উত্তরবঙ্গ ডেন্টাল কলেজে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু করতে উদ্যোগী হবেন ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার সভাপতি দিব্যেন্দু মজুমদার। রবিবার শিলিগুড়িতে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গ শাখার উদ্যোগে দাঁতের রোগের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে চিকিৎসকদের একটি প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে এ কথা জানান তিনি। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ যথাযথ নিয়মে প্রস্তাব পাঠালে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। এ দিন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গ শাখার তরফে দিব্যেন্দুবাবুকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। গৌতমবাবু জানান, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার মতো বিষয়ে রাজ্য সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
|
সময় মতো চিকিৎসক না-যাওয়ায় বিনা চিকিৎসায় দুর্ঘটনায় জখম এক কিশোরের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি জেলা হাসপাতাল। রবিবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম সাগর ঘোষ (১৭)। বাড়ি শহর লাগোয়া দেবনগরের নয়াপাড়ায়। ওই ঘটনায় উত্তেজিত জনতা হাসপাতালে ভাঙচুর করে। ওয়ার্ড মাস্টারের ঘরে রাখা রেজিস্ট্রার খাতা পুড়িয়ে দেয় ও তাঁকে ব্যাপক মারধর করে। গোবিন্দ নাগ নামে ওই ব্যক্তিকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ দিন লাটাগুড়ির রাস্তায় বন্ধুর সঙ্গে মোটরবাইকে করে ফেরার সময় পথ দুর্ঘটনায় জখম হয় সাগর। হাসপাতালে জরুরি বিভাগে দেখানো হলে চিকিৎসক দ্রুত ব্যবস্থা নিতে ওয়ার্ডে পাঠান। সেখানে দেড় ঘণ্টা সাগরকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় বলে পরিবারের অভিযোগ।
|
ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চালু হল শিশু-চিকিৎসায় পৃথক কেন্দ্র। কর্তৃপক্ষ জানান, ২৮টি শয্যা-বিশিষ্ট কেন্দ্রে থাকবে ক্রিটিক্যাল কেয়ার, কার্ডিওলজি, নিউরোলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক সার্জারির মতো ১১টি গুরুত্বপূর্ণ বিভাগ। সর্বক্ষণ থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। হাসপাতালে ম্যানেজিং ডিরেক্টর পৃথা রেড্ডি বলেন, “দীর্ঘদিন ধরে এই প্রকল্পটি আমাদের ভাবনায় ছিল। ভবিষ্যতেও শিশুদের জন্য পৃথিবীর সেরা সব ধরনের চিকিৎসা চালু করব।” ওই হাসপাতাল কর্তৃপক্ষ মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন। হাসপাতালের চিফ এগ্জিকিউটিভ অফিসার রূপালী বসু বলেন, “গরিব, সাধারণ মানুষ যাতে চিকিৎসার সুব্যবস্থা পান, সে বিষয়ে মুখ্যমন্ত্রী তাঁর মতামত জানিয়েছেন। সাধারণ মানুষের কথা ভেবেই চিকিৎসার ব্যবস্থা করছি বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি।”
|
ইসলামপুর থানার বিলকান্দি গ্রামে ১৭ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তাঁদের মধ্যে এক জন আকবর আলিকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই গ্রামে একটি গরু ও কয়েকটি ছাগলও ওই রোগেই মারা গিয়েছে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য দফতরের কর্মীরা গ্রামে গিয়েছেন। অবস্থা এখন নিয়ন্ত্রণে।
|
দীপু দত্ত, জগন্নাথ দাস ও সজল দাসের স্মৃতিতে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করেছিল খড়্গপুর শহরের তালবাগিচা এলাকার সবুজসঙ্ঘ ক্লাব। শিবিরে ৪৬ জন রক্ত দেন। |