টুকরো খবর

পাকিস্তানই অগ্রাধিকার, বিবৃতি কৃষ্ণের
বিদেশসচিবের দায়িত্ব নিয়ে প্রথম দিনেই রঞ্জন মাথাই বুঝিয়ে দিয়েছিলেন, পাকিস্তানের সঙ্গে আলোচনাকে তিনি সব চেয়ে গুরুত্ব দিচ্ছেন। আজ সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় দিন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণও পাকিস্তান নিয়ে একটি দীর্ঘ বিবৃতি দিলেন। যা থেকে স্পষ্ট, পাকিস্তানই আপাতত ভারতীয় বিদেশ নীতির অগ্রাধিকার। আজ তাঁর বিবৃতিতে কৃষ্ণ মুম্বই সন্ত্রাস বিষয়ক মামলার দ্রুত নিষ্পত্তি থেকে শুরু করে সন্ত্রাসবাদ সব বিষয় নিয়েই সরব হয়েছেন। পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খারের সাম্প্রতিক ভারত সফরের সময় কট্টরপন্থী হুরিয়ত নেতাদের সঙ্গে তাঁর আলোচনা নয়াদিল্লি যে ভাল ভাবে নেয়নি সে কথাও তুলে ধরেন তিনি। কৃষ্ণর কথায়, “গত বছর জুনে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে আশ্বাস দিয়েছিলেন, মুম্বই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তি দেওয়া হবে। কিছু জঙ্গি সংগঠনের সঙ্গে পাক কর্তৃপক্ষের একাংশের যোগাযোগের বিষয়টি নিয়ে তদন্ত করতে বলা হয়েছিল পাকিস্তানকে। হাফিজ সইদের মতো জিহাদি নেতা এবং লস্কর ই তইবার মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্যও আমরা আহ্বান জানিয়েছিলাম। পাক বিদেশমন্ত্রীকেও এই বিষয়গুলি আমি জানিয়েছি।” বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, কোনও বিষয়েইএখনও কোনও ইতিবাচক পদক্ষেপ করেনি ইসলামাবাদ। অন্য প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কে উন্নতি হলেও পাকিস্তানের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল পেতে অনেক রাস্তা হাঁটা বাকি। মনে করা হচ্ছে সেই উদ্দেশ্য নিয়েই এ বার সংসদে বিবৃতি দিয়ে পাকিস্তানের উপর চাপ তৈরি করার কৌশল নিল নয়াদিল্লি।

