|
|
|
|
টুকরো খবর |
চিকিৎসার ‘গাফিলতি’তে মৃত্যু, ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চিকিৎসার গাফিলতিতে এক মহিলার মৃত্যু হয়েছে এই অভিযোগে এবং তার প্রতিবাদে শুক্রবার বসিরহাট মহকুমা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয়। মৃতের আত্মীয়েরা হাসপাতালের সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, বসিরহাটের কবি ভূজঙ্গ রোডের বাসিন্দা রিক্তা মিত্র (৫৪) বুকে জ্বালা অনুভব করায় এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ হাসপাতালে ভর্তি হন। তাঁর আত্মীয়দের অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা এক চিকিৎসক রিক্তাদেবীকে কিছু ওষুধ দিয়েছিলেন। পরে ওই মহিলাকে অঞ্জন ঘোষ নামে এক চিকিৎসকের অধীনে ভর্তি করানো হয়। ওয়ার্ডের নার্স এবং আয়াদের বলা হয়, ওই চিকিৎসককে ডেকে আনার জন্য। কিন্তু অঞ্জনবাবু রোগী দেখতে আসেননি। বেলা ১০টা নাগাদ হাসপাতালের সুপার রোগীর বাড়ির লোকের অনুরোধে তাঁকে দেখতে আসেন এবং তার কিছুক্ষণের মধ্যেই রিক্তাদেবী মারা যান। হাসপাতালের সুপার রঞ্জিত দাস বলেন, “চিকিৎসককে সময় মতো খবর দেওয়া হয়নি। তার জেরেই ওই মহিলার মৃত্যু হয়েছে। নার্স এবং আয়াদের কাছ থেকে বিষয়টি জানা হবে। দোষ প্রমাণিত বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে।” |
মৎস্যজীবীদের জন্য হাসপাতাল রাজারহাটে
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রাজ্যের মৎস্যজীবীদের জন্য রাজারহাটে আধুনিক মানের হাসপাতাল তৈরি করতে চলেছে বেনফিশ। বেনফিশের চেয়ারম্যান ও বিধায়ক অখিল গিরি এ কথা জানিয়ে বলেন, “২৫ শয্যার এই হাসপাতাল তৈরিতে আনুমানিক খরচ পড়বে ২৫ কোটি টাকা।” কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় এই হাসপাতাল গড়ে তোলা হবে। হাসপাতালের জন্য বেনফিশের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে জমি চেয়ে আবেদন করা হয়েছে। |
|
|
|
|
|