টুকরো খবর |
টাকা তছরুপে অভিযুক্ত তৃণমূল প্রধান
নিজস্ব সংবাদদাতা • মথুরাপুর |
উপস্বাস্থ্যকেন্দ্র ভবনের টাকা আত্মসাৎ করার অভিযোগ দায়ের হল পঞ্চায়েতের প্রধান ও নির্বাহী সহায়কের বিরুদ্ধে। মথুরাপুর ১ ব্লকের মথুরাপুর পূর্ব গ্রাম পঞ্চায়েতের ঘটনা। শুক্রবার বিকেলে বিডিও শীতল পাল পঞ্চায়েতের প্রধান তৃণমূলের জগাই চক্রবর্তী এবং পঞ্চায়েতের নির্বাহী সহায়ক আবদুল লতিফ শেখের বিরুদ্ধে মথুরাপুর থানায় সাত লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। দুজনেই পলাতক। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্লকে মথুরাপুর পূর্ব গ্রাম পঞ্চায়েতে জনার্দনপুর গ্রামে এবং মথুরাপুর পুরকাইতপাড়ায় দু’টি উপস্বাস্থ্যকেন্দ্র ২০১০ সালে অনুমোদন পায়। দু’টি উপস্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণের জন্য ওই বছরে ১২ লক্ষ টাকা অনুমোদন হয়। প্রধান ভবন নির্মাণের কাজ শুরু না করে ২০১০-এর অক্টোবর মাসে ৭ লক্ষ টাকা আত্মসাৎ করার বিষয়টি এলাকার বাসিন্দারা বিডিওকে জানান। বিডিও শীতল পাল বলেন, “এলাকার বাসিন্দাদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে আমি তদন্ত শুরু করি। তাতে দেখা গিয়েছে, সরকারি নিয়ম না মেনে প্রধান ও নির্বাহী সহায়ক অনুমোদনের প্রথম কিস্তির ৭ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। বিষয়টি মহকুমাশাসককে জানানোর পর তাঁর নির্দেশে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।” প্রধান জগাই চক্রবর্তীর মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি। |
মিলল ভেসে যাওয়া ৪ দেহ
নিজস্ব প্রতিবেদন |
ত্রাণের ত্রিপল আনতে গিয়ে সাইকেল থেকে খালে পড়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে হুগলির আরামবাগে বলরামপুরের কাছে। মৃত মোহিত মালিকের (৩৫) বাড়ি স্থানীয় কেশবপুরে। বিকেলে তিনি সাইকেলে চেপে বলরামপুরে সরকারি গুদামে যাচ্ছিলেন ত্রিপল আনতে। তারাজুলি খালের স্রোতে ভেসে যাওয়া গোঘাটের গারুলিয়া ভাতশালা গ্রামের আসানুর গায়েনের (২২) দেহ উদ্ধার হল শনিবার। রাজমিস্ত্রির কাজ সেরে বৃহস্পতিবার বিকেলে তিন বন্ধুর সঙ্গে বাড়িতে ফিরছিলেন ওই যুবক। রাস্তায় বয়ে যাওয়া খালের জলে তাঁরা ভেসে যান। তিন জনকে গ্রামবাসীরা উদ্ধার করেছিলেন। অবশেষে শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ যে জায়গায় ভেসে গিয়েছিলেন আশানুর, সেখান থেকে প্রায় ২০০ মিটার দূরে খালের ধারে ঝোপে তাঁর দেহ আটকে ছিল। ঘাটাল থানা এলাকার ইড়পালা গ্রামের বিফল আড়ির (২১) এবং চন্দ্রকোনা থানা এলাকার মুড়াকাটা গ্রামের ইন্তাজ আলি খান (১৭) জলে ডুবে মারা গিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার মসজিদবাটি গ্রামে বাড়ি চাপা পড়ে ভীম হালদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। |
|