টুকরো খবর
বিড়ি নিয়ে বৈঠক ১০ অগস্ট
বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে মালিক ও শ্রমিক সংগঠনগুলির মধ্যে বৃহস্পতিবারের দ্বিপাক্ষিক বৈঠক কার্যত ভেস্তে গেল। জঙ্গিপুরের মহকুমাশাসকের উপস্থিতিতে তাঁরই দফতরে বেলা ১১টা থেকে টানা ৬ ঘণ্টা ধরে বৈঠক করেও মজুরি বৃদ্ধি নিয়ে ঐকমত্য হয়নি শ্রমিক ও মালিক কোনও পক্ষেরই। ১০ অগস্ট আবার সভা ডেকেছেন মহকুমাশাসক। জঙ্গিপুরের মহকুমাশাসক এনাউর রহমান বলেন, “শ্রমিক সংগঠনগুলির ন্যূনতম সরকারি মজুরির দাবি জানান। কিন্তু বিড়ি মালিকেরা মজুরি ১০ টাকা বাড়িয়ে হাজার প্রতি বিড়ি বাঁধাইয়ের মজুরি ৬৫ টাকা করার প্রস্তাব দেন। দীর্ঘ আলোচনার পরে ঠিক হয়েছে ১০ অগস্ট আবার বৈঠকে বসবেন তাঁরা।” রাজ্যে ২০ লক্ষ বিড়ি শ্রমিকের মধ্যে জঙ্গিপুরে আছে প্রায় ৬ লক্ষ শ্রমিক। এখন এক হাজার বিড়ি বাঁধাইয়ের মজুরি ৫৫ টাকা। সিটুর জেলা সভাপতি আবুল হাসনাৎ বলেন, “দ্রব্যমূল্য যে হারে বেড়েছে, তাতে বিড়ি শ্রমিকদের মজুরি খুব কম। কিন্তু মালিক পক্ষ ১০ টাকার বেশি মজুরি বাড়াতে রাজি নন। তাই এ দিনের আলোচনা ভেস্তে যায়।” আইএনটিইউসি’র রাজ্য কমিটির সদস্য বাদশার আলি বলেন, “বিড়ি শিল্প এখন যথেষ্ট লাভজনক অবস্থায় রয়েছে। সে ক্ষেত্রে বিড়ি শ্রমিকদের মজুরি বাড়িয়ে অন্তত ১৪২ টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক সংগঠনগুলি। কিন্তু উপস্থিত মালিক সংগঠনের নেতারা সে কথা মানতে রাজি হননি। এই নিয়ে আলোচনার জন্য তাঁরা সময় চেয়েছেন। সেই কারণেই ১০ অগস্ট পরবর্তী বৈঠক ডেকেছেন মহকুমাশাসক।” বিড়ি মালিক সংগঠনের পক্ষ থেকে খলিলুর রহমান বলেন, “শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রস্তাব মানতে আপত্তি নেই। বিড়ি শিল্পে নানা বিধি নিষেধ রয়েছে। তাই বৈঠকে মজুরি ৫৫ টাকা থেকে ৬৫ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। আবার বৈঠক ডাকা হয়েছে।”

পায়েলদের জামিনের আর্জি ফের খারিজ
ফের জামিনের আবেদন খারিজ হয়ে গেল পায়েল সাহা এবং তাঁর বাবা গোপাল সাহার। নবদ্বীপের পোড়া মা তলায় পায়েলের শাশুড়ি, স্বামী ও দেওরের এক সঙ্গে অস্বাভাবিক মৃত্যু হয় গত ৩০ জুন। ওই তিন জনের কাছ থেকেই যে তিনটি ‘সুইসাইড নোট’ পাওয়া যায়, তাতে পায়েলের বিরুদ্ধে ‘মানসিক অত্যাচার’ করার অভিযোগ রয়েছে। তারপরেই দুই সন্তানের মা পায়েলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় পায়েলের বাবা গোপাল সাহাকেও। গোপালবাবু এখন ওড়িশার বাসিন্দা। পায়েল নবদ্বীপের ব্যবসায়ী পবিত্ররঞ্জন সাহার পুত্রবধূ। তাঁর স্ত্রী ও দুই পুত্রের অস্বাভাবিক মৃত্যুর পরে পবিত্ররঞ্জনবাবু অবশ্য পুলিশের কাছে কোনও অভিযোগ করেননি। পুলিশ অবশ্য পায়েল ও তাঁর বাবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১২০বি এবং ৩৪ নম্বর ধারায় মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকেই পায়েল ও তাঁর বাবা জেল হেফাজতে রয়েছেন। গত ১ জুলাই প্রথম তাঁদের নবদ্বীপের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। সেই দিন জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক অরিজিৎ মুখোপাধ্যায়। এরপরে গত ৮ জুলাই কৃষ্ণনগর জেলাজজের আদালতেও জামিনের আবেদন খারিজ হয়ে যায়। নবদ্বীপ আদালতে ১৪ জুলাই মামলার শুনানি হতে পারেনি। তারপর ২৭ জুলাই বুধবার নবদ্বীপ আদালতেও জামিনের আবেদন খারিজ হয়ে গেল। ৯ অগস্ট আবার নবদ্বীপ আদালতে মামলা উঠবে।

