আর্সেনিকমুক্ত পানীয় জলের দু’টি প্রকল্প শুরু |
নিজস্ব সংবাদদাতা • কালীগঞ্জ ও নাকাশিপাড়া |
নদিয়া জেলার কালীগঞ্জ ও নাকাশিপাড়ায় দুটি পৃথক আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন হয়েছে। রবিবার ওই উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এদিন কালীগঞ্জের ভাগ্যবন্তপুরে ওই জলপ্রকল্পের উদ্বোধন করে সুব্রতবাবু বলেন, “আর্সেনিক প্রবণ এলাকা হিসেবে রাজ্যের সাড়ে ৪টি জেলা বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ, নদিয়া ছাড়াও বর্ধমানের একাংশ। আর্সেনিকে আক্রান্ত হয়ে এর আগেও বহু মানুষের মৃত্যু হয়েছে। ফলে এখনই আর্সেনিকের প্রাদুর্ভাব কমাতে না পারলে আগামী দিন তা ভয়াবহ আকার নেবে।” |
|
নাকাশিপাড়ায় জল প্রকল্পের উদ্বোধনের পরে রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র। |
সেই সঙ্গে ২০২০ সালের মধ্যে মাথাপিছু ৭০ লিটার করে জল পৌঁছে দেওয়ার প্রকল্প গ্রহণ করার কথাও সুব্রতবাবু জানান।
পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এলাকার বিধায়ক তৃণমূল কংগ্রেসের নাসিরুদ্দিন আহমেদ এবং এলাকাবাসীর দাবি মেনে দেবগ্রামের বল্লভপাড়া ঘাট থেকে বর্ধমানের কাটোয়া পর্যন্ত ভাগীরথীর উপরে একটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভাগীরথীর উপরে ওই সংযোগ সেতু নির্মিত হলে নদিয়া-বর্ধমানের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।” নাকাশিপাড়ায় এদিন পার্থবাবু বলেন, “দার্জিলিং জেলার বাসিন্দাদের জল সরবরাহের জন্য বালাসোর নদীর উপরে একটি জলপ্রকল্প নির্মিত হয়েছে। পুজোর আগে ওই জলপ্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” |
|