অবকাশে সময় কাটাতে একটি ঘর প্রয়োজন ছিল কর্মীদের। এত দিনে তার বন্দোবস্ত হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। উদ্বোধন হল স্টাফ রিক্রিয়েশন রুমের। এই উপলক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুকুমার মাইতি, হাসপাতাল সুপার রামনারায়ণ মাইতি প্রমুখ। বিধায়কই ওই রুমের উদ্বোধন করেন। তাঁর বক্তব্য, “ভাল চিকিৎসা পরিষেবা পাওয়ার আশা নিয়েই রোগীরা এখানে আসেন। তাই তাঁদের যাতে পরিষেবা পেতে কোনও সমস্যা না-হয় সে দিকে নজর রাখতে হবে কর্মচারীদেরও।” স্টাফরুমে টিভি, ক্যারাম বোর্ড রয়েছে। কাজ শেষের পর কর্মচারীরা এখানে এসেই সময় কাটাতে পারেন। বিধায়ক এবং অধ্যক্ষ, সুপার, নার্স, হাসপাতাল কর্মীরা এ দিন ক্যারামও খেলেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড মাস্টার ভক্তিপদ দাস মহাপাত্র।
|
কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করার আশ্বাস পেয়ে বৃহস্পতিবার তিন দিনের জন্য কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিপ্যাথির ইন্টার্নেরা। ভাতা বৃদ্ধি এবং ছাত্রদের জন্য ‘হাউসস্টাফশিপ’ চালু করার দাবিতে বুধবার সারা দিনই কাজে যোগ দেননি তাঁরা। হাসপাতালের প্রশাসনিক দফতরের সামনে তৃণমূলের পতাকা লাগিয়ে ধর্নায় বসেছিলেন ৪৫ জন ইন্টানর্র্ এবং সাড়ে চারশোর বেশি ছাত্রছাত্রী। অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিলেন তাঁরা। |