অভিবাসন জালিয়াতির অভিযোগ উঠল আমেরিকার নর্দার্ন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। ৫০ জন বিদেশি ছাত্র ভর্তি নেওয়ার অনুমতি রয়েছে বিশ্ববিদ্যালয়টির। কিন্তু সেই নিয়ম ভেঙে অনেক বেশি সংখ্যায় পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ ছাত্রছাত্রীই ভারতীয় এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। অ্যানানডেলের এই বিশ্ববিদ্যালয়ে গত কাল সারা দিন তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে এফবিআই এবং মার্কিন অভিবাসন দফতর। পরে অভিবাসন দফতরের মুখপাত্র জানান, বিশ্ববিদ্যালয়টির বিদেশি ছাত্রছাত্রী ভর্তির অনুমোদন বাতিল করা হয়েছে।
|
শনির বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতির ‘রহস্যভেদ’ করা গিয়েছে বলে দাবি করলেন জার্মানির ‘ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর সোলার সিস্টেম রিসার্চ’-এর বিজ্ঞানীরা। গবেষণাকেন্দ্রের তরফে জানানো হয়েছে, শনির উপগ্রহ এনসেলাডাস এই জলের উৎস। উপগ্রহটির দক্ষিণ মেরু থেকে তীব্র বেগে জলীয়বাষ্প বেরোয়। সেই বাষ্পই শনির বায়ুমণ্ডলে প্রবেশ করে। গবেষকদলের প্রধান পল হারটোঘের মতে, দু’টি কারণে বিষয়টিকে বেনজির বলা চলে। প্রথমত, গ্রহের রাসায়নিক গঠনের উপরে উপগ্রহের প্রভাব এখনও পর্যন্ত জানা যায়নি। দ্বিতীয়ত, মহাশূন্য থেকে গ্রহের বায়ুমণ্ডলে জলীয়বাষ্প প্রবেশের ঘটনাও শনি ছাড়া অন্য কোনও গ্রহে জানা যায়নি। |