টুকরো খবর
|
স্কুলে ‘অমানবিক’ শাস্তি কিশোরীকে |
নিজস্ব সংবাদদাতা |
স্কুলের একপাশে দেওয়াল ঘেরা একটি জায়গায় পরপর শৌচাগার। দ্বাদশ শ্রেণির ছাত্রীটি নোংরা শৌচাগারে না ঢুকে বাইরের দিকটি ব্যবহার করেছিল। সেই ‘অপরাধে’ গলায় পোস্টার ঝুলিয়ে সেই ছাত্রীকে দাঁড় করিয়ে রাখা হয় স্কুলের মাঠে। স্কুলের মাইকে জানিয়ে দেওয়া হয় এই কথাও। শুক্রবার এই ঘটনার জেরে তুলকালাম কাণ্ড ঘটে বিরাটির উত্তর দমদম বালিকা বিদ্যাপীঠে। অভিভাবক ও স্থানীয় মানুষেরা বিক্ষোভ ও ভাঙচুর করেন। পরে স্কুলের প্রধান শিক্ষিকাকে আটক করে পরিস্থিতি সামাল দেয় নিমতা থানার পুলিশ। ছাত্রীটি এ দিন বলে, “ভিতরে দুর্গন্ধ আর নোংরা ছিল। তাই আমি সেখানে না ঢুকে ঘেরা জায়গাটা ব্যবহার করি। প্রধান শিক্ষিকা আমাকে ডেকে বকেন। আমি ক্ষমা চেয়ে বলি আর এমন হবে না।” অভিযোগ, তা-ও তিনি পোস্টারে ঘটনাটি লিখে স্কুলের মাঠে ছাত্রীটিকে দাঁড় করিয়ে দেন। মাইকে সব ক্লাসে ওই ছাত্রীর অবস্থা দেখে যেতেও বলেন। ছাত্রীটি বলে, “অনেকে আমাকে দেখে হাসতে থাকে। আমি কেঁদে ফেলি। বাইরের লোকেরও ভিড় জমে যায়।” এ সব দেখে কয়েক জন স্থানীয় মানুষ, অভিভাবক ও স্কুল শিক্ষিকা বিষয়টির প্রতিবাদ করেন। খবর পেয়ে ওই ছাত্রীর অভিভাবকেরাও ছুটে আসেন। কারণ জানতে চাইলে প্রধান শিক্ষিকা মাধবীমঞ্জরী গুহ জানান, যথাযোগ্য শাস্তি দিতেই তিনি এমন করেছেন। এর পরেই জনতা ক্ষোভ দেখাতে শুরু করে। প্রধান শিক্ষিকার টেবিলের কাচ ও কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “মেয়েটি বড় হয়েছে। লজ্জায় সে তখন মুখ লুকিয়ে কাঁদছে। অথচ এত কিছুর পরে প্রধান শিক্ষিকা কিছুতেই বুঝতে চান না যে এটা অন্যায় হয়েছে।” এ দিকে, ততক্ষণে ঘটনাস্থলে ছুটে আসে নিমতা থানার পুলিশ। ওই ছাত্রীর পরিবারের অভিযোগ মতো স্কুলের প্রধান শিক্ষিকাকে আটক করে নিয়ে যায় তারা।
|
বার অ্যাসোসিয়েশনের ভোটে প্রাধান্য কংগ্রেসের |
কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রাধান্য পেল কংগ্রেস। পক্ষান্তরে, রাজ্যে বৃহত্তম শাসক দল তৃণমূলের কার্যত ‘ভরাডুবি’ হল। এই নির্বাচনে কংগ্রেস-তৃণমূলে জোট হয়নি। দুই জোট শরিক পরস্পরের বিরুদ্ধে লড়াই করেছে। অ্যাসোসিয়েশনের সভাপতির পদটি তৃণমূল নিজেদের দখলে রাখতে পারলেও সহ-সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদ দখল করেছে কংগ্রেস। সভাপতি পদে জয়ী হয়েছেন তৃণমূলের জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কংগ্রেস ও তৃণমূলের জোট সরকার থাকলেও বার অ্যাসোসিয়েশনের ভোটে আলাদা আলাদা ভাবেই দুই শরিকের প্রার্থীরা লড়াই করেছিলেন। বৃহস্পতিবার ভোটের ফল ঘোষণা হয়েছে। তাতে ১৫টি আসনের মধ্যে কংগ্রেস ৮টি