টুকরো খবর

বিশ্বভারতীর উপাচার্যের অবসর
অবসর নিলেন বিশ্বভারতীর উপাচার্য রজতকান্ত রায়। বৃহস্পতিবার
মেয়াদের শেষ দিনে দফতরে যাচ্ছেন তিনি। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।
অবসর নিলেন বিশ্বভারতীর উপাচার্য রজতকান্ত রায়। বৃহস্পতিবার ছিল উপাচার্য হিসেবে তাঁর মেয়াদের শেষ দিন। সহ-উপাচার্য উদয়নারায়ণ সিংহকে কার্যভার বুঝিয়ে দিয়ে এ দিনই তিনি কলকাতায় ফিরে যান। প্রেসিডেন্সি কলেজের ইতিহাস বিভাগের প্রাক্তন প্রধান রজতকান্তবাবু পাঁচ বছর বিশ্বভারতীর উপাচার্য পদে ছিলেন। প্রেসিডেন্সির মানোন্নয়নে ‘মেন্টর গ্রুপ’ বা রাজ্য সরকারের তরফে অন্য কোনও প্রস্তাব এলে তিনি তা গ্রহণ করবেন কি না, এ প্রশ্নের জবাবে রজতকান্তবাবু বলেন, “উপাচার্য থাকার সময়ে প্রায় প্রতি বুধবার বিনা পয়সায় প্রেসিডেন্সিতে পড়িয়ে এসেছি। যদি আমাকে ডাকা হয় বা পরামর্শ চাওয়া হয় এবং আমাকে উপযুক্ত লোক বলে যদি ওঁরা মনে করেন, তা হলে আমি নিশ্চয়ই পরামর্শ দেব।” বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই পরবর্তী উপাচার্যের নাম ঘোষণা করা হবে। যতদিন না ঘোষণা হচ্ছে, ততদিন উদয়নারায়ণবাবুই উপাচার্যের অস্থায়ী দায়িত্ব পালন করবেন।

তিনটি দুর্ঘটনায় মৃত্যু দু’জনের
তিনটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। জখম হলেন দু’জন। বৃহস্পতিবার ভোরে পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে দু’টি দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর চারটে নাগাদ দুবরাজপুরের শাল সেতুর কাছে একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয় একটি মিনি ট্রাকের। জখম হন দু’টি গাড়ির চালক। তাঁদের সিউড়ি হাসপাতালে ভর্ত্তি করানো হয়েছে। সকাল সাড়ে আটটা নাগাদ অন্য দুর্ঘটনাটি ঘটে দুবরাজপুরের তরুলিয়া মোড়ের কাছে। দুবরাজপুরের বাসিন্দা সাইকেল আরোহী সুনীত দে (৫৮)-কে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারলে মারাত্মক জখম হন তিনি। সিউড়ি হাসপাতালে ভর্ত্তি করার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। পুলিশ তিনটি গাড়িকেই আটক করেছে। অন্য দিকে, বৃহস্পতিবার দুপুরে রামপুরহাট থানার বড়পাহাড়ি পাথর শিল্পাঞ্চল এলাকায় রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম ডালিম শেখ (২৫)। মুর্শিদাবাদের জঙ্গিপুর থানার বহুতাল গ্রামে ওই যুবকের বাড়ি।

তৃণমূলে যোগ
তৃণমূলে গেলেন বোলপুরের রূপপুর গ্রাম পঞ্চায়েতের ৫ সিপিএম সদস্য। এ দিকে, বৃহস্পতিবার ওই পঞ্চায়েতের সিপিএম প্রধান-সহ সাত সদস্যের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সম্প্রতি প্রধান সিপিএমের নিয়তি সরেন-সহ ওই ১২ জন পদত্যাগের আর্জি জানিয়েছিলেন। বোলপুরের বিডিও অমল সাহা বলেন, “৭ জনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। বাকি ৫ জন আবেদন প্রত্যাহার করে নেন।” তৃণমূলের জেলা সহসভাপতি বিকাশ রায়চৌধুরীর দাবি, “বামফ্রন্টের দখলে থাকা এই পঞ্চায়েতের পাঁচ সদস্যকে সিপিএম পদত্যাগ করতে বাধ্য করেছিল।” অভিযোগ অস্বীকার করে সিপিএমের বোলপুর জোনাল কমিটির সম্পাদক উৎপল রুদ্রের দাবি, “প্রলোভন দেখিয়ে তৃণমূল বামফ্রন্টের ওই ৫ জনকে তাদের দলে নিয়েছে।”

ভস্মীভূত দোকান
পুড়ে ছাই হয়ে গেল দুটি হোটেল-সহ চারটি দোকান। বুধবার রাতে এই ঘটনা ঘটে বরাবাজার বাইপাস রোডে। বৃহস্পতিবার এই মর্মে বরাবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুড়ে যাওয়া এক দোকানের মালিক সঞ্জয় ধীবর বলেন, ‘‘বাইপাস রোডে আমার ও সঞ্জয় মোদকের দু’টি পানের দোকান এবং সোমনাথ নামাতা ও কঁকা মোদকের দু’টি হোটেল ছিল। রাত প্রায় ১২টা নাগাদ খবর পাই ওখানে আগুন লেগেছে।” সঞ্জয়বাবুর অভিযোগ, “স্থানীয় বাসিন্দা বুচু সিং সর্দার আমাদের দোকান জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।” বুচু সিং সর্দার অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনার সঙ্গে আমি যুক্ত নই। আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।” পুলিশ জানায়, অভিযোগ মিলেছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।

হাসপাতালে আতঙ্ক

হঠাৎ বোমাতঙ্ক ছড়াল পুরুলিয়া সদর হাসপাতালে। বৃহস্পতিবার হাসপাতালের পিছনের নালায় বোমার মতো দু’টি জিনিস পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। পরে পুলিশ সেগুলি উদ্ধার করে জলে ফেলে রাখে। তবে সেগুলি বোমা কি না জানাতে পারেনি পুলিশ।

Previous Item Purulia First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.