টুকরো খবর

জাল শংসাপত্র তৈরির চক্রের খোঁজ মিলল আলিপুরদুয়ারে
জাল শংসাপত্র তৈরির একটি চক্রের হদিশ করল আলিপুরদু।য়ার মহকুমা প্রশাসন। দ্বাদশ শ্রেণির এক ছাত্রের ওবিসি শংসাপত্র প্রত্যয়িত করার সময়ে সেটি জাল প্রমাণিত হওয়ায় ঘটনার তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে বুধবার মহকুমাশাসক এবং মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে শামুকতলার টটপাড়া এলাকায় তল্লাশি চালানো হয়। ওই ব্যক্তির পলাতক। তবে ওই ব্যক্তির ঘর থেকে পুলিশ ভোটার তালিকাসহ বেশ কিছু কাগজপত্র আটক করেছে। আলিপুরদুয়ারের মহকুমাশাসক অমলকান্তি রায় বলেন, “দ্বাদশ শ্রেণির ছাত্রের কাছ থেকে যে জাল শংসাপত্র আটক করা হয়েছে সেটিতে সরকারি সিলমোহর থাকলেও সিরিয়াল নম্বর-সহ বেশ কয়েকটি যায়গায় অমিল রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে শামুকতলায় থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তির এলাকার বিডিও ও পঞ্চায়েত অফিসে যাতায়াত ছিল বলে খবর মিলেছে। জাল শংসাপত্র কোথা ছাপা হয়েছে তার খোঁজ চলছে। এই ঘটনায় কোনও সরকারি কর্মীর যোগাযোগের প্রমাণ মিললে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।” মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির ওই ছাত্রের নাম দীপঙ্কর দেবনাথ। তিনি এলাকার মজিদখানা হাই স্কুলের ছাত্র। ওই ছাত্রকে জেরা করেত জানা গিয়েছে, টটপাড়া এলাকার ইন্দ্রজিৎ রায় নামে এক ব্যাক্তি সেটি দীপঙ্করের কাছে ১৮০০ টাকার বিনিময়ে বিক্রি করে। দীপঙ্কর দেবনাথ মহকুমাশাসককে জানান, ওবিসি শংসাপত্রের জন্য বহুবার তিনি আলিপুরদুয়ার-২ নম্বর ব্লকের যশোডাঙ্গা বিডিও অফিসে গিয়েছিলেন। সেখানে তাঁকে নানা অজুহাতে হয়রান করা হয়। পরে তিনি জানতে পারেন টটপাড়া এলাকায় ইন্দ্রজিৎ রায়ের কাছ থেকে টাকা দিয়ে দ্রুত ওবিসি শংসাপত্র মিলবে। ওই ছাত্র বলেন, “এক সপ্তাহ আগে আমি ওবিসি শংসাপত্রের জন্য জরুরি কাগজ-সহ ইন্দ্রজি রায়কে ১৮০০ টাকা দিই। একদিন পরেই বাদে ওই ব্যক্তি আমায় শংসাপত্র বার করে দেন। বুধবার মহকুমাশাসকের দফতরে গিয়ে জানতে পারি শংসাপত্রটি জাল।”

কলেজ বন্ধ ফালাকাটায়
শিক্ষক নিয়োগ এবং ল্যাবরেটরি চালু করার দাবিতে টানা তিন দিন ধরে ফালাকাটা পলিটেকনিক কলেজ বন্ধ করে রেখেছে এসএফআই। গত মঙ্গলবার থেকে ওই আন্দোলনে নেমেছেন এসএফআই কর্মীরা। প্রথমদিন শিক্ষক ও ছাত্রদের কলেজে ঢুকতে বাধা দেওয়া হলেও ভর্তির প্রক্রিয়া চালু ছিল। বৃহস্পতিবার সেই প্রক্রিয়াও বন্ধ করে দেন তাঁরা। এসএফআইয়ের অভিযোগ, সিভিল বিভাগে শিক্ষক না-থাকায় সমস্যায় পড়ছেন পড়ুয়ারা। ২০০৩ সালে ফালাকাটায় পলিটেকনিক কলেজ চালু হলেও ল্যাবরেটরি তৈরি হয়নি। ল্যাবরেটরির ক্লাস করতে ছাত্রছাত্রীদের জলপাইগুড়ি পলিটেকনিকে যেতে হচ্ছে। বহু বার এই সমস্ত সমস্যা নিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কোনও লাভ হয়নি বলে তাঁদের অভিযোগ। ওই ছাত্র সংগঠনের কলেজ ইউনিট সম্পাদক সায়ন চক্রবর্তী বলেন, “দাবি পূরণ না-হওয়া পর্যন্ত কলেজে ধর্মঘট চলবে।” কলেজের অধ্যক্ষ সত্যব্রত বসু বলেন, “কলেজে ল্যাবরেটরি রয়েছে। সিভিলে দ্রুত শিক্ষক নিয়োগ হবে বলে সরকারি নির্দেশ এসেছে। আন্দোলনকারীদের ধর্মঘট তুলে নেওয়ার জন্য বোঝানো হচ্ছে।”

