টুকরো খবর
|
আজ থেকে খুলছে মানকর কলেজ |
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
আজ, বৃহস্পতিবার থেকে ফের খুলছে মানকর কলেজ। বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অভিভাবকদের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ দুলালচন্দ্র গাঁধী। তিনি বলেন, “ইতিমধ্যেই নোটিস দিয়ে দেওয়া হয়েছে। কলেজ খোলার পর ছাত্রদের সঙ্গে বসে বাকি মতানৈক্য দূর করে ফেলা হবে।” ভর্তি হয়েও পড়ুয়ারা অন্য কলেজে চলে যাওয়ায় মানকর কলেজে জেনারেল কোর্সে আটটি আসন ফাঁকা রয়েছে। অভিযোগ, তার মধ্যে চারটি আসনে ছাত্র ভর্তি করছেন না অধ্যক্ষ। প্রতিবাদে ২৯ জুলাই দুপুর থেকে রাত পর্যন্ত কলেজের অধ্যক্ষ দুলালচন্দ্র গাঁধীকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় টিএমসিপি। খবর পেয়ে বুদবুদ থানা থেকে পুলিশ আসে। গভীর রাতে বিক্ষোভ উঠে যায়। পরের দিন কলেজ খুললে ফের বিক্ষোভ হতে পারে এই আশঙ্কায় শনিবার থেকে কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন অধ্যক্ষ দুলালবাবু। কলেজে শিক্ষক ও শিক্ষাকর্মীরা নিরাপত্তার অভাব বোধ করায় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। এ দিকে, মানকর কলেজের অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ করে মহকুমা প্রশাসন। অধ্যক্ষ যোগাযোগ করেন মহকুমা প্রশাসনের সঙ্গে। মহকুমাশাসক মৌমিতা বসু জানান, কলেজ খুলতে প্রশাসনিক সাহায্য প্রয়োজন হলে তা করা হবে। এরপরেই বুধবার তিনি এলাকার রাজনৈতিক নেতা ও অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসে অচলাবস্থা কাটাতে উদ্যোগী হন। বৈঠকে উপস্থিত প্রত্যেকেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
|
পঞ্চায়েতে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
একশো দিনের শুরু করা-সহ একাধিক দাবিতে পাণ্ডবেশ্বরের বহুলা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বুধবার বিক্ষোভ দেখায় তৃণমূল। বিক্ষোভ শেষে প্রধানের হাতে একটি দাবিপত্রও তুলে দেওয়া হয়। দলের পাণ্ডবেশ্বর ব্লক কমিটির সভাপতি নরেন চক্রবর্তী জানান, অবিলম্বে একশো দিনের কাজ শুরু করতে হবে। প্রায় ৮ মাস এই কাজ বন্ধ হয়ে আছে বলে অভিযোগ। বিধবা ও বার্ধক্য ভাতার প্রাপকেরা ৭ মাস সরকারি অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন। একশো দিনের কাজ, বিপিএল তালিকা ও খরচের হিসাব পঞ্চায়েত কার্যালয়ের দেওয়ালে টাঙানোর দাবি জানান তাঁরা। গ্রাম প্রধান রামকুমার তেওয়ারি জানান, দাবিপূরণে ব্যবস্থা নেওয়া হবে।
|
দম্পতির অপমৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক দম্পতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে দুর্গাপুরের আমরাইয়ের নীলডাঙ্গায়। পুলিশ জানিয়েছে, রাজকুমার মাহাতো (২১) ও তাঁর স্ত্রী সান্ত্বনা মাহাতো’র (১৮) দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই দম্পতি আত্মহত্যা করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস ছ’য়েক আগে রাজকুমার বাড়ির অমতে সান্ত্বনাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই বাড়িতে অশান্তি চলছিল। পুলিশ এসে তাঁদের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, রাজকুমারের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। অন্য দিকে, সান্ত্বনার মুখে গ্যাঁজলা রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, স্ত্রীর মুখে কীটনাশক ঢেলে দিয়ে নিজে রাজকুমার গলায় ফাঁস দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
তৃণমূলের কার্যালয় ভাঙচুর দুর্গাপুরে |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
শ্যামপুরে একটি তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙ্গে দিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, বিধানসভা ভোটের আগে কার্যালয়টি গড়ে উঠেছিল। বুধবার সকালে এক দল দুষ্কৃতী সেখানে হামলা চালায়। কি কারণে এই ঘটনা ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে। দোষীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|
কারখানায় কর্মবিরতি |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ইএসআই, পিএফ ও বকেয়ার দাবিতে রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুকের একটি ফাউন্ড্রি কারখানার শ্রমিকরা বুধবার থেকে কর্মবিরতি শুরু করেছেন। আন্দোলনে যোগ দিয়েছে সব’কটি শ্রমিক সংগঠন। অবিলম্বে কর্তৃপক্ষ পদক্ষেপ না নিলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে না বলে জানান শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি।
|
বাইক চুরি |
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
তিনটি বাড়ির দরজা ভেঙে বাইক চুরি করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বারাবনির জামগ্রামে। গ্রামের বাসিন্দা বামাপদ সিংহ, কালিশঙ্কর রায় ও সুভাষ সামন্ত বারাবনি থানায় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁরা বলেন, “বুধবার সকালে দেখি বাড়ির দরজা ভাঙা, বাইক উধাও।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
অস্ত্র-সহ ধৃত পাঁচ |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
আগ্নেয়াস্ত্র-সহ ৫ দুষ্কৃতীকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে অন্ডাল থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃতেরা জেরায় স্বীকার করেছে সম্প্রতি অন্ডাল মোড়ের একটি বাড়িতে তারা লুঠপাট চালায়। বৃহস্পতিবার তাদের দুর্গাপুর আদালতে তোলা হবে। |
|