এবং তৃণমূল ৪টি এবং নির্দল ও অন্য প্রার্থীরা ৩টি আসনে জয়ী হয়েছেন। সংগঠনের এই ‘বিপর্যয়ে’ তাঁরা ‘দুঃখিত’ জানিয়ে তৃণমূলের আইনজীবী সেলের সাধারণ সম্পাদক প্রসূন দত্ত বলেন, “আমাদের এই ভরাডুবির মূলে রয়েছে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি। একই পদে আমাদের একাধিক প্রার্থী দাঁড়িয়েছিলেন। ওঁরা প্রার্থী হওয়ার আগে সংগঠনের সঙ্গে কোনও আলোচনাই করেননি। ফলে ভোট কাটাকাটিতে আমাদের প্রার্থীরা হেরেছেন।” বিষয়টি তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন কি না, জানতে চাইলে প্রসূনবাবু বলেন, “জানতে চাইলে জানাব।” প্রদেশ কংগ্রেসের সম্পাদক ও কলকাতা হাইকোর্টে কংগ্রেসের আইনজীবী সেলের আহ্বায়ক তন্ময় ঘোষের দাবি, “সাংগঠনিক দিক থেকে কংগ্রেস অনেকটাই মজবুত হয়ে ভোটে লড়েছে বলেই আমরা সফল হয়েছি।” তাঁর বক্তব্য, “গত বারও আমরা তৃণমূলের সঙ্গে জোট করে লড়েছিলাম। এ বারও জোট করেই লড়তে চেয়েছিলাম। ওদের সভাপতি পদ ছেড়ে দিয়ে আমরা সম্পাদক, কোষাধ্যক্ষের পদ চেয়েছিলাম। আমাদের দাবি মানা হয়নি বলে জোট হয়নি। আর জোট না-করার মাসুল তৃণমূলকে দিতে হল।”
|
নিরাপত্তা জোরদার হচ্ছে বিধানসভায় |
বিধানসভার নিরাপত্তার স্বার্থে এ বার থেকে বিধায়কদের সঙ্গীদের ভিতরে ঢোকা বন্ধ করতে প্রস্তাব দিল পুলিশ। বিধানসভার কাছে পুলিশ-কর্তাদের অনুরোধ, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে গাড়িতে চালক এবং নিরাপত্তারক্ষী ছাড়া আরও কাউকে নিয়ে বিধায়কেরা যেন বিধানসভা ভবনের ভিতরে না-ঢোকেন। বিধায়কদের ব্যক্তিগত গাড়িও বিধানসভা চত্বরের ভিতরে না-রাখার প্রস্তাব উঠেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিধানসভার স্পিকার। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এখন বিদেশে। বিধানসভায় বৃহস্পতিবার ডেপুটি স্পিকার সোনালি গুহ, মুখ্য সরকারি সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়, বিধানসভার সচিবের সঙ্গে নিরাপত্তা নিয়ে আলোচনায় বসেন যুগ্ম কমিশনার (সদর)-সহ পুলিশ-কর্তারা। বিধানসভায় এখন যে ভাবে বিধায়কদের সঙ্গে এসে বহু ‘বহিরাগত’ লবিতে এবং ভবন চত্বরে ঘুরে বেড়াচ্ছেন, সেই বিষয়টি কথা হয়। বিধানসভার নিরাপত্তার স্বার্থেই ‘বহিরাগত’দের নিয়ে ঢোকার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করার কথা বলেন পুলিশ-কর্তারা। বিধায়কদের গাড়িও এ বার থেকে যাতে তাঁদের বিধানসভায় নামিয়ে বাইরে অন্যত্র পার্কিং লটে চলে যায়, তা নিয়েও কথা হয়। