টুকরো খবর
|
রেশনে কম মাল দেওয়ার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রেশন ডিলারদের নির্দিষ্ট বরাদ্দ থেকে প্রশাসন কম মাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় গ্রাহকদেরও মাল কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠল। সম্প্রতি বীরভূম জেলা প্রশাসন প্রায় আড়াই লক্ষ রেশন কার্ড বাতিল করে। রেশন ডিলারদেরও নির্দিষ্ট বরাদ্দ থেকে সাত শতাংশ মাল কম দেওয়ার সিদ্ধাম্ত নেওয়া হয়। এর পরেই, রেশন ডিলারদের একাংশ তাঁদের মালের বরাদ্দ কমার আগেই গ্রাহকদের প্রাপ্য নির্দিষ্ট পরিমাণ মাল থেকে বঞ্চিত করছেন বলে অভিযোগ ওঠে। রামপুরহাট মহকুমার বিভিন্ন এলাকাতেই এই ঘটনা চলছে বলে জানান বাসিন্দারা। খাদ্য সরবরাহ দফতরের জেলা খাদ্য নিয়ামক নিত্যরঞ্জন পোদ্দার বলেন, “এ সপ্তাহ থেকে রেশন ডিলারদের ৭ শতাংশ মাল কম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেই মতো, এ সপ্তাহে মাল পাঠানো হবে। তবে কোনও ভাবেই গ্রাহকদের তাঁদের প্রাপ্য মাল থেকে বঞ্চিত করা হবে না। রেশন ডিলারদের সেই নির্দেশও দেওয়া হয়েছে।’’ মাল কম পাওয়ার আগেই যদি কোনও রেশন ডিলার গ্রাহকদের প্রাপ্য মাল কম দেন সে ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “মারাত্মক অভিযোগ। আমি এখনই খোঁজ নিয়ে ওই সব ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।” এম আর ডিলার অ্যাসোসিয়েশনের বীরভূম জেলা সম্পাদক রবিলাল দাস বলেন, “এটা কিছুতেই ঠিক নয়। গ্রাহকদের প্রাপ্য মাল অবশ্যই তাঁদের দিতে হবে।” তাঁর আশ্বাস, “যে সব ডিলার প্রাপ্য মাল দিচ্ছেন না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
|
‘ধর্ষণের চেষ্টা’, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার সকালে ঘটনাটি ঘটে শান্তিনিকেতন লাগোয়া শ্যামবাটি এলাকায়। পুলিশ জানিয়েছে, বিশ্বভারতীর কলাভবনের স্নাতক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দিল্লির বাসিন্দা শৈলেন্দ্র থারে নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে ফোনে হুমকি দেওয়ার দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশের কাছে অভিযোগে ওই ছাত্রী জানিয়েছেন, দিন দু’য়েক আগে ওই যুবক বোলপুরে এসে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। তখন বিষয়টি পুলিশে ওই ছাত্রী জানান। জেলা পুলিশ সুপার নিশাদ পারভেজ বলেন, “তদন্ত করে আমরা জানতে পেরেছি, ওই ছাত্রীর সঙ্গে ধৃতের পূর্ব পরিচিতি আছে। এ দিন ধর্ষণের চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।”
|
সিডিপিওকে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
বিভিন্ন দাবিতে সাঁইথিয়ার শিশু উন্নয়ন আধিকারিক (সিডিপিও)-কে স্মারকলিপি দিল সাঁইথিয়া শহর তৃণমূল কংগ্রেস। দলের শহর সভাপতি মানস সিংহ জানান, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগে স্বজন পোষণ বন্ধ করা, জাল শংসাপত্র নিয়ে কাজে যোগ দেওয়া কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মা ও শিশুর খাবারের মান নিয়মিত তদারকি করা, দীর্ঘদিন ধরে একই জায়গায় কাজ করা সুপারভাইজারদের বদলি প্রভৃতি কয়েক দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। সাঁইথিয়া’র সিডিপিও দীনবন্ধু সাহা বলেন, “যে পদ্ধতিতে পরীক্ষা ও কর্মী নিয়োগ হয়েছে তাতে স্বজনপোষণ হওয়ার কথা নয়। সমস্ত দাবিই খতিয়ে দেখা হবে। স্মারকলিপিটি জেলাশাসককে পাঠিয়ে দেওয়া হবে।”
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রেল লাইনের ধার থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে তারাপীঠ স্টেশন ও মাঝখণ্ড গ্রামের মাঝে দেহটি উদ্ধার হয়। পুলিশ জানায় মৃতের আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫।
|
দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
ট্রাক-ট্রেলার সংঘর্ষে জখম হলেন ট্রাকের চালক। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দুবরাজপুরের এলাকার তরুলিয়া মোড়ের কাছে পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে। জখম ট্রাক চালককে প্রথমে সিউড়ি সদর হাসপাতালে, পরে বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়। পুলিশ সূত্রে খবর, ওই ট্রাক চালকের নাম মতিলাল যাদব। বাড়ি বিহারের গোপালগঞ্জে। দুবরাজপুরের দিকে আসছিল খালি ট্রাকটি। সেই সময় ইলামবাজারমুখী একটি ট্রেলার ট্রাকটিকে ধাক্কা মারে। |
|