একটি ঘর বরাদ্দকে কেন্দ্র করে উলুবেড়িয়া মহকুমা আদালতে শুক্রবার উত্তেজনা ছড়ায়। আইনজীবীরা ওই ঘরটি তাঁদের কাজের জন্য বরাদ্দ করার দাবি জানান আদালতের কাছে। তাঁরা বিক্ষোভও দেখান আদালত চত্বরে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আজ, শনিবার থেকে আদালত বয়কটের ডাক দিয়েছেন আইনজীবীরা। ওই ঘরটি সম্প্রতি সংস্কার করা হয়। সেখানে লোক আদালতের একটি বিভাগের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। প্রথম থেকেই এ ব্যাপারে আপত্তি ছিল বার অ্যাসোসিয়েশনের। তাদের বক্তব্য, প্যানেলভুক্ত যে সব সরকারি আইনজীবী রয়েছেন তাঁদের বসার কোনও ঘর নেই। ফলে তাঁদের পক্ষে মামলার কাজ চালাতে বেশ অসুবিধা হয়। ঘরটি যাতে প্যানেলভুক্ত সরকারি আইনজীবীদের জন্য বরাদ্দ করা হয় সেই দাবি জানিয়েছিল বার অ্যাসোসিয়েশন। বিষয়টি নিয়ে শুক্রবার আইনজীবীরা উলুবেড়িয়া মহকুমা আদালতের বিচারকদের সঙ্গে আলোচনা করতে যান। তাঁদের অভিযোগ, আদালতের কয়েক জন কর্মী তাঁদের হেনস্থা করেন। এরপরেই তাঁরা আদালত চত্বরে বিক্ষোভ দেখান। অ্যাসোসিয়েশনের দুই সম্পাদক পঞ্চানন বিশ্বাস (দেওয়ানি) এবং শেখ নিজামুদ্দিন (ফৌজদারি) বলেন, “ওই ঘরটি আইনজীবীদের জন্যই বরাদ্দ করতে হবে। যতদিন না এই দাবি মানা হচ্ছে, তত দিন আদালত বয়কট চলবে।”
|
হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় শুক্রবার রাতে রিভলভার ঠেকিয়ে এক ব্যবসায়ীর পাঁচ লক্ষ টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা। পুলিশ জানায়, ওই ব্যবসায়ীর নাম ছেদিলাল জয়সোয়াল। ছেদিলাল পুলিশকে জানান, রাত সওয়া ৯টা নাগাদ তিনি কলকাতা থেকে মোটরবাইকে চেপে ফিরছিলেন। জে এন মুখার্জি রোডের কাছ থেকে দু’টি মোটরবাইকে ছ’জন দুষ্কৃতী তাঁকে ধাওয়া করে। হনুমান জুটমিলের তিন নম্বর গেটের কাছে ছেদিলালকে ধরে ফেলে দুষ্কৃতীরা। তাঁর মাথায় রিভলভার ঠেকিয়ে টাকা নিয়ে পালায় তারা। |