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম নাকি বিদ্যাসাগর সেতুর নীচে কোথাও, ঠিক কোথায় ওই গাড়িগুলির পার্কিং করা হবে, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। পার্কিং লট দূরে হলে বিধানসভার গাড়িও বিধানসভা থেকে বিধায়কদের ওই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারে। বিধায়কদের স্টিকার-লাগানো গাড়িও পরীক্ষা করার জন্য স্ক্যানার বসানোর প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠেছিল। তবে বিধানসভার সচিবালয় মনে করছে, ওই স্ক্যানারের যা খরচ, তা এখনই বহন করা সম্ভবত যাবে না। মুখ্য সরকারি সচেতক শোভনদেববাবু বলেন, “প্রস্তাবগুলি আমরা শুনেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পিকারের আলোচনাসাপেক্ষেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”
|
নন্দনে বইমেলার উদ্বোধনে মমতা |
কলকাতা বইমেলার আগেই আজ, শুক্রবার নন্দন চত্বরে একটি বইমেলার উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের উদ্যোগে আজ থেকে রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ উদ্যাপনের অঙ্গ হিসেবেই এই মেলার আয়োজন করেছে ‘কনসর্টিয়াম ফর বুকস অ্যান্ড কালচার’। বরাবরই কলকাতা বইমেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের কর্তারা কিছু দিন আগে আগামী বইমেলা উদ্বোধনের অনুরোধ জানান মমতাকে। মুখ্যমন্ত্রী তাঁদের জানান, সময় আছে, এ নিয়ে পরে কথা হবে। তার আগেই রাজ্যের ব্যবস্থাপনায় আর একটি প্রকাশক সংগঠন আয়োজিত এই মেলার উদ্বোধন করছেন মমতা। কনসর্টিয়ামের সভাপতি দেবজ্যোতি দত্ত জানান, সার্ধশতবর্ষ উদ্যাপন কমিটির সঙ্গে যৌথ উদ্যোগে মেলা চলবে ৯ অগস্ট পর্যন্ত। কলকাতা বইমেলার মতো পুস্তক বিক্রেতাদের ভিড় থাকছে না এখানে। শান্তিনিকেতনের ‘শ্যামলী’ বাড়িটির আদলে গড়া ৫২টি স্টলে পসরা সাজাবেন শুধু ৩৬টি প্রকাশক সংস্থা। দেবজ্যোতিবাবু বলেন, “মূলত রবীন্দ্ররচনা এবং রবীন্দ্র-বিষয়ক বইয়ের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে অন্যান্য বইও থাকবে।” পাশাপাশি, এ রাজ্য এবং বাংলাদেশ থেকে প্রকাশিত রবীন্দ্র বিষয়ক বইয়ের প্রদর্শনীও হচ্ছে নন্দন চত্বরের রবীন্দ্রমণ্ডপে।
|
কাল চালু নতুন স্মার্ট কার্ড |
অবশেষে নতুন স্মার্ট কার্ড চালু হচ্ছে মেট্রোয়। বৃহস্পতিবার মেট্রোর মুখপাত্র প্রত্যুষ ঘোষ জানান, নতুন স্মার্ট কার্ড দেওয়া শুরু হবে ৩০ জুলাই থেকে। ইতিমধ্যেই মেট্রোর হাতে ৪ লক্ষ কার্ড এসেছে। নতুন গেট, টোকেন ও স্মার্ট কার্ডের নকশা তৈরি করেছে রেলেরই এক সংস্থা ‘সেন্টার ফর রেলওয়ে ইনফর্মেশন সিস্টেম্স’ (ক্রিস)। মেট্রো সূত্রে খবর, কিছু দিনের মধ্যেই পুরনো স্মার্ট কার্ড তুলে নেওয়া হবে। যাঁদের কাছে পুরনো কার্ড রয়েছে, তাঁরা কাউন্টার থেকে কার্ড বদলাতে পারবেন। পুরনো কার্ডে যত টাকা থাকবে, তা হিসেব করে নতুন কার্ডে ভরে দেওয়া হবে। নতুন