|
|
|
|
পর্যটন বিকাশে সুইসদের পাশে চান মুকুল |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পশ্চিম আর পুবের সুইজারল্যান্ড এ বার একযোগে পর্যটন বিকাশে নামবে। শুনতে অলীক মনে হলেও এমনটাই দাবি মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমার । মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক বিদেশ সফর করছেন মুকুল। কখনও সরকারি কাজে, কখনও স্ত্রীর চিকিৎসা, কখনও বা বাণিজ্য বিস্তারের লক্ষ্যে। ইংল্যান্ড, নেদারল্যান্ড, মার্কিন মুলুক, জার্মানি সফরের পরে এ বার সুইজারল্যান্ডও ঘুরে দেশে ফিরলেন তিনি। বিশ্বের সুন্দরতম পর্যটনস্থল হিসাবে কথিত সুইজারল্যান্ডে তিনি যে নিছক ব্যক্তিগত প্রমোদ ভ্রমণে যাননি, তা বোঝাতে মুকুল একটি সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন। |
|
উত্তর-পূর্বাঞ্চলে দেশ-বিদেশের পর্যটকদের অন্যতম আকর্ষণ এখনও মেঘ-পাহাড়
আর সবুজ বনে মিশে থাকা শিলং। রাজীবাক্ষ রক্ষিতের তোলা ছবি। |
এই সাংবাদিক সম্মেলনেই মেঘালয় মুখ্যমন্ত্রী বললেন, “সুইজারল্যান্ড সরকারের সঙ্গে কথা মোটামুটি পাকা। কেন্দ্রের সবুজ সঙ্কেত মিললেই যৌথ পর্যটন উৎসব আয়োজন করবে মেঘালয় ও সুইস সরকার। এমন সুযোগ পেয়ে আমরা গর্বিত। গোটা উত্তর-পূর্ব ও পড়শি দেশগুলিও এর ফলে, পর্যটনে উন্নতি ঘটানোর সুযোগ পাবে।”
মুখ্যমন্ত্রী মুকুলের মতে, উত্তর-পূর্বের অনন্য পর্যটন গন্তব্যগুলিতে বিদেশি পর্যটকেরা তেমন আসেন না। ভারত ঘুরতে আসা বিদেশিদের মেঘালয় ও উত্তর-পূর্বে টানতে হবে। পর্যটনে উন্নয়ন ঘটাতে জন্য ভুটান, বাংলাদেশ ও তাইল্যান্ডের সঙ্গেও গাঁটছড়া বাঁধতে চায় মেঘালয় সরকার। রাজ্যের পিছিয়ে থাকা পর্যটন পরিকাঠামোকে উন্নত করতে মুখ্যমন্ত্রী মুকুল ব্যবসায়ী সংগঠনগুলিকে আহ্বান জানান। পর্যটন কেন্দ্রে ছোট-বড় রিসর্ট গড়া, যোগাযোগ পরিকাঠামো বাড়ানো সেইসঙ্গে রাজ্য পর্যটন ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে তোলার লক্ষ্যে একগুচ্ছ প্রকল্প হাতে নিচ্ছে মেঘালয় সরকার। |
|
|
|
|
|