ক্ষমতাচ্যুত হওয়ার পাঁচ মাস পরে আজ বিচারের কাঠগড়ায় মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক। দুর্নীতি ও গণবিক্ষোভের সময়ে বিক্ষোভকারীদের হত্যার ষড়যন্ত্রের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে মুবারককে। মিশরের একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। সেখান থেকে কপ্টারে তাঁকে কায়রোয় আনা হয়। শুনানির সময়ে আদালতে তারের জালে ঘেরা একটি জায়গার বিছানায় শুয়ে ছিলেন মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট।
|
আদালত রায় দেওয়ার পরে সাত দিন পেরিয়ে গেলেও পাবনায় অভিনেত্রী সুচিত্রা সেনের বাড়ি দখলমুক্ত হল না এখনও। সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে জামাতে ইসলামির একটি সহযোগী প্রতিষ্ঠান। পরে ওই বাড়িটি দখলমুক্ত করা নিয়ে অনেক দরবার করা হলেও কাজের কাজ কিছু হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামি লিগ ২০০৯ সালে ক্ষমতায় এলে বাড়িটি দখলমুক্ত করার জন্য উদ্যোগী হয়। গত ২৬ জুলাই হাইকোর্ট এক সপ্তাহের মধ্যে বাড়িটি দখলমুক্ত করে সরকারি হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু এক সপ্তাহ পেড়িয়ে গেলেও পাবনা প্রশাসন এই নিয়ে কোনও ব্যবস্থাই নেয়নি। |