|
|
|
|
ফের সমন্বয় কমিটি গড়ায় জোর মানসের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপি-টিএমসিপি সংঘর্ষ নিয়ে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই উদ্বিগ্ন কংগ্রেস নেতা তথা সেচমন্ত্রী মানস ভুঁইয়াও। বুধবার মেদিনীপুরে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষের জেরে জোট-সম্পর্কে জটিলতা বাড়ার আশঙ্কার মধ্যে বৃহস্পতিবার মেদিনীপুরে আসেন মানসবাবু। পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এই ধরনের ঘটনা অনভিপ্রেত ও অবাঞ্ছিত। জোট সরকার গঠনের পরেই মুখ্যমন্ত্রী আন্তরিক ভাবেই জানিয়েছিলেন, শান্তি প্রতিষ্ঠা করতে হবে, উন্নয়ন করতে হবে, আর অত্যাচারী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। তা সত্ত্বেও ছেলেরা কোথাও কোথাও বিতর্কে জড়িয়ে পড়ছে, গুঁতোগুঁতি করছে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে, এই ধরনের সংঘর্ষ যাতে আর এক ইঞ্চিও না এগোতে পারে তা সবাইকেই দেখতে হবে।” সেই সঙ্গেই তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, “গতকালের ঘটনাটি আমরা কেউ হালকা করে দেখছি না। প্রদেশ কংগ্রেসকে পুরো ঘটনার কথা জানাব। মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানাব। আশা, করি আলোচনার মাধ্যমে সমস্যা মিটবে।” |
|
সাংবাদিক বৈঠকে সেচমন্ত্রী। নিজস্ব চিত্র। |
সমস্যা এড়াতে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি স্বপন দুবে আগেই তৃণমূলের জেলা সভাপতির কাছে সমন্বয় কমিটি গড়ার প্রস্তাব দিয়েছিলেন। যদিও দু’বার এই প্রস্তাব দেওয়ার পরেও কোনও ইতিবাচক সাড়া মেলেনি বলেই দাবি জেলা কংগ্রেসের। এ দিনও মানসবাবু বলেন, “দু’বার তৃণমূলকে চিঠি দিয়ে সমন্বয় কমিটি গড়ার কথা জানানো হয়েছে। কিন্তু সাড়া মেলেনি।” তা সত্ত্বেও ফের এক বার সমন্বয় কমিটি গড়ার উপরেই জোর দিয়েছেন তিনি। তৃণমূলের সঙ্গে জোট করে সরকার চালানোর পাশাপাশি কংগ্রেস স্বতন্ত্র ভাবে রাজ্য ও জেলা জুড়ে একগুচ্ছ কর্মসূচি নিচ্ছে বলেও এ দিন ঘোষণা করেন তিনি। মানসবাবু বলেন, “গ্রামে গ্রামে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কাজ কেমন চলছে, দলের রাজনৈতিক বক্তব্য কী, সে কথা বলতে প্রতিটি এলাকায় যাবেন কংগ্রেস কর্মীরা।” আশু কর্মসূচির মধ্যে জন্মের সার্ধশতবর্ষে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে ১০ অগস্ট কবি-প্রণাম অনুষ্ঠান, ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, ২৫ অগস্ট প্রতি ব্লকের গুরুত্বপূর্ণ চারটি জায়গায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচির কথা জানিয়ে প্রচার, ৯ অগস্ট ‘ভারতছাড়ো’ দিবসে কলকাতায় পদযাত্রা, ২০ অগস্ট রাজীব গাঁধীর জন্মদিনে পদযাত্রা ও সাংসকৃতিক অনুষ্ঠান করা হবে বলে জানান মানস। |
|
|
|
|
|