মূল স্রোতে তৃতীয় ডিমাসা জঙ্গি গোষ্ঠীও
দিলীপ ও জুয়েল গোষ্ঠীর পর এ বার ডিমাসা জঙ্গিদের তৃতীয় সংগঠনটিও আত্মসমর্পণ করল। স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে আজ হাফলংয়ে ডিমা ন্যাশনাল ডেমোক্রাটিক ফ্রন্টের (ডিএনডিএফ) ১৯ জন জঙ্গি সেনা বাহিনীর কাছে অস্ত্র-সহ ধরা দেন। সংগঠনের স্বঘোষিত লেফটেন্যান্ট লাইয়ুং ডিমাসা ওরফে সমরজিৎ হাসনু এবং ক্যামেরা ডিমাসা ওরফে ভয়ভদ্র কাছারির নেতৃত্বে এই জঙ্গিরা একে একে তুলে দেন পাঁচটি এ কে-৫৬, দু’টি এ কে-৪৭, একটি এম-১৬, তিনটি কারবাইন, সাতটি গ্রেনেড ও ১৪০০ রাউন্ড কার্তুজ। সেনা বাহনীর রেড শিল্ড ডিভিশনের মেজর জেনারেল বিনয় পুনেন, ৪৪ নম্বর মাউন্টেন ব্রিগেডের অসীম কোহলি, পুলিশ সুপার রামিশেট্টি এবং ভারপ্রাপ্ত জেলাশাসক খনীন্দ্র চৌধুরী অস্ত্র গ্রহণ করে এই জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার উদ্যোগকে স্বাগত জানান। ঠিক এক বছর আগে গত বছর অগস্টে ৩২ জনকে নিয়ে ডিএনডিএফ-এর জন্ম। তারপরই অক্টোবর মাসে তৈলসন্ধানী একটি সংস্থার তিন কর্মকর্তাকে অপহরণ করে তারা প্রচারের আলোয় উঠে আসে। তখনই ডিমা হাসাওয়ের জঙ্গলে এদের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় নিরাপত্তা বাহিনী। তারপর ৯ ফেব্রুয়ারি চেয়ারম্যান আইদু ডিমাসা-সহ ১০ জন আত্মসমর্পণ করে। ছ’ দিন পরেই স্বঘোষিত সেনাপ্রধান বিহারি ডিমাসা-সহ তিনজন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায়। বাকি ১৯ জনের সবাই আজ আত্মসমর্পণ করল। আপাতত ধরা দেওয়া এই জঙ্গিদের আসাম রাইফেলসের রাখা হয়েছে। দিলীপ ও জুয়েল গোষ্ঠীর ধরা দেওয়া জঙ্গিরা যে সব সরকারি সুযোগ-সুবিধা পায়, এই জঙ্গিরাও তা পাবে বলে জানিয়েছেন সরকারি কর্তারা।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১৩ তীর্থযাত্রী
বিদ্যুতের তারের সংস্পর্শে এসে ১৩ জনের মৃত্যু ঘটল। কাল রাতে বিহারের রোহতাস জেলার নটবার থানা এলাকা থেকে একটি বাস রওনা হয় দেওঘরের বৈদ্যনাথধামের উদ্দেশে। তীর্থযাত্রীতে ঠাসা ওই বাসটির ছাদেও বেশ কিছু যাত্রী বসে ছিলেন। নটবার থানা এলাকার অহরাও সেতুর কাছে ঝুলে থাকা বিদ্যুতের তার ঠেকে যায় ছাদে বসে থাকা যাত্রীদের গায়। সঙ্গে সঙ্গেই বিদ্যুষ্পৃষ্ট হয়ে মারা যান ১০ জন যাত্রী। তারের ছোঁয়ায় এক সময় পুরো বাসটিই বিদ্যুৎবাহী হয়েপড়ে। ফলে, বাসের ভিতরে বসে থাকা তিন জন মহিলারও মৃত্যু ঘটে। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ১২ জন। এই ঘটনা ঘটার পরে স্থানীয় মানুষের রোষ গিয়ে পড়ে বিদ্যুৎ পর্ষদের উপরে। স্থানীয় বিদ্যুৎ পর্ষদের অফিসে গিয়ে ভাঙচুরও চালায়। আজ অবশ্য রাজ্য বিদ্যুৎ পর্ষদের পক্ষ থেকে পুরো ঘটনার উচ্চস্তরীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মৃতের পরিবারকে দেড় লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এর মধ্যে, এক লক্ষ টাকা দেবে বিদ্যুৎ পর্ষদ। আর বাকি ৫০ হাজার টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্যও ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার।

