|
|
|
|
টুকরো খবর |
|
পঞ্চায়েতে বিক্ষোভ জামুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
একগুচ্ছ দাবিতে ডোকরানা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘেরাও করে বৃহস্পতিবার প্রায় আড়াই ঘণ্টা বিক্ষোভ দেখায় তৃণমূল। বিক্ষোভশেষে গ্রাম প্রধান কুন্তল চট্টোপাধ্যায়ের হাতে একটি দাবিপত্রও তুলে দেওয়া হয়। তাঁদের দাবি, বিপিএল তালিকা প্রকাশ করতে হবে, একশো দিনের কাজের হিসাব দিতে হবে। তৃণমূল নেতা গোপীনাথ পাত্র জানান, ইন্দিরা আবাস যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং অন্যান্য রোজগার যোজনার তালিকা প্রকাশের দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান। প্রধান বলেন, “দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
|
সিপিএম কর্মীর উপরে ‘হামলা’
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
সিপিএম কর্মীর উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার নর্থ সিহারশোল কোলিয়ারি এলাকায়। সিপিএমের অজয়-জামুড়িয়া জোনাল কমিটির সদস্য মনোজ দত্ত জানান, এ দিন সকালে তাঁদের শ্রমিক সংগঠনের সদস্য খনি কর্মী শ্যামল রায় সংগঠনের কাজে বেরিয়েছিলেন। নর্থ সিহারশোল কোলিয়ারির জল ট্যাঙ্কের কাছে রাজু মাজি তাঁকে মারধর করে, হুমকি দেয় বলে অভিযোগ। শ্যামলবাবু বিষয়টি নিয়ে জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তৃণমূলের জামুড়িয়া ব্লক-১ সভাপতি পূর্ণশশী রায়ের অভিযোগ, এ দিন তাঁর বাইকের ধাক্কায় নারায়ণ মণ্ডল নামে স্থানীয় এক ব্যক্তি পড়ে গেলে উত্তেজনা তৈরি হয়। অভিযুক্ত রাজু মাজি অভিযোগ অস্বীকার করে বলেন, “ওরা অপপ্রচার চালাচ্ছে।” পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।
|
জখম লরিচালক |
পথ দুর্ঘটনায় জখম হয়েছেন এক লরিচালক। বৃহস্পতিবার ভোরে কাঁকসার বাঁশকোপার কাছে জাতীয় সড়কের ঘটনা। জখম ওই চালককে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুটি গরুর। |
|
|
|
|
|