টুকরো খবর

জলে ডুবে মৃত যুবক
নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। পরে তাঁর দেহ উদ্ধার হয়েছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে আরামবাগের বাসুদেবপুর-সংলগ্ন দ্বারকেশ্বর নদীতে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, জলপাইগুড়ির কামাক্ষাগলির আদি বাসিন্দা ভিকি কর (১৮) পড়াশোনার জন্য থাকতেন কলকাতায়। বাসুদেবপুরে একটি শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে গত সোমবার এসেছিলেন তিনি। বুধবার বন্ধুদের সঙ্গে স্নানে নেমে বালি খাদের গর্তে পড়ে যান। স্থানীয় বাসিন্দারাই খোঁজাখুঁজির পরে দেহ উদ্ধার করেন। বৃহস্পতিবার জলপাইগুড়ি থেকে তাঁর বাড়ির লোকজন আসেন আরামবাগে। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশকে ওই যুবকের বন্ধু অরিত্র তিওয়ারি, অভিজিৎ দে, সুমিত ঘোষেরা জানিয়েছেন, চার জন নেমেছিলেন জলে। হাঁটু জলে দাঁড়িয়েই স্নান সারছিলেন সকলে। হঠাৎ তলিয়ে যেতে থাকেন ভিকি। সকলে ভেবেছিলেন মজা করছেন তিনি। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই আর দেখা যাচ্ছিল না ভিকিকে। বন্ধুরা ভয় পেয়ে যান। পরে বুঝতে পারেন, নদীগর্ভের ওই অংশে বড় খাদ আছে। আশপাশের লোকজনকে ডেকে শুরু হয় খোঁজাখুঁজি। ঘণ্টাখানেক পরে ভিকির দেহ মেলে। অরিত্রর বাড়ি বাসুদেবপুরে। তাঁর এক বন্ধুর বাড়ির অনুষ্ঠানেই এসেছিলেন সকলে। বন্ধুরা সকলে ‘গ্রাম ঘুরতে’ বেরিয়েছিলেন।

বাগনানে আলু রফতানি কেন্দ্র
হাওড়ার বাগনানে একটি আলু রফতানি কেন্দ্র গড়তে চায় রাজ্য সরকার। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন মিলেছে। তিনি কৃষি বিপণন দফতরকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন। ওই এলাকায় কৃষি বিপণন দফতরের সাত একর জমি আছে। সেখানেই আলু রফতানি কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানান রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। কৃষি বিপণন মন্ত্রী জানান, রাজ্যে প্রতি বছর ৯০ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়। ফি-বছর ২০-২৫ লক্ষ মেট্রিক টন আলু বিক্রি হয় না। কৃষিজীবীরা ক্ষতিগ্রস্ত হন। ওই বাড়তি আলু সংরক্ষণ করে তা রফতানির ব্যবস্থা করা হবে। ওই রফতানি কেন্দ্রে ছোট হিমঘরও থাকবে। সব মিলিয়ে খরচ হবে ২০ কোটি টাকা। পুরো টাকাটাই কেন্দ্র দেবে। এর পাশাপাশি নদিয়ার বেথুয়াডহরিতে আম, জাম, লিচু, ভুট্টা ইত্যাদির দু’টি প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলার প্রকল্প রয়েছে। খরচ ধরা হয়েছে ২৫ কোটি টাকা।

ব্যবসায়ীকে গুলি করে খুন
লিলুয়ার চকপাড়ায় বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়েছে। পুলিশ জানায়, ওই ব্যবসায়ীর নাম অপু দে (৩৭)। চকপাড়ার বাসিন্দা অপুবাবুর ইমারতি দ্রব্যের দোকান আছে তাঁর বাড়ির কাছেই। রাতে তিনি দোকানের সামনে দিয়ে মোটরবাইকে চড়ে যাচ্ছিলেন। তিন জন দুষ্কৃতী দু’টি মোটরবাইকে চড়ে এসে তাঁকে লক্ষ করে পাঁচ রাউন্ড গুলি চালায়। ওই ব্যবসায়ীর শরীরে দু’টি গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান। জমির দালালিও করতেন ওই যুবক। আগে লোহার ছাঁট কেনাবেচার ব্যবসাতেও জড়িত ছিলেন। পুরনো শত্রুতার জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

