টুকরো খবর

বেড়েছে বাঘের সংখ্যা, জানাল পরিবেশ মন্ত্রক
গত পাঁচ বছরে দেশে বাঘের সংখ্যা বেড়েছে বলে আজ জানাল কেন্দ্রীয় পরিবেশ ও অরণ্য মন্ত্রক। বৃদ্ধির হারও বেশ আশাপ্রদ, কুড়ি শতাংশ। ২০০৬ সালের গণনা অনুসারে ভারতে ছিল ১৪১১টি বাঘ। পরিবেশ দফতরের আজকের রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১১-এর সর্বশেষ গণনায় সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৭০৬-এ। বাঘের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে উত্তরাখণ্ড, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও কর্নাটকে। তবে বাঘের বাসযোগ্য অরণ্যের পরিমাণ কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে রিপোর্টে। ভারত সরকারের ‘প্রজেক্ট টাইগার’-এর ডিরেক্টর রাজেশ গোপাল আজ জানান, দেশে সংরক্ষিত অরণ্য বা অভয়ারণ্যগুলির এলাকা আগের মতোই থাকলেও, এর আশপাশের অসংরক্ষিত জঙ্গলের পরিমাণ কমেছে উদ্বেগজনক হারে। বিশেষ করে বিভিন্ন জঙ্গলের মধ্যে বণ্যপ্রাণীদের চলাচলের জন্য যে ‘করিডর’ রয়েছে, জনবসতি বেড়ে চলায় তার ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়াও মাওবাদী উপদ্রুত অঞ্চলে বাঘ সংরক্ষণ প্রকল্পগুলি চালাতেও চ্যালেঞ্জের সামনে পড়তে হচ্ছে বলে জানান গোপাল।

আলিপুরদুয়ারে কাঠ উদ্ধার
আলিপুরদুয়ার পুর এলাকা থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দফতর। বৃহস্পতিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা রাজেন্দ্র জাখর জানান, আলিপুরদুয়ার শহরের ৬ নম্বর ওয়ার্ডে সারা দিন অভিযান চালিয়ে কিশোর সঙ্ঘ গলির কাছে দু-তিনটে বাড়ি থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার সেগুন ও শাল কাঠ উদ্ধার করা হয়। এত বিপুল পরিমাণ চোরাই কাঠ এলাকা থেকে উদ্ধার হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্তরা পলাতক।

সাপের ছোবলে মৃত্যু
সর্পদষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে খানাকুলের সেকেন্দারপুরে। পুলিশ জানায়, ভারতী ভুঁইঞা (৫৫) নামে ওই মহিলা ঘুমিয়েছিলেন। সে সময়ে সাপে ছোবল মারে। পুলিশ দেহ ময়না-তদন্তে পাঠিয়েছে।

চিতার হানায় জখম
চিতাবাঘের হামলায় জখম হলেন এক মহিলা চা শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগানে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা রেঞ্জের অফিসার শংকর চট্টোপাধ্যায় জানান, এদিন দুপর সাড়ে তিনটে নাগাদ চুয়াপাড়া চা বাগানের ১৩ নম্বর সেকশনে নমিতা ওরাঁও চা পাতা তুলতে গিয়ে চিতাবাঘের আক্রমনে যখম হন। তার মুখে আঘাত লাগে। তাঁকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গন্ডারের মৃত্যু
বন্যার জলে ডুবে মারা গেল একটি গন্ডার। বন দফতর সূত্রে খবর, গত কাল সন্ধ্যায় কাজিরাঙার ভরাশিঙরিতে গ্রামবাসীরা জলে ভেসে আসা একটি গন্ডারের মৃতদেহ উদ্ধার করে। তার খড়্গটি কেটে নেওয়া হয়। পরে খবর পেয়ে ঢেকিয়াজুলি থেকে বনবিভাগের কর্মীরা গ্রামে হাজির হয়ে গন্ডারটির দেহ ও খড়্গটি উদ্ধার করে।
Previous Story Jibjagat First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.