রাজাকে ঘুষ দিইনি, দাবি রতন টাটার

প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজাকে তাঁরা এক পয়সাও ঘুষ দেননি বলে দাবি করলেন শিল্পপতি রতন টাটা। রাজাকে কোনওভাবেই ঘুষ দিয়ে টু-জি স্পেকট্রাম পাওয়ার চেষ্টা করেননি বলে দাবি করেছেন তিনি। গত কাল টু-জি মামলার শুনানিতে অভিযুক্ত শাহিদ উসমান বালওয়া দাবি করেন, তামিলনাড়ুতে একটি হাসপাতালকে ২০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন টাটা। ওই হাসপাতালটি রাজার নির্বাচনী কেন্দ্রে। আজ টাটা বলেন, “ওই টাকা রাজাকে নয়, হাসপাতালটিকে দেওয়ার কথা ছিল। টাটা গোষ্ঠী আগাম টাকা দেয় না। হাসপাতালটি তৈরি হয়নি। তাই টাকাও দেওয়া হয়নি। আদালতের দৃষ্টি অন্য দিকে ঘোরানোর জন্য এ সব কথা বলা হচ্ছে। এ দেশে আদালতে যে যা খুশি বলে পার পেয়ে যায়।” টাটা বলেছেন, বহু তথ্য গোয়েন্দাদের সরবরাহ করেছে টাটা গোষ্ঠী। বিষয়টি এখন আদালতের বিচারাধীন। তাই এই বিষয়ে আরও মন্তব্য করলে তাঁরা আদালত অবমাননার দায়ে পড়তে পারেন।

মুখিয়ার বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিল মাওবাদীরা
গ্রামপ্রধানের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিল মাওবাদীরা। কাল রাতে ঘটনাটি ঘটেছে জামুই জেলার বরহাট থানার বরিয়ারপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, প্রায় ৪০ জন সশস্ত্র মাওবাদী হামলা চালায় বরিয়ারপুর গ্রামে। এর পরে ওই গ্রামের মুখিয়া সুমিত্রা দেবীর বাড়ির একাংশ বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়। কাল রাতেই ওই থানা এলাকার কারমান টোলা গ্রামে অশোক যাদব নামের এক ব্যক্তির বাড়িও উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। দু’টি হামলাতেই হতাহতের খবর মেলেনি। মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ফের ব্যাহত পস্কোর কাজ
এগারো দিন বাদে জমি অধিগ্রহণ অফিসার ও তাঁর সহকর্মীরা এলাকায় ঢুকতে না পারায় কাজ বন্ধ করে দিতে হয় বলে সরকারি সূত্রে খবর। ওড়িশার জগৎসিংহপুরে ফের ব্যাহত পস্কো প্রকল্পের কাজ। গাছ কাটার প্রতিবাদে প্রতিরোধ চালাচ্ছেন মানুষ।

এয়ার ইন্ডিয়া নিয়ে
এয়ার ইন্ডিয়ার কর্মীদের জুন ও জুলাইয়ের বকেয়া বেতন এবং উৎসাহ ভাতা যত শীঘ্র সম্ভব মিটিয়ে দেওয়া হবে বলে ফের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। সংস্থাটিকে চাঙ্গা করতে সব পথই খতিয়ে দেখা হচ্ছে বলে তাঁর ইঙ্গিত। উল্লেখ্য, কর্মীদের নিয়মিত বেতনের দাবিতে মঙ্গলবারই সংসদে একসঙ্গে সরব হয় তৃণমূল কংগ্রেস ও সিপিআই।

প্রস্তাবিত লোকপাল বিল
• বিল পেশ হওয়ার কথা আজ।
• প্রশাসনের দুর্নীতির তদন্তই লোকপালের কাজ।
• চেয়ারপার্সন ও ৮ জন সদস্য নিয়ে কমিটি।
• থাকবেন দুর্নীতি দমনে প্রশাসনের হয়ে অন্তত ২৫ বছর কাজের অভিজ্ঞতাসম্পন্নরাও।
• লোকপালের আওতায় থাকছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, মন্ত্রী,
• সাংসদ, গ্রুপ-এ অফিসাররা, তবে আওতার বাইরেই রাখা হচ্ছে প্রধানমন্ত্রীকে।
• জনপ্রতিনিধি ও সরকারি কর্মীদের নিজের সম্পত্তির পরিমাণ জানাতে হবে, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কোনও সরকারি কর্মীকে বদলি বা সাসপেন্ডের প্রস্তাব দিতে পারবে লোকপাল।
• লোকপালে মিথ্যা অভিযোগ জমা দিলে ২-৫ বছরের কারাদণ্ড বা ২৫ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।
Previous Story Desh First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.