সিপিআই কার্যালয়ে ভাঙচুর, জখম ৪ জন
সিপিআইয়ের একটি লোকাল কমিটির অফিস ভাঙচুর করে চার জনকে মারধর করা হল আরামবাগের হরিণখোলায়। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ ওই হামলা চালানো হয় বলে অভিযোগ। সে সময়ে অবশ্য কার্যালয়টি বন্ধ ছিল বলে দলীয় সূত্রের খবর। প্রহৃতেরা আতঙ্কে হাসপাতালে যেতে পারেননি বলে অভিযোগ। পুলিশ জানায়, এ দিন সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় কিছু লোকজন ওই পার্টি অফিসে হামলা করে। দরজা, জানলা এবং কার্যালয়ের আলমারি ভেঙে তছনছ করে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, কোনও রকম প্ররোচনা ছাড়াই সেখানে ভাঙচুরর চালান হয়। প্রহৃতদের মধ্যে এক জনের আঘাত গুরুতর। ঘটনার খবর পেয়ে পুলিশ হরিণখোলায় যায়। সিপিআইয়ের জেলা সম্পাদক প্রিয়রঞ্জন পাল বলেন, “তৃণমূলের লোকজনই ওই কাণ্ড ঘটিয়েছে বলে আমাদের কাছে খবর। আমি জেলার পুলিশ সুপারকে অভিযোগ জানিয়েছে। আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথাও বলা বলেছে। তৃণমূল দীর্ঘদিন ধরেই আরামবাগ মহকুমা আমাদের কর্মীদের উপর নানা ভাবে চাপ সৃষ্টি করছে বলে পুলিশকে আমরা জানিয়েছি।” তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।

৪ দুষ্কৃতী ধৃত শ্রীরামপুরে
শ্মশান থেকে ফেরার পথে পুলিশের জালে ধরা পড়ল শ্রীরামপুরের দাগি দুষ্কৃতী সন্দীপ নন্দী এবং তার তিন সঙ্গী। বুধবার রাতে শ্রীরামপুরের কালীবাবু শ্মশানের কাছে পুলিশ তাদের ধরে। গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের কাছ থেকে একটি রিভলভার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দীর্ঘ দিন ধরে এদের খুঁজছিল পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দীপের বিরুদ্ধে নানা ধরনের একাধিক অভিযোগ আছে। দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। পুলিশের ভয়ে সে নিজে এলাকা ছাড়া থাকলেও তার শাগরেদদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকার বাসিন্দারা। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই শ্মশানে যায়। দু’টি মোটর বাইক-সহ পাকড়াও করা হয় চার জনকে। নাগাল এড়িয়ে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় বলেও জানানো হয়েছে। জেলা পুলিশের এক কর্তা জানান, সন্দীপের সঙ্গে বাকুলি ও তাদের আরও দুই শাগরেদ ধরা হয়েছে।

শিশু চুরির গুজবে উত্তেজনা চাঁপাডাঙায়
রাস্তায় দাঁড়িয়ে এক শিশুকে কাঁদতে দেখে বাসে চাপিয়ে তাকে বাড়ি নিয়ে যাওয়ার পথে গ্রামবাসীদের রোষের মুখে পড়লেন এক দম্পতি। তাঁদের মারধর করা হয়। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে তারকেশ্বরের চাঁপাডাঙায়। পুলিশ জানায়, তারকেশ্বরের চাউলপট্টি বাজারের কাছে একটি ঝুপড়িতে থাকে ছ’বছরের দেবা কর্মকার। সেই দৃশ্য চোখে পড়ে এক দম্পতির। কান্নার কারণ জানতে চাইলে ওই শিশুটি দম্পতির সঙ্গে যেতে চায় বলে পুলিশ জানায়। ওই দম্পতি শিশুটিকে বাড়ি পৌঁছে দিতে চাইলেও শিশুটি যেতে চায়নি। ওই দম্পতির সঙ্গেই সে যেতে চায়। শিশুটিকে নিয়ে বাসে উঠতে গেলে রটে যায়, তাকে অপহরণের চেষ্টা হচ্ছে। বাস থেকে নামিয়ে অল্পবিস্তর মারধর করা স্বামী-স্ত্রীকে। পুলিশ আসে। সকলকে থানায় আনা হয়। কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানায় পুলিশ। ভুল বোঝাবুঝিতেই সাময়িক উত্তেজনা ছড়ায় বলে তারকেশ্বর থানা সূত্রের খবর। দেবাকে পরে তার বাবা গণেশ কর্মকারের হাতে তুলে দেওয়া হয়।

কারখানায় আগুন
বৃহস্পতিবার সন্ধ্যায় ভদ্রেশ্বরের গর্জি মোড়ের কাছে দিল্লি রোডের ধারে একটি প্লাইউড কারখানায় আগুন লাগে। শ্রীরামপুর, ভদ্রেশ্বর এবং চন্দননগর থেকে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনে। রাত পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, কাজ করার সময়ে শ্রমিকদের অসতর্কতায় আগুন লেগে যায়।
Previous Story South First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.