আজ থেকে ক্লাস শুরু ধুলিয়ানে
অবশেষে ছাত্রদের অবরোধ উঠল ধুলিয়ান কলেজে। সমস্ত ছাত্রকে ভর্তির দাবিতে গত ১৮ জুলাই থেকে ওই কলেজে ছাত্রছাত্রীদের ক্লাস বন্ধ করে দেয় কয়েকটি ছাত্র সংগঠন। তাদের সঙ্গে গত কয়েকদিন ধরে দফায় দফায় কলেজ কর্তৃপক্ষের বৈঠকের পর ক্লাস শুরুর কথা ঘোষণা করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিত পান্ডে জানান, ধুলিয়ান কলেজে প্রথম বর্ষে এ পর্যন্ত ৫১৯ জন ছাত্রছাত্রীকে ভর্তি করা হয়েছে। আরও ৪০০ ছাত্রছাত্রীর ভর্তির আবেদন জমা রয়েছে। দাবি মেনে তাদের ভর্তি করা যায়নি। কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত নির্দেশ বৃহস্পতিবার হাতে এসেছে। তাতে ওই বিশ্ববিদ্যালয়ের অধীনে সমস্ত কলেজকে নির্দেশ দেওয়া হয়েছে, ‘পাস কোর্সে’ যতজন আবেদনকারী ভর্তির জন্য ইতিমধ্যেই আবেদনপত্র জমা দিয়েছেন তাদের সকলকে ৮ অগস্ট ভর্তি নিতে হবে। স্বভাবতই ধুলিয়ান কলেজেও আবেদনকারী সমস্ত ছাত্রছাত্রীকে ৮ অগস্ট ভর্তির নোটিস দেওয়া হয়েছে। অমিতবাবু বলেন, “ভর্তি নিয়ে জটিলতা কেটে যাওয়ায় শনিবার থেকে কলেজে স্বাভাবিক ভাবে ক্লাস হবে। ওই দিনই বাংলা ও ইংরেজি সাম্মানিক বিভাগে বাড়তি ১০ শতাংশ ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া হবে।”

দুর্ঘটনায় মৃত যুবক
রাস্তা পার হওয়ার সময়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম ডালিম শেখ (২৫)। বাড়ি মুর্শিদাবাদের জঙ্গিপুর থানার বহুতাল গ্রামে। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বীরভূূমের রামপুরহাট থানার বড়পাহাড়ি পাথর শিল্পাঞ্চল এলাকায়। ডালিম শেখ ওই পাথর শিল্পাঞ্চলে কাজ করেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এ দিন কাজ করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় ওই দুর্ঘটনা ঘটে।

কীটনাশকে মৃত্যু
কীটনাশকে মৃত্যু হয়েছে এক মহিলার। নাম বাবলি দাস (৪৫)। বাড়ি সাগরদিঘির পোপাড়া গ্রামে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, মাস দুয়েক আগে মৃত্যু হয়েছে বাবলিদেবীর স্বামীর। তারপর থেকে হতাশায় ভুগছিলেন তিনি। বুধবার রাতে তিনি কীটনাশক খেয়েছিলেন। ওই রাতেই গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে সাগরদিঘি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।

অস্বাভাবিক মৃত্যু
রঘুনাথগঞ্জের তালাই গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক তরুণীর। নাম দিপালি মণ্ডল (২৫)। বুধবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার কিছুক্ষণ পরেই অবশ্য মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন তিনি।

ছাদ থেকে পড়ে মৃত
বাড়ির ছাদে উঠে কাঁঠাল গাছের পাতা পাড়ছিলেন হরেন্দ্রনাথ হালদার (৬৮)। তখনই পা হড়কে নীচে পড়ে যান রঘুনাথগঞ্জের আমবাগান কলোনির ওই বৃদ্ধ।

দুর্ঘটনায় মৃত্যু
লরি ও অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম সৌমেন মাঝি (৩২)। বাড়ি বর্ধমানের কেতুগ্রামে। রেজিনগরের ছেতিয়ানির কাছে ওই দুর্ঘটনায় জখম হয়েছেন এক রিকশা চালক। তিনি বেলডাঙা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। বৃহস্পতিবার সকালে লরিটি বেলডাঙার দিকে যাচ্ছিল। অ্যাম্বুল্যান্সে ধাক্কা দিলে মৃত্যু হয় চালকের।
Previous Story Murshidabad Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.