|
|
|
|
টুকরো খবর |
টুকিটাকি পৌঁছে দিলেন দুই বন্ধু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শুক্রবার সন্ধ্যায় সুশান্ত ঘোষের সঙ্গে দেখা করতে যান তাঁর পরিচিত দু’জন। কলকাতা হাইকোর্টের আইনজীবী অমলেশ রায় ও বন্ধু তপন গুহনিয়োগী। তাঁরা সুশান্তবাবুর কাছে জানতে চান, কেমন আছেন তিনি। উত্তরে সুশান্তবাবু জানান, তিনি ভালই আছেন। সুশান্তবাবুর খাওয়া-দাওয়া ঠিক হচ্ছে কি না তা-ও জানতে চান তাঁরা। “সব ঠিক হচ্ছে”, বলে মৃদু হাসেন সুশান্তবাবু। প্রাক্তন মন্ত্রীর ব্যবহারের জন্য পাঞ্জাবি-পাজামা আনা হয়েছিল। তা তুলে দেওয়া হয় সিআইডি কর্তাদের হাতে। এ ছাড়া টুথপেস্ট, ব্রাশ, সাবান-সহ বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রীও জমা দেওয়া হয়। আত্মীয়-বন্ধুদের দেখে কিছুটা হলেও আবেগ-তাড়িত হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী। পরিচিতদের সঙ্গে দেখা করার জন্য মাত্র দু’মিনিট সময় পেয়েছিলেন তিনি। সময় শেষ হতেই সম্বিৎ ফেরে সুশান্তবাবুর। তিনি নিজেকে সামলে নিয়ে চেয়ারে
বসে পড়েন। তবে শনিবার থেকে
চা খাননি সুশান্তবাবু। সিআইডি-র তরফে সুশান্তবাবুর ব্যবহারের জন্য নতুন বালতি-মগ দেওয়া হয়েছে। পাশপাশি শনিবার থেকে ক্যান্টিনের খাবার বন্ধ করা হয়েছে। তাঁর জন্য খাবার আনা হয়েছে পাশের পুলিশ ব্যারাক থেকে। |
১ কোটি ৮০ লক্ষ টাকা-সহ আটক ৪
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
৫০, ১০০, ৫০০, ১০০০-এর নোটে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময়ে আটকানো হল ‘প্রেস’ স্টিকার লাগানো দু’টি গাড়ি। আটক হলেন দুই চালক-সহ ৪ জন। শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বামনপুকুরে ৬০ নম্বর জাতীয় সড়কে ওড়িশার বালেশ্বরের দিক থেকে আসা গাড়ি দু’টি দেখে রাস্তায় টহলরত পুলিশের সন্দেহ হয়। পুলিশ সন্দেহের বশে গাড়ি দু’টিতে তল্লাশি চালাতে চাইলে আরোহীরা প্রথমে ‘এখানে পুলিশ-কর্তা কে আছেন’ বলে ‘দাপট দেখানোর’ চেষ্টা করেন। অভিযোগ, পরে তারা ঘুষ দেওয়ার প্রস্তাবও দেন। তার পরেই গাড়ি দু’টিকে দাঁতন থানায় আনা হয়। জেলার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি বলেন, “কেন, কোথায় এত টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা দেখা হচ্ছে। পরিচয় লুকিয়ে টাকা নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী তা-ও দেখা হচ্ছে। বিষয়টি আমরা আয়কর দফতরকে জানিয়েছি। এফআইআর দায়ের করে তদন্ত করা হচ্ছে।” আরোহীরা পুলিশের কাছে নিজেদের কলকাতার একটি সংস্থার কর্মী এবং টাকা ওই সংস্থার বলে দাবি করেন। কিন্তু কাগজপত্র দেখাতে পারেননি। তারা দক্ষিণ ২৪পরগনার বাসিন্দা এবং ডায়মন্ড হারবারে যাচ্ছিলেন বলেও দাবি করেন। |
|
|
|
|
|