|
|
|
|
শাটার ভেঙে মোবাইলের দোকানে চুরি |
নিজস্ব সংবাদদাতা |
শাটার ভেঙে দোকানে ঢুকে ৯০টি মোবাইল ফোন চুরি করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে ধর্মতলায় লেনিন সরণির একটি দোকানে। পুলিশ জানায়, এ দিন সকাল সওয়া ১০টা নাগাদ শাটার খুলে দোকানে ঢুকে মালিক দেখেন, বিভিন্ন কোম্পানির নানা মডেলের ৯০টি মোবাইল উধাও। ক্যাশ বাক্স এবং আলমারির লকার ভেঙে দুষ্কৃতীরা লাখখানেক টাকাও নিয়ে গিয়েছে বলে দোকান মালিক পুলিশের কাছে অভিযোগ জানান। পুলিশ সূত্রে খবর, নগদ-সহ লাখ পাঁচেক টাকার জিনিস চুরি গিয়েছে। |
|
এই তালা ভেঙেই চুরি হয় দোকানে। নিজস্ব চিত্র। |
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, একতলা এবং দোতলা মিলিয়ে দশ হাজার বর্গফুটের ওই দোকানের একাংশে মোবাইল ফোন বিক্রি হয়। একতলার যে অংশে চুরি হয়, ওই অংশে বেশ কয়েকটি ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানো ছিল। তাতেই হাল্কা ভাবে ধরা পড়েছে, এ দিন ভোর চারটের কিছু পরে দুই দুষ্কৃতী লোহার কোনও যন্ত্রের সাহায্যে চাপ দিয়ে শাটার উঠিয়ে দোকানে ঢোকে। দুষ্কৃতীদের এক জন ছোটখাটো চেহারার। সে-ই প্রথমে দোকানে ঢুকে আর এক সঙ্গীকে টেনে ভিতরে ঢোকায়। এর পরে কাচের শো-কেস থেকে একের পর এক মোবাইল তুলতে থাকে তারা।
পুলিশ সূত্রের খবর, দোকানটিতেবিভিন্ন দামি কোম্পানির মোবাইল থাকলেও সেগুলি নেয়নি চোরেরা। পুলিশের অনুমান, চোরেরা নেহাতই আনকোরা। সে কারণে দামি কোম্পানির ফোন চিনতে পারেনি। পাশাপাশি, তদন্তকারীদের দাবি, জনপ্রিয় মোবাইলগুলি বাজারে সহজে বিক্রি করা যায় বলেই চোরেরা দামি ফোনগুলি ফেলে গিয়েছে। ক্লোজড সার্কিট ক্যামেরার ছবি দেখে চোরেদের সন্ধান করা হচ্ছে বলে জানানো হয়েছে। |
|
|
|
|
|