স্কুলে দুর্নীতি, শুরু হল তদন্ত
ভবন নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ অর্থ ও মিড ডে মিলে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হল রাজগঞ্জ পশ্চিম মণ্ডল শাখার অধীন সন্ন্যাসীকাটা অঞ্চলের আকালুগছ প্রাথমিক স্কুলে। রাজগঞ্জ পশ্চিম মণ্ডল শাখার স্কুল পরিদর্শক রাজীব চক্রবর্তী বলেন, “জেলা শিক্ষা দফতরের নির্দেশেই তদন্ত হচ্ছে।” জেলা স্কুল দফতর সূত্রে খবর, স্কুলের নতুন ভবনের জন্য বিধানসভা ভোটের আগে ১ লক্ষ ৭০ হাজার বরাদ্দ হয়। গ্রামশিক্ষা কমিটির সভা ডেকে তার হিসেবপত্র দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। স্কুল সংস্কার ও আসবাবপত্র কেনার জন্য সাড়ে ১১ হাজার টাকা বরাদ্দ করা হলেও তারও কোনও হিসেব। শিক্ষণ উপকরণের জন্য ৩৫ হাজার টাকা বরাদ্দ হলেও নিয়ম অনুযায়ী স্কুলের প্রত্যেক শিক্ষকের মধ্যে ৫০০ টাকা করে ভাগ করে দিতে হয়। অভিযোগ, ওই টাকাও শিক্ষকদের দেওয়া হয়নি। নেই মিড ডে মিলের খরচের হিসেব। স্কুলের টিচার্স ইনচার্জ কলিন্দ্রনাথ রায় দাবি করেছেন, “যেখানে হিসেব দেওয়ার দরকার সেখানে হিসেব দিয়ে দেওয়া হয়েছে। এলাকার একশ্রেণির স্বার্থান্বেষী কিছু ব্যক্তি উদ্দেশ্যমূলক ওই অভিযোগ করে বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত আছি।” গ্রামশিক্ষা কমিটির সভাপতি মহম্মদ সিদ্দিক বলেন, “টিচার্স ইনচার্জের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে। তিনি সভা ডেকে হিসেব দেবেন বলেও জানিয়েছেন।”

আত্মহত্যার চেষ্টা বধূর
বচসার জেরে নিজের পাঁচ বছরের মেয়ে ও নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক বধূ। গুরুতর জখম মা ও মেয়েকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে মেয়েটির মৃত্যু হয়। ওই বধূর চিকিৎসা চলছে। বুধবার দুপুরে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের চুনাভাটিতে ঘটনাটি ঘটে। মৃত শিশুর নাম রুকসানা খাতুন। বধূর নাম মরিয়ম নেছা। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে। তবে অন্য কোনও অভিযোগ দায়ের করেনি। পঞ্চায়েত সূত্রের খবরে জানা গিয়েছে, ওই বধূর বাপের বাড়ি বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের দেবারুভিটা গ্রামে। বছর ছ’য়েক আগে স্থানীয় চুনাভাটি গ্রামের যুবক সাবজাহান আলির সঙ্গে মরিয়ম নেছার বিয়ে হয়। এ দিন দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে বচসা হয়। বচসার পরে স্বামী সাবজাহানবাবু বাড়ি থেকে কাজে বার হয়ে যাওয়ার পরে মরিয়াম নেছা ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়ে গায়ে আগুন দেয়। চিৎকার শুনে প্রতিবেশিরা গিয়ে ঘরের দরজা ভেঙে তাদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানেই রাত ৮ টা নাগাদ মেয়েটির মৃত্যু হয়।

