টুকরো খবর |
মারুতির পদক্ষেপ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
চাহিদা কমেছে, তাই উৎপাদন কমানোর পথে হাঁটছে দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি ইন্ডিয়া। সংস্থার এমডি-সিইও শিনজো নাকানিশি জানান, এ মাসে সুইফ্ট এবং ডিজায়ার বাদে সব মডেলের উৎপাদনই কমছে। পাশাপাশি, অক্টোবরের মধ্যে সংস্থার নয়া কারখানার স্থান চূড়ান্ত হবে বলে দাবি তাঁর। |
সুদ বাড়াচ্ছে ব্যাঙ্ক
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ঋণে সুদের হার বাড়াচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। সংশ্লিষ্ট সূত্রের খবর, বেস রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০% করছে তারা। আর প্রাইম লেন্ডিং রেট (পিএলআর)-ও একই হারে বাড়িয়ে করছে ১৮.৫০%। পাশাপাশি, বিভিন্ন মেয়াদি আমানতেও সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে ব্যাঙ্কটি। |
জুনে শিল্প বৃদ্ধির হার ৮.৮%
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
প্রত্যাশা ছাপিয়ে জুনের শিল্প বৃদ্ধির হার বেড়ে দাঁড়াল ৮.৮%। গত বছর জুনে তা ছিল ৭.৪%। একে উৎসাহব্যাঞ্জক আখ্যা দিয়ে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় জানান এই ধারা বজায় থাকলে বৃদ্ধির হার তরান্বিত হবে। যদিও বিশেষজ্ঞদের মত, মূল্যবৃদ্ধির চাপে তা ধরে রাখা কঠিন। এ দিকে, শিল্প বৃদ্ধির এই ভাল হারকে অগ্রাহ্য করেই সেনসেক্স ফের এ দিন পড়েছে ২২০ পয়েন্ট। থেমেছে ১৬,৮৩৯.৬৩ অঙ্কে। মূল্যবৃদ্ধি, সুদ বৃদ্ধি ও বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা নিয়ে লগ্নিকারীদের আশঙ্কাই এর কারণ, মত বিশেষজ্ঞদের। |
|