|
|
|
|
লক্ষ্য জনমত সৃষ্টি |
সন্ত্রাস নিয়ে দেশ জুড়ে প্রচার চালাবে সিপিএম |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তৃণমূল জোট ক্ষমতায় আসার পরে এ রাজ্যে বামেদের উপরে যে ভাবে সন্ত্রাস হচ্ছে, তা নিয়ে দেশ জুড়ে প্রচারের সিদ্ধান্ত নিল সিপিএম। কলকাতায় দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পরে দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট বলেন, “বিধানসভা ভোটের পরে এ পর্যন্ত ৩০ জন বাম নেতা-কর্মী খুন হয়েছেন। বহু মানুষ ঘরছাড়া। নির্বাচিত প্রতিষ্ঠান ও পঞ্চায়েতকে কাজ করতে দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে বামেদের পক্ষ থেকে একাধিক বার মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া সত্ত্বেও কোনও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি।”
সন্ত্রাসের বিরুদ্ধে আগামী ১২ অগস্ট বামেরা বিধানসভা অভিযানের ডাক দিয়েছে। এর পরে ২৫ অগস্ট দিল্লিতে বাম সাংসদ, বিধায়করা ধর্না দেবেন। কারাট বলেন, “এই দুই বিক্ষোভ কর্মসূচি ছাড়াও গোটা দেশ জুড়ে প্রচার চালানো হবে।” বস্তুত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতেই সিপিএম এই সিদ্ধান্ত নিয়েছে। সিঙ্গুর-নন্দীগ্রাম কাণ্ডের পরে এ ভাবেই বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে কেরল পর্যন্ত গিয়েছিলেন মমতা। বামফ্রন্ট সরকার জোর করে কৃষকদের জমি কেড়ে নিচ্ছেএই অভিযোগে কেবল পশ্চিমবঙ্গই নয়, ভিন রাজ্যেও বামেদের বিরুদ্ধে জনমত সৃষ্টি হয়েছিল। বাম মনোভাবাপন্ন বহু মানুষ বামফ্রন্ট সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সিপিএম সেই কায়দাতেই মমতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চাইছে। তাদের মূল অভিযোগ, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা নিরপেক্ষ ভাবে সরকার পরিচালনা করছেন
না। তবে, এ কাজে সিপিএম কতটা সফল হবে, তা এখনই বলা কঠিন।
এ দিন কেন্দ্রীয় কমিটির বৈঠকে পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা হয়। দলের রাজ্য সম্পাদক বিমান বসু জানান, ‘সন্ত্রাস কবলিত’ কিছু এলাকা ছাড়া সর্বত্র প্রচার অভিযান চালানো হচ্ছে। বস্তুত, আগামী সেপ্টেম্বর মাস থেকে নিচুতলায় সম্মেলনের যে প্রক্রিয়া সিপিএমে শুরু হচ্ছে, তার মাধ্যমেও দলকে কিছুটা সংহত করে তোলা যাবে বলে সিপিএম নেতৃত্ব মনে করছেন।
কলকাতার বেলেঘাটা এলাকায় সিপিএমের উপরে সন্ত্রাস হচ্ছে, এই অভিযোগে এ দিন বেলেঘাটা থানার সামনে বিক্ষোভ জমায়েত করে কলকাতা জেলা সিপিএম। সেখানে বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র অভিযোগ করেন, “মুখ্যমন্ত্রীকে বার বার অভিযোগ জানানো সত্ত্বেও তিনি কার্যকরী কোনও ব্যবস্থা নিচ্ছেন না।” সভায় বেলেঘাটার প্রাক্তন বিধায়ক মানব মুখোপাধ্যায় ও কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক রঘুনাথ কুশারীও উপস্থিত ছিলেন। |
|
|
|
|
|