একশো দিনের কর্মীদের ধর্মঘট
একশো দিনের কাজের সঙ্গে যুক্ত জলপাইগুড়ি জেলার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা তাদের বেতনে সামঞ্জস্য আনা, ঘনঘন বদলির প্রথা বন্ধের দাবিতে বুধবার জেলা জুড়ে কর্মবিরতি পালন করেন। এ দিন জেলা পরিষদে জাতীয় কর্মসংস্থান প্রকল্পের দফতরে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেন। এনআরইজিএ চুক্তিভিত্তিক কর্মী সমিতির অভিযোগ, জেলার এক আধিকারিকের নির্দেশে কর্মীদের ঘন ঘন বদলি করা শুরু হয়েছে। জেলার স্থায়ী পদে অস্থায়ী কর্মীদের এনে কাজ করানো হচ্ছে। একই রকম ভাবে অস্থায়ী কর্মী পদে স্থায়ী কর্মীদের কাজ করতে বাধ্য করা হচ্ছে। এর ফলে জেলায় একশো দিনের কাজে পরিচালনার ক্ষেত্রে প্রভাব পড়ছে বলে অভিয়োগ করা হয়। পাশাপাশি অস্থায়ী কর্মীদের যথাযথ ভাবে বেতন বিন্যাস করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে। সংগঠনের পক্ষে প্রদীপ কুমার গুহ বলেন, “স্বৈরাচারী ঢঙে জেলার কাজকর্ম পরিচালিত হচ্ছে। আমাদের বিস্তারিত দাবি দাওয়া প্রশাসনকে জানিয়েছি। অনান্য সরকারি কর্মীদের সংগঠনের তরফেও আমাদের সমর্থন জানানো হয়েছে।”

বাইশে শ্রাবণ পালনের প্রস্তুতি
বর্ণাঢ্য প্রভাত ফেরি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং পুরসভা। ৭ অগস্ট শিলিগুড়িতে প্রভাতফেরি হবে। ৮ অগস্ট মংপুতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতমদেব বলেন, “মংপুর রবীন্দ্রভবনের উপর গাছ ভেঙে পড়ে চালের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। কয়েক মাস ধরে তা ওই ভাবেই প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হচ্ছে। গায়ক শান্তনু রায় চৌধুরী-সহ অন্যান্য শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পাহাড়ের শিল্পীরাও অংশ নেবেন।” গৌতমবাবু ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রতিমন্ত্রী সুনীল তিরকি, পাহাড়ের ৩ বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী, রোহিত শর্মা, ত্রিলোক দেওয়ান, শিলিগুড়ির বিধায়ক তথা এসজেডিএ’র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য, মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিধায়ক শঙ্কর মালাকার-সহ অনেকেরই। রবীন্দ্রনাথের স্নেহধন্য কালিম্পংয়ের বাসিন্দা প্রবীণ কে বি ইয়ঞ্জন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।

নেতাকে স্মরণ
সংগঠনের সুশীল কুণ্ডুর প্রথম মৃত্যুবার্ষিকীতে দুঃস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য দেবে এবিটিএ-র দার্জিলিং জেলা কমিটি। আগামী ৩০ জুলাই ফাঁসিদেওয়া হাইস্কুলে প্রয়াত নেতার স্মরণে রক্তদান, স্মারক বক্তৃতার আয়োজনও করা হয়েছে। গত বছর ৩০ জুলাই মারা যান সুশীলবাবু। এবিটিএ-র জেলা সম্পাদক তমাল চন্দ বলেন, “দার্জিলিং জেলা জুড়ে শিক্ষার প্রসারে সুশীলবাবু অসামান্য ভুমিকা পালন করেছিলেন। সে কথা মাথায় রেখেই এই অনুষ্ঠান।” অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল তুলে দেওয়ার প্রস্তাব-সহ নতুন সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনাও করেন তিনি। সংগঠনের নেতা বিশ্বনাথ দত্ত বলেন, “নয়া সরকারের পেনশন নীতির বিরোধিতা করে ১ অগস্ট থেকে আন্দোলনে নামা হবে।”

দোকানে হামলা
দোকানে হামলার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার নিউ জলপাইগুড়ি ফাঁড়ির ফুলবাড়ির ক্যানাল মোড় এলাকা থেকে পুলিশ তাদের ধরে। পুলিশ জানায়, ধৃতদের নাম বিপ্লব দাস ও নূরবক্তার হোসেন। এই ঘটনায় জড়িত অভিযুক্তদের দু’জন পলাতক। মঙ্গলবার রাতে তারা এলাকায় একটি পান দোকানে চড়াও হয়ে ভাঙচুরের চেষ্টা, দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা ও এক মহিলাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ধৃতদের পরিবারের তরফে অবশ্য দাবি করা হয়েছে, ওই পান দোকানো মদ বিক্রি করা হয়। ওই দিন রাতে স্থানীয় দুই যুবক ওই দোকান থেকে মদ খেয়ে মাতলামি করছিল। পুলিশে মিথ্যে অভিযোগ করা হয়েছে।

