সংস্থা অধিগ্রহণের নিয়ম পরিবর্তনের কথা ঘোষণা করল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। নতুন নিয়মে নথিভুক্ত সংস্থার ২৫% অংশীদারি আর একটি সংস্থার হাতে এলে, তবেই খোলা প্রস্তাব দিতে বাধ্য হবে ওই ক্রেতা সংস্থা। এত দিন যা ছিল ১৫%। তা ছাড়া, আগে এই ক্ষেত্রে বাজার থেকে আরও ২০% শেয়ার কেনার জন্য খোলা প্রস্তাব দিতে হত। এখন থেকে তা বেড়ে হচ্ছে ২৬%। এর ফলে, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি (বিশেষত বিভিন্ন প্রাইভেট ইক্যুইটি সংস্থা) ভারতের বাজারে বিনিয়োগ করতে আরও বেশি আগ্রহী হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এ দিন মিউচুয়াল ফান্ডে লগ্নির উপর অতিরিক্ত ফি বসানোর কথাও জানিয়েছে সেবি। এখন থেকে ১০ হাজার বা তার বেশি টাকা ফান্ডে লগ্নি করলে ফি-বাবদ অতিরিক্ত ১৫০ টাকা গুনতে হবে লগ্নিকারীদের। পুরনোদের ক্ষেত্রে অবশ্য এই ফি ১০০ টাকা। একই সঙ্গে, মূলত খুচরো লগ্নিকারীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন ইস্যু কেনার আবেদনপত্র আগের থেকে ছোট ও সরল করার কথা ঘোষণা করেছে সেবি।
|
চার মাস বন্ধ থাকার পর রিষড়ার ওয়েলিংটন জুট মিল খুলছে। বৃহস্পতিবার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে শ্রম দফতরের মধ্যস্থতায় চটকলের তিনটি শ্রমিক সংগঠন সিটু, আইএনটিইউসি ও এআইটিইউসি-র সঙ্গে মালিকপক্ষের বৈঠকে কারখানাটি শনিবার থেকে চালুর ব্যাপারে চুক্তি হয়। সে দিন ৩১০০ কর্মীই কাজে যোগ দেবেন বলে জানান শ্রমিক প্রতিনিধিরা। গত ২১ মার্চ কারখানায় ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর বিজ্ঞপ্তি ঝুলিয়েছিলেন কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ, উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকদের সাহায্য না-পাওয়ায় কারখানা বন্ধ করতে হয়। বৃহস্পতিবারের বৈঠকে দু’পক্ষের ঐকমত্য আনতে সাহায্য করেন অতিরিক্ত শ্রম কমিশনার সুবল বিশ্বাস। চুক্তিতে ‘সাক্ষী’ হিসেবে সই করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি দোলা সেন।
|
ফের উৎপাদন ব্যাহত হল মারুতি সুজুকি ইন্ডিয়ার মানেসর কারখানায়। ৫ জনকে সাসপেন্ড করার প্রতিবাদে বৃহস্পতিবার এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন কর্মীরা। মারুতি মুখপাত্রের অভিযোগ, গত কাল ওই ৫ কর্মীর হাতে প্রহৃত হন কারখানার এক সুপারভাইজার। তার পরই তাঁদের সাসপেন্ড করা হয়। কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে বলেও ইঙ্গিত। তবে অভিযোগ অস্বীকার করে মারুতি সুজুকি এমপ্লয়িজ ইউনিয়ন। সাধারণ সম্পাদক শিব কুমারের দাবি, কর্তৃপক্ষের ইচ্ছের বিরুদ্ধে এই সংগঠন তৈরির জন্যই ফাঁসানো হয়েছে ৫ জনকে। এর মধ্যে কুমার নিজে ও সংগঠনের সম্পাদক ঋষি পালও আছেন।
|
গত ১৬ জুলাই শেষ হওয়া সপ্তাহে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার আগের সপ্তাহের ৭.৫৮% থেকে কমে দাঁড়াল ৭.৩৩%। যা গত ২০ মাসে ন্যূনতম। মূলত ডালের দাম কমাই এর কারণ। যদিও আলু, পেঁয়াজ, ফল ও দুধের দাম বেড়েছে।
|
বাটা ইন্ডিয়া। ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা ৫৮.২২% বেড়ে হয়েছে ৪০.৯৮ কোটি টাকা। বিক্রি ২২.৬৪% বেড়ে দাঁড়িয়েছে ৪২৯.৩৬ কোটি।
ওএনজিসি। ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকে নিট মুনাফা ১১.৯% বেড়ে দাঁড়িয়েছে ৪,০৯৫ কোটি টাকা।
আর্সেলরমিত্তল। ৩০ জুন শেষ হওয়া সংস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে নিট মুনাফা ১০% কমে হয়েছে ১৫৩.৫ কোটি ডলার। মোট বিক্রি অবশ্য ২,০১৫.৪ কোটি ডলার থেকে বেড়ে হয়েছে ২,৫১২.৬ কোটি ডলার।
গেইল। প্রথম ত্রৈমাসিকে নিট মুনাফা ১১% বেড়ে হয়েছে ৯৮৫ কোটি টাকা। ব্যবসা ২৫% বেড়ে হয়েছে ৮,৮৬৭ কোটি।
ইউকো ব্যাঙ্ক। এপ্রিল-জুনে ব্যাঙ্কের নিট মুনাফা ১২.৪২% বেড়ে হয়েছে ২৯২ কোটি টাকা। আর মোট ব্যবসা দাঁড়িয়েছে ২,২৩,৬২৬ কোটিতে। এই সময়ে সুদ খাতে ব্যাঙ্কের ব্যয় বেড়েছে ৪৯.৫% এবং আয় বেড়েছে ২৭.২৮%।
রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। ৩০ জুন শেষ হওয়া প্রথম ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা ১৬.৭% বেড়ে দাঁড়িয়েছে ৫,৬৬১ কোটি টাকা। আয় ৩৭.২% বেড়ে হয়েছে ৮৩,৬৮৯ কোটি টাকা এবং রফতানি ৫৭.৫% বেড়ে হয়েছে ৫১,৭৩৭ কোটি।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের নিট মুনাফা ২৮% কমে হয়েছে ৫১৭.৫ কোটি টাকা। তবে আয় ৩৪.৮% বেড়ে দাঁড়িয়েছে ৭,২৯৩.৬ কোটি।
গোদরেজ কনজিউমার প্রডাক্টস। ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার সামগ্রিক নিট মুনাফা ৯৪% বেড়ে হয়েছে ২৩৯ কোটি টাকা। সামগ্রিক মোট বিক্রি ৪০% বেড়ে হয়েছে ৯৯৮ কোটি। তবে এই পরিসংখ্যান আগের বছরের সঙ্গে তুলনীয় নয় বলে জানিয়েছে সংস্থা।
ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স। প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের নিট মুনাফা ২.৪% কমে হয়েছে ৩৫৪.৭ কোটি টাকা। অবশ্য ব্যাঙ্কের মোট আয় বেড়েছে ২৮.৭%। তা দাঁড়িয়েছে ৩,৯২০.৩ কোটিতে। |