কার্ড পুরো চালু হলে বন্ধ হয়ে যাবে কাগজের টিকিট। তুলে নেওয়া হবে পুরনো গেট। নিয়মিত যাত্রীরা সকলেই স্মার্ট কার্ড ব্যবহার করুন, চায় মেট্রো। তাতে কাউন্টারের চাপ কমবে। স্মার্ট কার্ডে ভাড়ায় বিপুল ছাড় পাওয়া যাবে বলে জানিয়েছে মেট্রো। মেট্রো-কর্তারা আরও জানান, যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পরে আগামী সপ্তাহেই তৃতীয় এসি রেকটি নামবে। বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টা নাগাদ কালীঘাট স্টেশনে টোকেন জমা না দিয়ে বেরিয়ে যাওয়ার সময়ে কর্মীদের সঙ্গে বচসা হয় এক যাত্রীর। মেট্রো সূত্রে খবর, ওই যাত্রী টোকেন নিয়ে সাধারণ গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। পুলিশ এসে বচসা মেটায়। মেট্রো কর্তৃপক্ষ ওই যাত্রীর নামে অভিযোগ করেননি।
|
পড়ে মৃত্যু যুবকের |
ট্রেন থেকে পড়ে রেললাইনের পোস্টে ধাক্কা লেগে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক যুবকের (২০)। পুলিশ জানায়, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাস তিন নম্বর রেল সেতুর কাছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিয়ালদহগামী একটি ট্রেন থেকে পড়ে যান ওই যুবক। স্থানীয়রাই তাঁকে ব্রিজের উপরে নিয়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয়দের অভিযোগ, সেতুর উপরে দীর্ঘক্ষণ ওই যুবকের দেহ পড়েছিল। আরপিএফ-কে খবর দিলেও দীর্ঘক্ষণ দেখা মেলেনি তাদের।
|
লরি উদ্ধার |
ছিনতাই হওয়া জুতো বোঝাই লরি উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার, মহেশতলা থানা এলাকায়। পুলিশ জানায়, লরিচালককে পিস্তল দেখিয়ে তিলজলা থানার বাসন্তী রোড থেকে ওই লরিটি ছিনতাই করে তিন দুষ্কৃতী। পুলিশের অনুমান, লরিটিকে বজবজ ট্রাঙ্ক রোডে নিয়ে যায় দুষ্কৃতীরা। তীব্র গতিতে যাওয়ার সময়ে লরিটি রাস্তার পাশে গর্তে পড়ে গেলে চম্পট দেয় তিন দুষ্কৃতী। টহলদারি পুলিশ লরিটি উদ্ধার করে। প্রায় লক্ষাধিক টাকার ছিনতাই হওয়া জুতো মিলেছে বলে জানান দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার (শিল্পাঞ্চল) মুরলীধর শর্মা।
|
‘জালিয়াত’ ধৃত |
ক্রেডিট কার্ড হাতিয়ে প্রায় দু’লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার হলেন এক প্রাক্তন শিক্ষিকা। বৃহস্পতিবার, যাদবপুর থেকে। ধৃত প্রিয়াঙ্কা পুগালিয়া আগেও কয়েকটি জালিয়াতিতে ধরা পড়েছিলেন। পুলিশ জানায়, ফেব্রুয়ারিতে মনোহরপুকুর রোডের একটি দোকানে পোশাক দেখার অছিলায় মালিক কবিতা চন্দক ভিওয়ানির ব্যাগ হাতান। তাতে ছিল ক্রেডিট কার্ড। থানায় অভিযোগ করার কিছু দিন পরে কবিতাদেবী জানতে পারেন, তাঁর নামে প্রায় দু’লক্ষ টাকার গয়না কেনা হয়েছে। ওই দোকানের সিসিটিভি দেখে প্রিয়াঙ্কাকে চিনতে পারেন গোয়েন্দারা। বহুদিন বেপাত্তা থাকার পরে বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়।
