টুকরো খবর |
পালানো রোগিণীর খোঁজ মিলল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
হাসপাতালের শয্যা থেকে নিখোঁজ হওয়া রোগিণীর খোঁজ মিলল আত্মীয়ের বাড়িতে। বুধবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রোগিণী নিখোঁজ হওয়ায় ঘটনাটি ঘটে। তা নিয়ে পুলিশে এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান পরিবারের লোকেরা। তবে শেষ পর্যন্ত পরিবারের লোকেরা জানতে পারেন এক আত্মীয়ের বাড়িতে চলে গিয়েছেন রোগিণী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই রোগিণী সোগরা খাতুন। ৪৫ বছরের ওই মহিলা নকশালবাড়ির তোতোরাম জোতের বাসিন্দা। গত ২৩ জুলাই ‘হিপ জয়েন্ট’-এ সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এ দিন সকাল থেকে আচমকা তিনি নিখোঁজ হন। হাসপাতালের সুপার শৈবাল গুপ্ত বলেন, “ওই রোগিণী নিখোঁজ বলে খবর মেলে। পুলিশকে জানানো হলে তারাও খোঁজ শুরু করেন। রোগিণী এক আত্মীয়ের বাড়িতে চলে গিয়েছে বলে পুলিশ খবর পায়।” এ দিন আলিপুরদুয়ারের বাসিন্দা ৩৫ বছরের যুবক কিশোর সরকারও হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছেন বলে পুলিশকে জানিয়েছেন কর্তৃপক্ষ। তাঁর বাড়ির লোকেরা অবশ্য এই ব্যাপারে কিছু জানাননি। |
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটে বাতিল হল লাইব্রেরি সায়েন্সের পরীক্ষা। বুধবার ছাত্র পরিষদের ডাকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট হয়। ছাত্র পরিষদের অভিযোগ, চার মাস ধরে একের পর এক কর্ম সমিতির বৈঠক ভণ্ডুল হওয়ায় শিক্ষক, কর্মীদের পদোন্নতি-সহ নানা কাজের অনুমোদন আটকে। গবেষণার জন্য নথিভুক্ত হওয়ার নতুন পদ্ধতি চালু না হওয়ায় ছাত্রছাত্রীরা কাজ করতে পারছেন না। কমন অ্যাডমিশন ফর্মের মাধ্যমে বেসরকারি বিএড কলেজগুলিতে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ছাত্রছাত্রীরা ভর্তি হনে। অথচ বেসরকারি বিএড কলেজগুলি ছাত্র ভর্তির ওই প্রক্রিয়া প্রত্যাখ্যান করায় তাঁরা ক্লাস শুরু করতে পারছেন না। স্নাতকস্তরে বিভিন্ন কলেজে ভর্তি হতে পারছেন না অনেকে। রিসার্চ স্কলারেরাও এ দিন সরব হন। |
মহিলাদের স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পুলিশের বিরুদ্ধে নিষিদ্ধপল্লির এক মহিলাকে মারধরের অভিযোগ তুলে অতিরিক্ত পুলিশ সুপারকে বুধবার স্মারকলিপি দিল দুর্বার মহিলা সমন্বয় কমিটি। অভিযোগ, মঙ্গলবার রাতে মহিলা তাঁর শিশুকে নিয়ে দোকান থেকে ফিরছিলেন, সেই সময় খালপাড়া ফাঁড়ির ওসি প্রসন্ন ইয়নজন ওই মহিলাকে মারধর করে পাশের নালায় ফেলে দেন। তাঁর হাতে চোট লেগেছে। পুলিশ অবশ্য জানিয়েছে, নিষিদ্ধপল্লির কিছু মহিলা জোর করে পথচারীদের ভিতরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই রাতেও ৩ জন মহিলা ২ যুবককে রিকশা থেকে টেনে নিয়ে নিষিদ্ধপল্লির ভেতরে ঢোকানোর চেষ্টা করছিলেন। সেই সময় বিষয়টি লক্ষ করে সে দিকে এগিয়ে যান ফাঁড়ির ওসি। পুলিশ দেখে পালাতে গিয়ে এক মহিলা নিকাশিতে পড়ে গিয়ে জখম হন। |
ফের চালু মিনিব্যাঙ্ক
নিজস্ব সংবাদদাতা • বিধাননগর |
দেড় বছর বন্ধ থাকার পর ফের চালু হল বিধাননগরের ভীমবার সমবায় মিনিব্যাঙ্ক। বুধবার সকাল ১০টা নাগাদ দার্জিলিং জেলা সমবায় সমিতির ও জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের আধিকারিকদের ও পুলিশের উপস্থিতিতে মিনি ব্যাঙ্কের তালা খোলা হয়। সমবায় ব্যাঙ্ক সূত্রে খবর, ভীমবারের মাদাতি-১ গ্রামসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড -এর অধীনে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের অনুমোদনে ওই মিনি ব্যাঙ্ক চলে। কৃষি সমবায় সমিতির নিজস্ব বোর্ড আছে। কৃষি উন্নয়ন সমিতি ম্যানেজার ও বোর্ডের দুই কর্তার নামে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের মুখ্য নির্বাহী আধিকারিক শুভ্র দেব বলেন, “প্রাথমিক তদন্তে সেরকম কিছু পাওয়া যায়নি। গ্রাহক স্বার্থে এদিন তালা খোলা হয়। এখন থেকে ফের স্বাভাবিক কাজ চলবে।’’ |
মারধরের নালিশ
নিজস্ব সংবাদদাতা • শীতলখুচি |
এক ডিএসও নেতাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটে শীতলখুচি কলেজে। ডিএসও’র অভিযোগ, কলেজের ছাত্র সংসদ সদস্য অমল দাস এ দিন সংগঠনের সমর্থকদের নিয়ে মিছিল করলে তিনি আক্রান্ত হন। প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করে। ডিএসও’র কোচবিহার জেলা সম্পাদক মৃণালকান্তি সরকার বলেন, “উদ্বেগজনক ঘটনা। পুলিশকে সব জানানো হয়েছে।” টিএমসিপি’র জেলা সভাপতি সমীর চক্রবর্তী বলেন, “ওই অভিযোগ ভিত্তিহীন। ব্যক্তিগত বিরোধে গোলমাল হয়।” |
|