টুকরো খবর

দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গ্রামছাড়া হতে হল তৃণমূল সমর্থক একটি পরিবারকে। ঘটনাটি হুগলির চণ্ডীতলার ভগবতীপুর পূর্বপাড়ার। তৃণমূল সমর্থক শেখ কুতুবুদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরেই একটি জমি নিয়ে বিবাদ চলছিল তাঁর প্রতিবেশীর। ওই প্রতিবেশী সম্প্রতি তৃণমূলে যোগ দেন। এই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। কুতুবুদ্দিনের প্রতিবেশী তাঁর বিরুদ্ধ গোষ্ঠীতে যোগ দেন। এর পরেই কুতুবুদ্দিনদের উপরে অত্যাচার শুরু হয় এবং তার জেরে পরিবারটি এক সপ্তাহ আগে গ্রাম ছাড়তে বাধ্য হন বলে অভিযোগ। বুধবার এ ব্যাপারে নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়েছে থানায়। জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, ওই পরিবারটিকে আজ, বৃহস্পতিবার গ্রামে ফিরিয়ে দেওয়া হবে। এরপর ফের তাঁদের উপর অত্যাচার হলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে স্থানীয় কালীপুর বাজারে কুতুবুদ্দিনের স্ত্রী মর্জিনা বেগম আক্রান্ত হন। কুতুবুদ্দিনদের বিরুদ্ধ গোষ্ঠীর লোকজনই হামলা চালায় বলে অভিযোগ। পথচলতি মানুষ ঘটনার প্রতিবাদ করলে হামলাকারীরা পালায়। এর পরেই কুতুবুদ্দিনরা গ্রাম ছাড়তে বাধ্য হন। তৃণমূলের এক জেলা নেতা বলেন, “দলের এক গোষ্ঠীর লোকজন অন্যদের উপর অত্যাচার করছে এই ধরনের পরিস্থিতি কখনই কাম্য নয়। পুরো বিষয়টি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে জানানো হয়েছে।”

আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রথম বার ‘আন্তঃবিদ্যালয় নক আউট ফুটবল প্রতিযোগিতা’ শুরু হল বুধবার থেকে। খানাকুল-২ ব্লকের বেহুলা স্পোর্টিং ক্লাবের মাঠে এ দিন ওই ব্লকেরই জগৎপুর হাইস্কুলকে টাইব্রেকারে হারিয়ে দেয় মাড়োখানা হাইস্কুল। মহকুমায় মোট সরকারি স্কুলের সংখ্যা ১৬৬টি। তবে এ বার সব স্কুল এই প্রতিযোগিতায় যোগ দিতে পারছে না। মহকুমাশাসক অরিন্দম নিয়োগী জানান, দিন পনেরো আগে এই প্রতিযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়। ৫টি ব্লক এবং আরামবাগ পুরসভা এলাকার ৮টি করে স্কুল প্রতিযোগিতায় যোগ দিয়েছে। স্কুলগুলিকে লটারির মাধ্যমে বেছে নেওয়া হয়েছে। খানাকুল-২ ব্লক থেকে ৯টি স্কুল খেলছে। খেলাগুলি হচ্ছে ৪০ মিনিটের। প্রতিটি দলে অনূর্ধ্ব ১৭ বছর বয়সী খেলোয়াড় থাকছে ৯ জন করে। ফাইনাল খেলাটি হবে ১৫ অগস্ট। মহকুমাশাসক বলেন, “ছাত্রদের মধ্যে থেকে ক্রীড়া প্রতিভা বাছাই করে পরবর্তী পর্যায়ে পাঠানো, ফুটবল খেলার প্রসার ঘটানো, ছাত্রদের ক্রীড়ামনস্ক করা, নিয়মশৃঙ্খলা বোধ ফিরিয়ে আনা এবং সর্বোপরি ছাত্র-শিক্ষক সম্পর্কের উন্নতি ঘটানো এমনই নানা উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।” মহকুমা প্রশাসনের এমন উদ্যোগে খুশি বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ছাত্রদের জন্য ফুটবল প্রশিক্ষণেরও ব্যবস্থা হয়েছে। এ ছাড়াও, ছাত্রছাত্রীদের সংস্কৃতিমনস্ক করতে স্কুলগুলিকে আলোচনাসভা, বিতর্ক সভা, অঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।

পারিবারিক বিবাদের জেরে এক প্রৌঢ়কে দা দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর ছেলের বিরুদ্ধে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়ার ডোমজুড়ের কোড়লার কারবালায়। নিহতের নাম কৌসর আলি সর্দার (৫০)। তাঁর ছেলে, অভিযুক্ত মইদুলকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৌসর জরির কাজ করতেন। একই কাজ করতেন ছেলে মইদুলও। তিনি বাবার কাছে একটি ‘ঢাড্ডা’ (যে কাঠামোর উপরে জরির কাজের নকশা তোলা হয়) কিনে দেওয়ার দাবি জানান। এ নিয়ে বুধবার দুপুরে বাবার সঙ্গে মইদুলের তুমুল বচসা হয়। পরিবারের পক্ষ থেকে পুলিশে কাছে দায়ের করা অভিযোগে জানানো হয়েছে, বচসার সময়ে আচমকাই একটি দা নিয়ে বাবাকে কোপাতে থাকে মইদুল। আঘাতের চোটে মাটিতে পনে যান কৌসর আলি। তারপরেই পালিয়ে যায় মইদুল। গুরুতর আহত অবস্থায় কৌসরকে আন্দুলের একটি নার্সিংহোমে গিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। মইদুলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

গাড়ির সঙ্গে মিনি ট্রাকের সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চার জন। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের দেউলটির কাছে মুম্বই রোডে। মৃতেরা হলেন শেখ মফিউল (২০) বাড়ি উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হিয়াজপুর গ্রামে, জিয়ারুল হাসান (৩৫) বাড়ি উত্তর ২৪ পরগনারই বসিরহাটে। পুলিশ জানিয়েছে এ দিন উত্তর ২৪ পরগনার পাঁচ জন গরু ব্যবসায়ী গাড়িতে করে মেদিনীপুরের হাটে যাচ্ছিলেন। দেউলটির কাছে মুম্বই রোডে দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাকের পিছনে গাড়িটি ধাক্কা মারলে মফিউল এবং জিয়ারুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত অবস্থায় চালক-সহ চারজনকে প্রথমে ভর্তি করানো হয় উলুবেড়িয়া হাসপাতালে। পরে তাঁদের পাঠানো হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

সাটার ভেঙে একটি গয়নার দোকান থেকে বেশ কিছু সোনা-রুপোর গয়না-সহ নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার রাতে ঘটনাটি ঘটে পাণ্ডুয়ার কালনা মোড়ের আলম মার্কেটে। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে ঘটনাটি টের পান মালিক শেখ ইমরান মুস্তাফা। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
Previous Story South
First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.