|
নয়া প্রদর্শশালা |
জয়দেব, চৈতন্যদেব ও রবীন্দ্রনাথকে একসূত্রে বাঁধতে চলেছে বাগবাজারের গৌড়ীয় মিশন। শ্রীচৈতন্যের ৫২৫তম জন্মবর্ষে তাঁর জীবন ও দর্শনের উপর একটি প্রদর্শশালা গড়ে তুলতে উদ্যোগী হয়েছে তারা। জয়দেব, চৈতন্যদেব ও রবীন্দ্রনাথ কী ভাবে বৈষ্ণব ধর্মকে দেখেছেন, বিভিন্ন মূর্তির মাধ্যমে ওই প্রদর্শশালায় তা দেখানো হবে । গৌড়ীয় মিশনের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, ‘লাইট অ্যান্ড সাউন্ড’, অ্যানিমেশন’, ‘থ্রি-ডি’ ও ‘কসমোলজি’ প্রযুক্তি ব্যবহার করে এই প্রদর্শশালা গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। খরচ হবে প্রায় ৭ কোটি টাকা।
|
হাওড়া স্টেশন চত্বরে গাছের ডালে মৃতদেহ |
হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স চত্বরের উল্টো দিকে পার্কিং লট সংলগ্ন গঙ্গাতীরে গাছের ডাল থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ। বৃহস্পতিবার রাতের ঘটনা। মৃতের বয়স ৫৪-৫৫। তাঁর পরিচয় জানা যায়নি। পার্কিং লটের রেলকর্মীরা জানান, দেহটি কয়েক দিন ধরেই ওই ডালে ঝুলছিল। রেল পুলিশ, আরপিএফ বা বন্দর-কর্তৃপক্ষ কেউই সেটি সরাতে উদ্যোগী হননি বলে অভিযোগ। হাওড়া জিআরপি-র ভারপ্রাপ্ত অফিসার অশোক দত্তের বক্তব্য, দেহটি যেখানে ছিল, সেটা স্টেশন থেকে দেখা যায় না। বৃহস্পতিবারই দেহটি উদ্ধার হয়। তিনি বলেন, “দেহটিতে পচন ধরেনি। মনে হয়, ঘটনাটি বড়জোর এক দিন আগে ঘটেছে।”
|
নালিশ প্রতারণার, সংস্থা-কর্তা ধৃত |
বিধাননগরে প্রতারণার অভিযোগে সোমবার রাতে একটি শেয়ার সংস্থার কর্মকর্তাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অমিত বর্ধন। ধৃতের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন ইরা সামন্ত নামে বিধাননগরের পূর্বাচল আবাসনের এক বাসিন্দা।
|
৬ বালক উদ্ধার |
বৌবাজার থানা এলাকার ছাতাওয়ালা গলি থেকে বৃহস্পতিবার ছ’টি বালক শ্রমিককে উদ্ধার করা হয়েছে। ১৩-১৪ বছরের ওই ছ’টি ছেলেকে খাবারের দোকানে ফাইফরমাশ খাটানো হত। তাদের বাড়ি বিহারের কাটিহারে। শিশু শ্রমিক রাখার অভিযোগে দোকানের ম্যানেজার এবং এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
|
ছাত্র নিখোঁজ |
ঠাকুরপুকুর থানার দাসপাড়ার এক কলেজ-পড়ুয়া তিন দিন ধরে নিখোঁজ। পুলিশ জানায়, ছাত্রটির নাম অনিমেষ ধর। ঠাকুরপুকুর সরশুনা কলেজের ভূগোল প্রথম বর্ষের ছাত্র অনিমেষ সোমবার পরীক্ষা দেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যান। সেই থেকেই নিখোঁজ। |
|