সম্প্রতি তিন পবের্র্র্ বিভক্ত অনুষ্ঠানের প্রথমে ছিল রবীন্দ্রসঙ্গীত। এঁদের মধ্যে সৈকত মিত্রের ‘শ্রাবণের ধারার মতো’, তনুশ্রী বন্দ্যোপাধ্যায়ের ‘তিমির অবগুণ্ঠনে’, সুছন্দা ঘোষের ‘ওরে ঝড় নেমে আয়’, অনিরুদ্ধ সিংহের ‘বাদল বাউল’ উল্লেখযোগ্য। এ ছাড়াও এ দিন স্বস্তিকা মুখোপাধ্যায়, সুব্রত সেনগুপ্ত, প্রবুদ্ধ রাহা, দেবারতি সোম, তানিয়া দাস ও রাজেশ্বর ভট্টাচার্য সুন্দর সঙ্গীত পরিবেশন করেন।
এর পর আবৃত্তি পরিবেশন করেন প্রবীর ব্রহ্মচারী এবং শ্রুতি নাটকে বিশ্বজিৎ চক্রবর্তী ও মধুমিতা বসু খুব দক্ষতার পরিচয় দেন।
এদিনের শেষ উপস্থাপনা ছিল নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদার গানে তনুশ্রী বন্দ্যোপাধ্যায় ও নৃত্যে গার্গী নিয়োগী অনবদ্য। অর্জুনের গানে দীপায়ন চট্টোপাধ্যায় ও নৃত্যে দীপ্তাংশু পাল খুব সুন্দর। একই কথা প্রযোজ্য মদনের গানে পার্থ ভট্টাচার্য ও নৃত্যে সুস্মিতা বন্দ্যোপাধ্যায়, সুচরিতা সরকার, চৈতালী ঠাকুর, অন্বেষা ঠাকুর, নীলাদ্রী দে, মৌমিতা সাহা এবং অন্যান্যরাও। এ দিনের সমগ্র অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সঞ্চালনা করেন সায়ন বন্দ্যোপাধ্যায়।
আয়োজক শ্রুতিনিকেতন।
|