ক্লিক অর প্রেস
সহজে সমাধান
ম্পিউটার নিয়ে ঝামেলার অন্ত নেই। ‘ফাইল সিস্টেম’ ‘কোরাপ্ট’ হয়ে যাওয়া, ‘অ্যাকাউন্ট লকআউট’ হয়ে যাওয়া, ভুল করে তথ্য ডিলিট হয়ে যাওয়ার মতো নানা সমস্যা লেগেই থাকে। এ ধরনের সমস্যায় ব্যাকআপ কাজে লাগে। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা ঠিকমতো ব্যাকআপ রাখি না। রাখলেও ব্যাকআপ থেকে ‘সিস্টেম রেস্টোর’ করতে অনেক সময় লাগে। তাই এই সব ক্ষেত্রে অনেকেই হার্ড ডিস্ক ফরম্যাট করি। কিন্তু ফরম্যাট না করেই সহজে এ ধরনের অনেক সমস্যার সমাধান করা যায়।

সিস্টেম ফাইল কোরাপ্ট হয়ে অপারেটিং সিস্টেম লোড না হলে:
হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে বা সিস্টেম ক্র্যাশ করলে সিস্টেম ফাইলে সমস্যা হতে পারে। তখন অপারেটিং সিস্টেম লোড হবে না। এ ক্ষেত্রে ব্যাকআপ থাকলে সুবিধা হয়। কিন্তু কম্পিউটারে নির্দিষ্ট দিন পর্যন্ত ব্যাকআপ থাকে। কোনও কাজ বা তথ্য তার থেকেও পুরনো হলে নষ্ট হয়ে যায়। সিস্টেম ফাইলকে রেস্টোর করতে পারলে সমস্যার দ্রুত ও সহজ সমাধান হয়। উইন্ডোজ ও ম্যাক দুই ধরনের অপারেটিং সিস্টেমেই এই সুবিধা রয়েছে। কিছু ক্ষেত্রে কম্পিউটারের ভিতরেই এই ব্যবস্থা করা থাকে। নইলে অপারেটিং সিস্টেম-এর ডিস্ক দরকার হবে। তাই হাতের কাছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা ম্যাকের সিস্টেম ডিস্ক না থাকলে সমস্যা হবে।

উইন্ডোজ অপারেটিং সিস্টেম:
উইন্ডোজে ফাইল কোরাপ্ট হওয়ার সমস্যা বেশি হয়। এর জন্য উইন্ডোজের ভিতরেই ‘সিস্টেম রেস্টোর’-এর ব্যবস্থা রয়েছে। এখানে সিস্টেম ফাইলগুলির ব্যাকআপ জমা থাকে। এই জন্য ‘F8’ টিপে ‘সেফ মোড’-এ কম্পিউটার চালু করুন। সেখানে ‘সিস্টেম রেস্টোর প্রপার্টিজ’-এর মধ্যে ‘সিস্টেম রেস্টোর’ রয়েছে। কিন্তু ‘সেফ মোড’-এও কম্পিউটার চালু না হলে আপনাকে উইন্ডোজ ডিস্ক থেকে কম্পিউটার বুট করতে হবে। সেখানে ‘সিস্টেম রেস্টোর’-এর অপশন রয়েছে। এখানে কোন সময়ের ব্যাকআপ চাই তা ঠিক করতে পারবেন।

ম্যাক অপারেটিং সিস্টেমে:
ম্যাকে ‘ব্রোকেন পারমিশন’-এর মতো সমস্যা হতে পারে। এখানে ‘shift’ টিপে কম্পিউটার চালু করলে সেফ মোড-এ কম্পিউটার চালু হবে। এই অবস্থায় শুধু কম্পিউটারের অতিপ্রয়োজনীয় ব্যবস্থাগুলি চালু হয়। সেফ মোডে সমস্যাগুলি খুঁজে বের করার পাশাপাশি ফাইল ব্যবস্থাকে ঠিক করা, ক্যাচ ফাইল ডিলিট করার কাজও চলে। সেফ মোডে ঠিকমতো চালু হয়ে যাওয়ার পরে স্বাভাবিক ভাবে কম্পিউটার চালু করা যেতে পারে। এ ভাবে ঠিক না হলে ম্যাকের ডিস্ক থেকে বুট করতে হবে। সেখানে ‘ডিস্ক ইউটিলিটি’ রয়েছে। কম্পিউটারে ডিস্ক দিয়ে ‘C’-কি টিপে চালু করতে হবে। এর পরে ‘ল্যাঙ্গুয়েজ’ বেছে নিতে হবে। তার পরে ‘ইনস্টলার মেনু’ খুলে যাবে। সেখানে ‘ডিস্ক ইউটিলিটি’ রয়েছে। ‘ডিস্ক ইউটিলিটি’র ভিতরে ‘ফার্স্ট এড’ ট্যাব রয়েছে। এর পরে ‘সাইড বার’-এ হার্ড ডিস্ক ও তার ভাগগুলি দেখা যাবে। প্রয়োজনীয় ভাগটি বেছে নিয়ে ‘রিপেয়ার বাটন’-এ ক্লিক করুন। যদি এটি ঠিকমতো চলে তবে সমস্যার সমাধান হয়ে যাবে। যদি না চলে, তবে সিস্টেম রেস্টোর করতে হবে।
ম্যাকের OS X-এ সিস্টেম রেস্টোর খুব সহজে হয়। হার্ড ডিস্ক ঠিক থাকলে শুধু সিস্টেম ফাইলগুলি লোড হবে। জমা থাকা তথ্য নিয়ে কোনও সমস্যা হবে না।

কম্পিউটার সংক্রান্ত আপনার প্রশ্ন পাঠান:
askdoss@abpmail.com-এ
সাবজেক্ট লাইনে লিখুন abp kolkata




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.