|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
কল্পরূপে সমকালের সংকট |
মৃণাল ঘোষ |
এলিট এক্সপেরিমেন্টাল গ্রুপ-এর আট জন শিল্পী সম্প্রতি প্রদর্শনী করলেন অ্যাকাডেমিতে। ইন্দ্রাণী বর্মন ফাইবার গ্লাস ভিত্তিক মিশ্রমাধ্যমে চারটি ভাস্কর্য করেছেন। পশু ও মানুষের সমন্বয়ে ফ্যানটাসি বা কল্পরূপের মধ্য দিয়ে সমকালের আত্মিক সংকটকে ধরতে চেয়েছেন। ক্রমান্বয়ে তাঁর নির্মাণ পদ্ধতি আরও পরিশীলিত হবে। বাপ্পা মাঝির টেরাকোটার মুখগুলি অভিব্যক্তিদীপ্ত। শ্যামল কর্মকার নারীর অবয়ব এঁকেছেন। |
|
হৈমন্তী চক্রবর্তীর ‘বারাণসী ঘাট’ উর্ত্তীর্ণ। তরুণ চন্দ ড্রয়িং করেছেন। দেবশ্রী বিশ্বাস নিসর্গকে বিমূর্তায়িত করেছেন। সোমনাথ দত্ত ও সুদীপ বিশ্বাস অ্যাক্রিলিকে অভিব্যক্তিমূলক ছবি এঁকেছেন। |
|
প্রদর্শনী
চলছে
সিমা: কিংশুক সরকার ২৭ পর্যন্ত।
গ্যালারি ৮৮: বিকাশ ভট্টাচার্য, যোগেন চৌধুরী, এম এফ হুসেন, গণেশ পাইন প্রমুখ আজ শেষ।
গঞ্জেশ: মৃণাল মণ্ডল ৩১ পর্যন্ত।
ফ্রেম: অরুণাংশু রায়, বিশ্বজিৎ সাহা প্রমুখ ১৭ অগস্ট পর্যন্ত।
কনটেম্পোরারি আর্টিস্ট: আদিত্য বসাক, গণেশ হালুই, মনু পারেখ ২৩ অগস্ট পর্যন্ত।
বই-চিত্র: স্বপন সিংহ আজ শেষ।
বিড়লা অ্যাকাডেমি: অস্টিন কাল শেষ। |
|
|
|
|
|