জ্ঞানেশ্বরী-মামলা দায়রা আদালতে স্থানান্তরের দিন ধার্য হওয়ার কথা ছিল শুক্রবার। মেদিনীপুরের সিজেএম আদালতে এই মামলায় জেলবন্দি ১৯ জনের মধ্যে ১৫ জনকে এ দিন হাজিরও করা হয়েছিল। অসুস্থতার জন্য অন্য ৪ বন্দিকে অবশ্য হাজির করা যায়নি। দায়রা আদালতে মামলা স্থানান্তর পিছিয়ে ২৬ অগস্ট পরবর্তী দিন ধার্য করেন বিচারক। গত বছর ২৭ মে ঝাড়গ্রামের কাছে সর্ডিহায় রেললাইনে নাশকতার ঘটনায় মুম্বইগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ১৪৮ জন যাত্রী মারা যান। আহত হন শতাধিক। মামলার তদন্তভার পায় সিবিআই। আপাতত ২৩ জনের নামে চার্জশিট দিয়েছে সিবিআই। তাঁদের মধ্যে ১৯ জন জেলবন্দি, এক জন জামিনে মুক্ত এবং জয়দেব মাহাতো, জয়ন্ত ভক্তা ও বচন মান্না নামে ৩ অভিযুক্ত ‘ফেরার’। ওই তিন জনের নামে ইতিমধ্যেই হুলিয়া জারি করে ইনাম ঘোষণা করেছে সিবিআই। তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও নেওয়া হয়েছে।
|
শুক্রবার গোপীবল্লভপুর-১ ব্লকের সুবর্ণরেখা কলেজে ‘সার্ধশতবর্ষে মননে ও চর্চায় রবীন্দ্রনাথ’ শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন কলেজে বাংলার বিভাগীয় প্রধান গীতিকা পণ্ডা, ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যাপক গৌরাঙ্গ দণ্ডপাট, জামবনির বাণী বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক আবির কর, লোককবি ভবতোষ শতপথি ও মহান্তকৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামী। আলোচনাসভার সঞ্চালক ছিলেন সুবর্ণরেখা কলেজের ইতিহাসের বিভাগীয় প্রধান লক্ষ্মীন্দর পালোই।
|
ক্ষুদিরামের আত্মবলিদান দিবস বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হল কাঁথিতে। সকালে ক্ষুদিরামের মূর্তিতে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মালা দেয়। বিকেলে কিশোরনগরে এক আলোচনাসভায় বক্তব্য রাখেন মুগবেড়িয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিপদ মাইতি, কাঁথি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কাঙ্গালচন্দ্র দাস, কাঁথি শহিদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা সমিতির সভাপতি জগদীশচন্দ্র দাস ও সম্পাদক বিশ্বজিৎ রায় প্রমুখ। |