বদলি যাচ্ছেন কোহলি, ওঝা
চোটে সিরিজ শেষ হয়ে গেল যুবরাজ-হরভজনের
প্রবাসে ভারতীয় ক্রিকেট দলের দুর্দশা আর শেষ হচ্ছে না। বীরেন্দ্র সহবাগের যোগ দেওয়া যদি ভাল খবর হয় তা হলে বিধ্বস্ত এক নম্বরদের জন্য খারাপ খবর, ট্রেন্টব্রিজে ভাল খেলা যুবরাজ সিংহের চোট। ব্রেসনানের বলে বাঁ হাতে চোট পাওয়া যুবরাজের সিরিজ এ দিনই শেষ হয়ে গেল। তাঁর বাঁ হাতের আঙুল ভেঙে গিয়েছে।
হরভজন সিংহেরও সম্ভবত আর বাকি টেস্ট সিরিজে খেলা হচ্ছে না। তলপেটের নীচে মাংসপেশিতে চোট পাওয়া অফস্পিনারের সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ লাগবেই। পরিস্থিতি এমন যে, জরুরিকালীন ভিত্তিতে দু’জন বদলি ক্রিকেটার ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছে ভারত। যুবরাজের জায়গায় যাচ্ছেন বিরাট কোহলি। আর হরভজনের ‘ব্যাকআপ’ হিসেবে বাঁ হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। সারের হয়ে কাউন্টি খেলার জন্য ইংল্যান্ড যাওয়ার কথা ছিল প্রজ্ঞানের। এখন কাউন্টি ফেলে তাঁকে তড়িঘড়ি ভারতীয় দলে যোগ দিতে হচ্ছে।
বুধবার পর্যন্ত যে মেডিক্যাল বুলেটিন পাওয়া গিয়েছে তাতে জাহির খান সম্পূর্ণ সুস্থ হয়েছেন বলা যাচ্ছে না। ভারতীয় শিবির থেকে এখনও নিশ্চিত ভাবে বলা হচ্ছে না যে, জাহির বার্মিংহামে তৃতীয় টেস্টে খেলতে পারবেনই। হরভজনের যা ফর্ম যাচ্ছে তাতে অনেকের মনে হচ্ছে, তাঁর চোট পাওয়াটা আশীর্বাদ হিসেবেই দেখা দেবে ধোনির দলের কাছে। তাঁকে বসানোর সাহস কেউ দেখাতে পারছিলেন না। এ বার সেই সিদ্ধান্তটা সহজ হয়ে গেল। হরভজনের জায়গায় কোনও স্পিনার খেলানো হবে নাকি চার পেসার নিয়ে নামবেন ধোনিরা সে ব্যাপারে কোনও পরিষ্কার ইঙ্গিত এখন পর্যন্ত নেই।
চোট-আঘাত আর চার দিক থেকে ধেয়ে আসা সমালোচনায় জর্জরিত ধোনিদের পাশে দাঁড়িয়েছেন ওয়াসিম আক্রম। বলেছেন, “দু’টো টেস্টে হেরেছে বলে ধোনির মতো ক্যাপ্টেনকে কাঠগড়ায় দাঁড় করানোটা ঠিক হবে না। মনে রাখা উচিত ধোনি ভারতকে বিশ্বকাপ দিয়েছে। বিশ্বের সর্বত্র ওর অধীনে ভারত ভাল খেলেছে। মানছি, কিপিংয়ের ব্যাপারে ওকে আরও অনেক উন্নতি করতে হবে। কিন্তু ও ব্যর্থ এখনই বলা যাবে না। আমরা বরং বলতে পারি যে, এটা ওর জন্য একটা সতর্কবার্তা।”
সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ অনেক প্রাক্তন ক্রিকেটার ধোনির সমালোচনা করেছেন টসে জিতে ফিল্ডিং নেওয়ার জন্য। কিন্তু আক্রম ভারত অধিনায়ককে সমর্থন করছেন। “প্রথম দিন ট্রেন্টব্রিজ পিচে ভাল রকম ঘাস ছিল। আমার মনে হয় প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে ধোনি ঠিকই করেছিল। আসলে ইংল্যান্ডের নবম উইকেট পার্টনারশিপটা পার্থক্য তৈরি করে দিয়ে গেল। ব্রড আর সোয়ান যে মূল্যবান রানগুলো যোগ করে দিয়ে গেল সেটা বাদ দিলে ধোনির পরিকল্পনা তো ঠিক মতোই এগোচ্ছিল।” সহবাগের উপস্থিতি ভারতীয়দের অনেক চাঙ্গা করবে বলে মনে করছেন আক্রম। তাঁর মতে, “সহবাগ আর গম্ভীর ওপেনিং জুটি হিসেবে দারুণ। আশা করব ওরা দু’জনে ফিট থাকবে আর দলকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করবে।” এ দিকে, বিতর্কিত রান আউট হওয়ার পরেও ইয়ান বেল-কে ফিরিয়ে নেওয়া নিয়ে এখনও জল্পনা-কল্পনা অব্যাহত। এ দিন ইংল্যান্ডের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার আবার বলেছেন, তাঁরা চা-বিরতিতে ভারতীয় ড্রেসিংরুমে এ নিয়ে কথা বলতে গিয়ে ঠিকই করেছিলেন। “ভাবুন তো এক বার। মুম্বইতে একই ভাবে সচিন তেন্ডুলকর আউট হয়ে গেল। কী হতে পারত তখন স্টেডিয়ামে! একটা আন্তর্জাতিক ঘটনা হয়ে দাঁড়াত সেটা।” বলে ফ্লাওয়ার যোগ করেছেন, “ড্রেসিংরুমে বসে নিজেদের মধ্যে গুমরোনোর চেয়ে ভারতীয় ড্রেসিংরুমে গিয়ে সরাসরি কথা বলাটা আমাদের কাছে অনেক বেশি যুক্তিযুক্ত মনে হয়েছিল।”
First Page Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.