পূর্ব কলকাতা
রাজারহাট স্টেডিয়াম |
বিলম্বিত নির্মাণ |
নিজস্ব প্রতিবেদন |
নীচে ইন্ডোর গেমের ব্যবস্থা। তার উপরে তিন তলা কমার্শিয়াল কমপ্লেক্স। তার ছাদে ফুটবল স্টেডিয়াম। এ ভাবেই স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করেছিল রাজারহাট-গোপালপুর পুরসভা। নির্মাণ কাজও শুরু হয়েছিল। কিন্তু বেশ কিছু দিন কাজ বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, পুরসভার পক্ষ থেকে দ্রুত কাজ শুরুর আশ্বাস মিললেও বাস্তবে কিছুই হয়নি। পুরসভা সূত্রে খবর, খরচ বেড়ে যাওয়ায় কাজ আপাতত বন্ধ আছে।
|
|
কয়েক বছর আগে ২৬ নম্বর ওয়ার্ডের প্রফুল্লকাননে একটি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেয় পুরসভা। পুরসভা সূত্রে খবর, স্টেডিয়াম নির্মাণের জন্য এই জমিটি সরকারি ভাবে পুরসভার হাতে নিয়ে আসা হয়। এই স্টেডিয়ামে ইন্ডোর গেমের ব্যবস্থা, কমার্শিয়াল কমপ্লেক্স এবং ফুটবল মাঠের পরিকল্পনা করা হয়েছিল। স্টেডিয়ামের সবচেয়ে নীচে ইন্ডোর গেমের ব্যবস্থা। তার উপরে তিন তলার কমার্শিয়াল কমপ্লেক্স। কমার্শিয়াল কমপ্লেক্সের ছাদে ফুটবল খেলার মাঠ তৈরির পরিকল্পনা করা হয়। ফুটবল মাঠের জন্য ছাদের উপরে মাটি ফেলে ঘাস তৈরি করার কথা ছিল। সেই মাঠের চার পাশে গ্যালারিও নির্মাণ করা হবে। এই প্রকল্পের জন্য প্রাথমিক ভাবে খরচ ধরা হয়েছিল ৩০ কোটি টাকা।
পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যে ৪২৭টি পাইল সম্পূর্ণ হয়েছে। এ রকম মোট ১৮৩৩টি পাইল হবে। কিন্তু খরচ বেড়ে যাওয়ায় পরিকল্পনায় কিছু পরিবর্তন করা হয়েছে। তিন তলার বদলে কর্মাশিয়াল কমপ্লেক্সটি হবে এক তলার। প্রকল্পের কাজ হঠাৎ থমকে যাওয়ায় প্রশ্ন তুলেছেন আশপাশের বাসিন্দারা। প্রকল্প আদৌ সম্পূর্ণ হবে কি না তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সংশয় রয়েছে। |
|
চেয়ারম্যান পারিষদ (পূর্ত) দেবাশিস মণ্ডল বলেন, “বিদ্যুতের ট্রান্সফর্মারটি খারাপ হয়ে যাওয়ায় কাজ বন্ধ রয়েছে। মিটার বসানোর কাজ চলছে। মূল স্টেডিয়ামের পরিকল্পনাও কিছু পরিবর্তন করা হচ্ছে। ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা চলছে।” রাজারহাট-গোপালপুর পুরসভার চেয়ারম্যান সিপিএমের তাপস চট্টোপাধ্যায় বললেন, “স্টেডিয়াম হবেই। আমরা যতটা সম্ভব মূল পরিকল্পনাকে বজায় রেখে কাজ করার চেষ্টা করবো।”
|
ছবি সুদীপ ঘোষ
|
|