মাটিগাড়ায় নতুন ফাঁড়ি
এক দিকে উত্তরায়ণ উপনগরী ও শপিং মল। পাশেই পরিবহণ নগর। রয়েছে বহু সরকারি-বেসরকারি দফতর, নার্সিংহোম, তথ্য প্রযুক্তি পার্ক। সামনেই ৩১ নম্বর জাতীয় সড়ক। এখানেই হতে চলেছে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের সচিবালয়। এই পরিস্থিতিতে কাল, শনিবার মাটিগাড়ার উত্তরায়ণ উপগনগরী এলাকায় চালু হচ্ছে দার্জিলিং জেলা পুলিশের নতুন ফাঁড়ি। আপাতত একযোগে মাটিগাড়া থানা এবং বাগডোগরা ট্রাফিক গার্ডের আওতায় কাজ করবে এই ফাঁড়ি। পুলিশ সুপার দেবেন্দ্র প্রকাশ সিংহ বলেন, “সব দিক মাথায় রেখে আমরা ওই ফাঁড়ি চালুর সিদ্ধান্ত নিয়েছি। ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি আইন শৃঙ্খলার দেখভাল করবে ফাঁড়িটি। প্রয়োজনে সেটিকে থানায় পরিণত করার বিষয়টি আমাদের মাথায় রয়েছে।”

অবরোধে এসএফআই
পোস্ট অফিস মোড়ে প্রায় একঘন্টা পথ অবরোধ করল এসএফআই। বুধবার দুপুরে শহরের অন্যতম ব্যস্ত এই এলাকায় অবরোধের জেরে যানজট তৈরি হয়। সংগঠনের দাবি, রাজ্য সরকার প্রতিটি কলেজে ১০ শতাংশ আসন বৃদ্ধির কথা ঘোষণা করলেও বাস্তবে তা হয়নি। জলপাইগুড়ি শহর-সহ জেলার সর্বত্রই উচ্চমাধ্যমিক উত্তীর্ণ বহু ছাত্রছাত্রী কলেজে ভর্তি হতে পারছেন না। এসএফআইয়ের জেলা সম্পাদক প্রদীপ দে বলেন, “ভর্তি সমস্যা নিয়ে জেলার নানা কলেজের অধ্যক্ষ, মহকুমাশাসক, এমনকী জেলাশাসককেও স্মারকলিপি দিয়েছি। সমস্যা মেটেনি।”

শিক্ষক নেই, সঙ্কট
শিক্ষকের অভাবে স্কুল বন্ধের উপক্রম দেখা দিয়েছে। শিলিগুড়ি জেলা স্কুল দফতরের অধীন ফাঁসিদেওয়ার বন্দরবাজার হাটখোলা প্রাথমিক বালিকা বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক। তিনি ৩০ জুলাই অবসর নেবেন। নতুন শিক্ষক নিয়োগ না হলে স্কুল চালানো কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা অভিভাবকদের। শিলিগুড়ি জেলা শিক্ষা (প্রাথমিক) দফতরের স্কুল পরিদর্শক আবদুস সালাম বলেন, “ওই স্কুলে শিক্ষক নিয়োগের চেষ্টা চলছে।” গ্রামশিক্ষা কমিটির সভাপতি জলি রায় জানান, স্কুলটিতে এতদিন ৩ জন শিক্ষক ছিলেন। মাসখানেক আগে অজয় গোস্বামী নামে এক শিক্ষকের মৃত্যু হয়। ফ্রেব্রুয়ারিতে শিক্ষিকা ভবানী দেবী অবসর নেন।”

তড়িদাহত হয়ে জখম
হাইটেনশন তারে তড়িদাহত হয়ে তিন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার সকালে আমবাড়ি ফাঁড়ির বলরামের হরসিংজমাদারগছে দুর্ঘটনাটি ঘটে। জখমদের প্রথমে উত্তরবঙ্গ মেডিক্যাল ও পরে শিলিগুড়ির এক নার্সিংহোমে ভর্তি করানো হয়। দু’জনের অবস্থা সঙ্কটজনক। স্থানীয় চালকলে লোহার রড সোজা করতে গিয়ে হাইটেনশন তারে লেগে তিন জন তড়িদাহত হন।

স্কুলে চালু মিড ডে মিল
বুধবার থেকে ঘোঘোমালি উচ্চ মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু করা হল। এ দিন পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য এই প্রকল্পের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী গৌতম দেব। ছিলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা। ঘোঘোমালি গার্লস জুনিয়র হাইস্কুলে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রেরও এ দিন উদ্বোধন করা হয়। প্রসঙ্গত, মঙ্গলবার বিন্নাগুড়ি অঞ্চলের খোলাচাঁদ-ফাঁপরি নেপালি প্রাথমিক স্কুলে কম্পিউটার বিভাগ চালু হয়েছে বলে রাজগঞ্জ পশ্চিম মণ্ডল শাখার রাজীব চক্রবর্তী জানিয়েছেন।

ডাকাতিতে আটক ৩
তালমায় ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন জনকে আটক করেছে। সোমবার রাতে ১০-১৫ জনের একটি দুষ্কৃতী দল এক ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়ে লুঠপাট করে পালায়। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি নিরঞ্জন সরকার জানান, ওই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Previous Story Uttarbanga Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.