শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পরে মৃতদেহ মিলেছে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে, রানিগঞ্জের রতিবাটির ১ নম্বর ধাতড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম গোভু ভুঁইয়া (২৫)।
মৃতের শ্বশুর ঘোচু ভুঁইয়া জানান, গোভুবাবু গত সপ্তাহে সস্ত্রীক তাঁর বাড়িতে আসেন। এর পরে মঙ্গলবার স্নান করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন গোভুবাবু। আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে তাঁরা খবর পান জামুড়িয়ার একটি পরিত্যক্ত খোলামুখ খনির জলে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে। ঘোচুবাবু বলেন, “রাত দশটা নাগাদ রানিগঞ্জ পুলিশ ওই দেহটি উদ্ধার করলে আমরা দেহটি শনাক্ত করি।” রানিগঞ্জের ওসি শঙ্করপ্রসাদ ঘড়ুই জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে দেহটি ময়না-তদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
আলোচনা সভা। ইসিএল ও একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে রানিগঞ্জের কুনস্তরিয়া এরিয়া অধিবেশন কক্ষে বিষ্ফোরক বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় বুধবার। সভায় বিষ্ফোরক ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
|
টানা বৃষ্টিতে ভূগর্ভে জল ঢুকে যাওয়ায় জামুড়িয়ার সিহারশোল কোলিয়ারিতে মঙ্গলবার থেকে উৎপাদন বন্ধ। কোলিয়ারি কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, খনি সংলগ্ন এলাকায় রমরমিয়ে চলছে অবৈধ খনন। বৃষ্টিতে ওই অবৈধ খনিমুখগুলিতে জমা জল চুঁইয়ে বৈধ খনি গর্ভে ঢুকে পড়ছে। ফলে ভূগর্ভস্থ যন্ত্রাংশেরও ক্ষতির সম্ভবনা রয়েছে। কর্মীরা বর্তমানে উৎপাদন বন্ধ রেখে জল তুলে ফেলার কাজ করছেন। ১২০ টন কয়লা উত্তোলক এই খনিতে দু’লক্ষাধিক টাকার ক্ষতি হচ্ছে বলে কোলিয়ারি সূত্রে খবর।
|
একাধিক দাবির ভিত্তিতে শুক্রবার রানিগঞ্জ থানায় বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই-এর রানিগঞ্জ জোনাল কমিটি। বিক্ষোভ শেষে ডিউটি অফিসারের হাতে একটি দাবিপত্রও তুলে দেওয়া হয়। তাঁদের অভিযোগ, এলাকার যেখানে সেখানে অবৈধ মদের ঠেক তৈরি হয়েছে, চলছে জুয়ার রমরমা কারবারও। রাস্তায় ইভটিজারদের আনাগোনা বাড়ছে। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে এদিন বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশ জানিয়েছে, ব্যবস্থা নেওয়া হবে। |