টুকরো খবর
ভোপাল বিতর্ক লন্ডন অলিম্পিকসে
ভোপাল গ্যাস দুর্ঘটনার ছায়া এ বার লন্ডন অলিম্পিকসে। আর সেই ছায়া তৈরি হল ডাও কেমিক্যালসের হাত ধরে। আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে এই অলিম্পিক গেমস। সেখানে অন্যতম স্পনসর ডাও কেমিক্যালস। ভোপাল গ্যাস দুর্ঘটনায় অভিযুক্ত ছিল ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন। পরে ২০০১ সালে ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন কিনে নেয় ডাও কেমিক্যালস। অলিম্পিক কমিটি ইতিমধ্যেই ঘোষণা করেছে, ডাও কেমিক্যালস ৭০ লক্ষ পাউন্ড খরচ করে স্টেডিয়ামের চারদিকটা বিভিন্ন শিল্পকর্ম দিয়ে মুড়ে দেবে। ১৯৮৪ সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার সুবিচার চেয়ে যাঁরা প্রচার চালাচ্ছেন তাঁরা সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান। ‘ইন্টারন্যাশনাল ক্যাম্পেন ফর জাস্টিস ইন ভোপাল’-এর তরফ থেকে বলা হয়েছে, ডাও কেমিক্যালসের গায়েও ভোপালের রক্ত লেগে আছে। ডাও কেমিক্যালসকে অলিম্পিক গেমসের মতো অনুষ্ঠানের স্পনসর করা উচিত নয়।

লন্ডনে ধৃত ১৬০ বিক্ষোভকারী
পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে টটেনহ্যাম এলাকায় শনিবার থেকেই শুরু হয়েছিল বিক্ষোভ। ক্রমে তা দাঙ্গার চেহারা নেয়। দু’দিনের মধ্যে তা ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। পুলিশের সঙ্গে হাতাহাতি, দোকানপাটে লুঠতরাজ, বাড়িতে আগুন ইত্যাদি নানা অভিযোগে লন্ডন পুলিশের হাতে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন ১৬০ জন বিক্ষোভকারী। পরিস্থিতি এতটাই জটিল যে স্বরাষ্ট্রসচিব তেরেসা মে তাঁর ছুটি বাতিল করে ফিরে আসছেন লন্ডনে। শান্তি ফেরাতে পুলিশ অফিসারদের সঙ্গে তিনি বৈঠক করবেন। গত কয়েক বছরে লন্ডনকে এত অশান্ত দেখা যায়নি বলে মনে করছেন অনেকেই। আগামী বছরই লন্ডন অলিম্পিকস। তবে এই দাঙ্গার প্রভাব অলিম্পকসের প্রস্তুতিতে পড়বে না বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ বলেছেন, “দাঙ্গার সুযোগ নিয়ে লুঠপাট চালানো হয়েছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।”

তিব্বতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করছেন
দলাই লামা। সোমবার ধর্মশালায় পিটিআইয়ের ছবি।

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করল সে দেশের দুর্নীতি-বিরোধী কমিশন। খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে একটি বেআইনি আর্থিক লেনদেনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিশেষ আদালত। দুর্নীতি-বিরোধী কমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী পদে থাকাকালীন খালেদা ও তাঁর তিন সহযোগী ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্টের’ নামে প্রায় ৮ কোটি টাকা সরিয়েছেন বলে অভিযোগ। এই মামলায় তারিকের বিরুদ্ধে আজ পরোয়ানা জারি করা হয়েছে।

ছুটির আমেজে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি।
সোমবার ক্যাপ নেগরেতে। ছবি এ পি
Previous Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.