দলের ভাবমূর্তি রক্ষায় রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো ‘কড়া’ ব্যবস্থা নিতে শুরু করলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বও। জেলার গড়বেতা, নারায়ণগড়, ঝাড়গ্রামের জনা চারেক নেতাকে ‘দলবিরোধী কাজে’র অভিযোগে কয়েক দিন আগেই বহিষ্কার করেছেন রাজ্য নেতৃত্ব। এ বার চন্দ্রকোনায় দলের দুই নেতা বাবলু সরকার ও আশানুল্লা খানকে এক মাসের জন্য দলের সমস্ত কাজকর্ম থেকে ‘বিরত’ থাকার নির্দেশ দিলেন জেলা নেতৃত্ব। সিপিএম থেকে বছর দেড়েক আগে তৃণমূলে আসা এই দুই নেতার দুই গোষ্ঠীর আকচাআকচিতে গত কয়েক মাস ধরেই চন্দ্রকোনার কৃষ্ণপুর ও আশপাশের এলাকা উত্তপ্ত। দুই গোষ্ঠীর মধ্যে প্রায় নিয়মিতই চলে বোমাবাজি। সাধারণ মানুষ তটস্থ। সেই সঙ্গে বিরোধীদের উপরে জুলুম, হামলার অভিযোগও উঠছিল। এই পরিস্থিতিতে শনিবার চন্দ্রকোনায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়। সেখানেই বাবলু ও আশানুল্লাকে সাময়িক ভাবে দলের কাজকর্ম থেকে সরানোর সিদ্ধান্ত হয়।
|
শনিবার রাত থেকে একটানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েই জনজীবন বিপর্যস্ত। মেদিনীপুর-খড়্গপুর শহরের বিভিন্ন জায়গায় জল জমেছে। নদীতে জল বাড়তে থাকায় নদী সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত। তবে জেলা প্রশাসন জানিয়েছে, এখনই উদ্বেগের কিছু নেই। এমনিতেই বন্যাপ্রবণ জেলা হিসেবে পরিচিত পশ্চিম মেদিনীপুর। এক টানা বৃষ্টি হলেই সবং, ঘাটাল, নারায়ণগড়ের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। মেদিনীপুর কলেজের এন সি রাণা আকাশ পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে খবর, আপাতত বৃষ্টি থামছে না। আকাশ মেঘলাই থাকবে। গত ২ অগস্ট জেলায় ভারী বৃষ্টি হয়েছিল, ৪৭ মিলিমিটার। কিন্তু তারপর আর সে ভাবে বৃষ্টি হয়নি। শনিবার থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে। ওই দিন ১৩.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রবিবার বিকেল পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১২ মিলিমিটার। এক টানা বৃষ্টির জেরে নদীতে জল বাড়লেও কোনও এলাকা জলমগ্ন হয়নি। জেলা প্রশাসনের বক্তব্য, পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে।
|
দু’দিন ব্যাপী ভলিবল প্রতিযোগিতা শেষ হল কেন্দ্রীয় বিদ্যালয় আইআইটি খড়্গপুরে। মোট ৯টি কেন্দ্রীয় স্কুলের ছাত্রছাত্রীরা যোগ দিয়েছিল প্রতিযোগিতায়। ফোর্ট উইলিয়াম কেন্দ্রীয় বিদ্যালয়কে (কলকাতা) হারিয়ে চ্যাম্পিয়ন হয় কেন্দ্রীয় বিদ্যালয় আইআইটি (খড়্গপুর)। |