আমি বিভিন্ন ঠিকানায় মানি অর্ডার পাঠাই। বর্তমানে যে মানি অর্ডার ফর্ম পূরণ করা হয়, তাতে কী উদ্দেশ্যে টাকা পাঠানো হচ্ছে তা প্রাপক বুঝতে পারছে না বা বোঝার কোনও ব্যবস্থা নেই। সেই হেতু প্রেরক এবং প্রাপক যাতে উভয়েই জানতে বা বুঝতে পারে সেই রকম কোনও সুব্যবস্থার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
অরবিন্দ দাশ। সোনারপুর
|
ডায়মন্ডহারবার রোডের পুষ্পশ্রী সিনেমা হল থেকে শীলপাড়া মোড় পর্যন্ত ফুটপাথে বেশ কয়েকটি উঁচু ম্যানহোলের কংক্রিট ঢাকনার জন্য চলার পথে সকলকেই বিপদের সম্মুখীন হতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ উঁচু ঢিবিগুলোর একটা বিকল্প ব্যবস্থা করুন।
সুশান্ত মিত্র। কলকাতা-৮
|
সরশুনা উপনগরীতে কয়েকটি নতুন পার্ক তৈরি হয়েছে। ‘কলধ্বনি’, ‘শ্যামলী’, ‘গোধূলি’, ‘জগদীশ বসু উদ্যান’ ইত্যাদি। এই সব উদ্যানের রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা পুরসভা কোনও সবেতন কর্মচারী নিযুক্ত করেনি। পার্কগুলির অবস্থা শোচনীয়, বসার আসনগুলিও নোংরা। জঞ্জালের বাক্সগুলি নিয়মিত পরিষ্কার হয় না। বর্ষায় জলে আরও দুর্গন্ধ ছড়াচ্ছে। পুর কর্তৃপক্ষের কাছে অনুরোধ অবিলম্বে এর প্রতিকার করুন।
অসিতকুমার চৌধুরী। সরশুনা |
আমাদের লিখুন আপনার পাড়ার নাগরিক সমস্যা জানিয়ে
অনধিক ১৫০ শব্দে লিখে পাঠান। ঠিকানা:
কী নেই কী চাই,
কলকাতা উত্তর/ দক্ষিণ/ পুর্ব,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০০০১।
আপনার নাম, ঠিকানা, টেলিফোন নম্বর অবশ্যই লিখবেন। |
|