অশোক ঘোষ, চাঁপাপ্রভা দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয়ী হল তানসেন এসি। শনিবার তারা গ্যামন ব্রিজ মাঠের খেলায় গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবকে ২-১ গোলে হারায়। একই মাঠে তৃতীয় কোয়ার্টার ফাইনালে রবিবার নবসূর্য স্পোর্টস অ্যান্ড কালচার ক্লাব ৪-০ গোলে সুকুমার স্মৃতি সঙ্ঘকে হারায়।

অ্যাক্সিস কাপ
মডার্ন বয়েজ ক্লাব আয়োজিত অ্যাক্সিস কাপ ২০১১ ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় জয়ী হল ভলিবল ক্লাব। তারা ২-১ গোলে হারায় দুর্গাপুর হিরোজকে। বিজয়ী দলের শিবপ্রতাপ মাহাতো ম্যাচের সেরা হন। এই প্রতিযোগিতার প্রথম খেলায় আমরা ক’জন বয়েজ ক্লাব ৫-২ গোলে হারায় এএসপিএসএকে।

জয়ী প্রদীপ সঙ্ঘ
কিরণ সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় রবিবার খেতাব জিতেছে প্রদীপ স্মৃতি সঙ্ঘ। ফাইনালে তারা ঈশিতা স্পোর্টিংকে ২-১ গোলে হারিয়েছে। প্রতিযোগিতার সেরা রাজকুমার দাস। ম্যাচের সেরা হন গদাই রায়। ১৬টি দল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।

জয়ী চেলিডাঙা
নিউ আপার চেলিডাঙা অ্যাথলেটিক ক্লাব আয়োজিত নেতাজি গোল্ড কাপ ফুটবলের রবিবারের খেলায় জয়ী হল আয়োজক সংস্থা। শিব মন্দির মাঠে তারা ডামরা আরসিসি-কে ৪-০ গোলে হারিয়ে দেয়। ৪টি গোল করে খেলার সেরা বিজয়ী দলের বাণেশ্বর হেমব্রম।

স্মৃতি ফুটবল
সিহারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত পিএন মালিয়া স্মৃতি ফুটবলের রবিবারের খেলায় জয়ী হল উড়নচণ্ডী বৈজন্তীপুর। সিহারশোল রাজ মাঠে তারা বাহিনী সঙ্ঘকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। শনিবার খেলায় দুর্গাপুর আমরা ক’জন ক্লাব মহান ফুটবল অ্যাকাডেমিকে
৩-২ গোলে হারায়।


চ্যাম্পিয়ন মিলন সঙ্ঘ
নবারুণ ক্লাব আয়োজিত আনন্দগোপাল মুখোপাধ্যায় ও অমলশঙ্কর মাজি স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মিলন সঙ্ঘ ভিড়িঙ্গি। শনিবার ফাইনালে তারা অগ্রণী সঙ্ঘকে ২-১ গোলে হারায়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের অরবিন্দ কুম্ভকার। প্রতিযোগিতার সেরা হন বিজিত দলের মহম্মদ নইমুদ্দিন। অচ্যুত মুখোপাধ্যায় জানান, মোট ৮ টি দল খেলায় যোগ দেয়।

আন্তঃবিদ্যালয় ফুটবল
সিএমসি আয়োজিত রামচন্দ্র নন্দী ও দুর্গাদেবী কেডিয়া স্মৃতি আন্তঃবিদ্যালয় ফুটবলে শনিবার জয়ী হল অরুণোদয় উচ্চ বিদ্যালয়। তারা কাল্লা হরিপদ হাইস্কুলকে ২-১ গোলে হারায়। দু’টি গোল করেন পার্থ ঘোষাল।


আন্তঃগ্রামীণ ফুটবল
পানুড়িয়া পঞ্চায়েত আয়োজিত আন্তঃগ্রামীণ ফুটবল লিগের খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হল। গৌরান্ডি মাঠে পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব ও আগতডি মিলন সঙ্ঘের খেলায় কোনও গোল হয়নি।

জয়ী সান্দার ক্লাব
মদনপুর রবীন্দ্র-নজরুল সমিতি আয়োজিত ফুটবলে রবিবার জয়ী হল সান্দার ক্লাব। তারা বীণাপানি আদিবাসী ক্লাবকে ২-১ গোলে হারায়। জয়ী দলের হয়ে একটি করে গোল করেন দিলীপ পার্সি ও বাবলু কড়ি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.