উচ্চশিক্ষা দফতরের বিশেষজ্ঞ কমিটির সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের হাতে একটি স্মারকলিপি তুলে দিল তৃণমূল ছাত্র পরিষদ। সুনন্দ সান্যাল-সহ কমিটির তিন সদস্য শুক্রবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন নিয়োগ সংক্রান্ত ও অন্য কিছু দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে। টিএমসিপি’র তরফে তাঁদের কাছে অভিযোগ জানানো হয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে এসএফআইয়ের কিছু কর্মী দীর্ঘ আট-ন’বছর ধরে রয়েছেন। তাঁরা ছাত্রবাসকে নিজেদের ঘর বানিয়ে ফেলেছেন। অবিলম্বে এ ক্ষেত্রে পদক্ষেপ করা হোক। এ ছাড়া আরও সাত দফা দাবি রয়েছে স্মারকলিপিতে। বিশেষজ্ঞ কমিটির সদস্যরা সব অভিযোগ খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন।
|
আইআইটি’র হল ম্যানেজমেন্ট সেন্টারে বৃহস্পতিবার বিক্ষোভ দেখায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানের সৌন্দর্যায়ন ও ছাত্রাবাস তৈরিতে দলীয় লোকেদের নেওয়া হচ্ছে না। মোর্চার খড়্গপুর শহর সভাপতি নেপাল দাস বলেন, “প্রশাসনের নির্দেশ রয়েছে সব রাজনৈতিক দলের লোকেদের কাজে নিতে হবে। অথচ আইআইটি হল ম্যানেজমেন্ট তা মানছে না।” তবে কর্তৃপক্ষ আলোচনার আশ্বাস দেন।
|
বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শুক্রবার নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল দাঁতন ভাগবতচরণ হাইস্কুল। প্রধান শিক্ষক অরবিন্দ দাস জানান, স্কুল প্রাঙ্গণে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান, গান, বিদ্যাসাগরের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, সব আয়োজনই ছিল। ২০০৬ সালে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই এই মহাপুরুষের জন্ম ও মৃত্যুদিন স্মরণ করে এই স্কুল।
|
তথ্য জানার অধিকার আইনের উপরে এক কর্মশালা হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। উপস্থিত ছিলেন স্টেট ইনফরমেশন কমিশনার কে জন কোশি, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ারের ডিন সুবীর বসু প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরাই শুক্রবারের এই কর্মশালায় যোগ দেন। বক্তব্য রাখতে গিয়ে তথ্য জানার অধিকার আইনের বিভিন্ন দিক তুলে ধরেন ইনফরমেশন কমিশনার।
|
শুক্রবার খড়্গপুরে মালঞ্চ রোডে তেলুগু বিদ্যাপীঠে চালু হল মিড-ডে মিল। ১১০ জন পড়ুয়ার এই প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের উদ্বোধন করেন পুরপ্রধান জহরলাল পাল। ক্রমে পুর-এলাকার সব স্কুলে এই প্রকল্প চালু হবে বলে আশ্বাস দেন পুরপ্রধান। |