|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
প্রাচ্যচেতনার প্রতিফলন |
মৃণাল ঘোষ |
শ্রেয়া দত্ত তৃতীয় একক প্রদর্শনী করলেন সম্প্রতি অ্যাকাডেমিতে। নব্য-ভারতীয় ধারার অন্তর্গত প্রাচ্যচেতনার প্রতিফলন রয়েছে তাঁর ছবিতে। সেই আঙ্গিকে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করেছেন। কয়েকটি ছবিতে তা যথেষ্টই সফল হয়েছে। কিন্তু সব ছবিতে সেই সংহতি আসেনি। এখনকার তরুণ বা তরুণী শিল্পীদের মধ্যে প্রাচ্যচেতনা যে অনেকটাই প্রাসঙ্গিক, এই প্রদর্শনীটি তারই দৃষ্টান্ত। ১৫টি ছবির মধ্যে কোনও-কোনওটিতে শিল্পীর প্রাকরণিক দুর্বলতা রচনাকে একটু ভারাক্রান্ত করেছে। যথেষ্ট অনুশীলনে সেটা তিনি কাটিয়ে উঠতে পারবেন। |
|
প্রদর্শনী
চলছে
কেমোল্ড: বিপ্লব দত্ত ২ অগস্ট পর্যন্ত।
অ্যাকাডেমি: নিরুপম ঘোষ ৩ পর্যন্ত।
অভিজিৎ ভট্টাচার্য, বিপদভঞ্জন সিকদার, মধুছন্দা মজুমদার প্রমুখ ৩ অগস্ট পর্যন্ত।
অনিন্দ্য বাগ, বিশ্বনাথ দুল, প্রণব রায়চৌধুরী, সুস্মিতা রক্ষিত রায় ৩ অগস্ট পর্যন্ত।
‘বেঙ্গল পেন্টার্স’ ৩ অগস্ট পর্যন্ত।
গগনেন্দ্র প্রদর্শশালা: ‘শিল্পী ও শিল্প’ ৩১ জুলাই পর্যন্ত।
চিত্রকূট: ‘মনসুন ম্যাজিক’ কাল শেষ।
ইমামি চিজেল: বিমানবিহারি দাস, শ্যামল রায় প্রমুখ আজ শেষ।
শুরু হবে
অ্যাকাডেমি: বিবেক পাল, মধুবন্তী বন্দ্যোপাধ্যায়, স্বাতী মুখোপাধ্যায় ৪ থেকে। |
|
|
|
|
|