|
|
|
|
টুকরো খবর |
|
মোবাইল, টাকা হাতিয়ে চম্পট
নিজস্ব সংবাদদাতা |
চলন্ত বাসে বমি করার অছিলায় টাকা, মোবাইল ছিনিয়ে নিয়ে পালাল এক দল দুষ্কৃতী। শনিবার বিকেলে পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, এই ব্যাপারে শীর্ষেন্দু ভট্টাচার্য নামে এক ব্যক্তি কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। শীর্ষেন্দুবাবু জানান, এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ গড়িয়া-বিবাদী বাগ রুটের একটি মিনিবাসে তিনি যাচ্ছিলেন। বাসে মোটামুটি ভিড় ছিল। তিনি দরজার কাছে একটি জানলার ধারে বসেছিলেন। পার্ক সার্কাস ব্রিজের কাছে হঠাৎই এক যুবক তাঁর গায়ের উপর বমি করতে উদ্যত হয়। শীর্ষেন্দুবাবুর দাবি, ওই যুবক তাঁর গায়ে থুতুও দিয়ে দেয়। সেই দেখে আসন ছেড়ে উঠে পড়েন শীর্ষেন্দুবাবু ও তাঁর সহযাত্রী। পুলিশ সূত্রের খবর, শীর্ষেন্দুবাবু জানিয়েছেন, তিনি উঠে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বাস থেকে চার-পাঁচ জন যুবক হুড়মুড় করে নেমে যায়। এর পরই তিনি লক্ষ্য করেন, পকেট থেকে মোবাইল-সহ টাকা উধাও। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অন্য যাত্রীদের মধ্যেও। শীর্ষেন্দুবাবুর অভিযোগ অনুযায়ী, চুরি যাওয়া মোবাইলটির দাম প্রায় ৩০ হাজার টাকা। স্থানীয় সূত্রের খবর, বেশ কিছু দিন ধরে ওই এলাকার বিভিন্ন বাসে পকেটমারি ও কেপমারির সংখ্যা বেড়েছে। এ দিনও ঘটনার পর শীর্ষেন্দুবাবুকে একই কথা শুনিয়েছেন ওই মিনিবাসের কন্ডাক্টর।
|
দুর্ঘটনায় মৃত্যু |
চিৎপুর থানা এলাকার নর্দার্ন অ্যাভিনিউয়ে শনিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। পুলিশ জানায়, মৃতের নাম চিরন্তন দাস (১৬)। বাড়ি স্থানীয় শ্রীনাথ মুখার্জি লেনে। পুলিশ সূত্রের খবর, এ দিন বিকেল তিনটে নাগাদ সাইকেলে করে যাওয়ার সময় একটি বাস ওই কিশোরকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চিরন্তনকে মৃত বলে ঘোষণা করেন। চালক চম্পট দিয়েছে। |
|
|
|
|
|